ETV Bharat / city

আসানসোলকে বঞ্চিত করেছেন ফিরহাদ, তোপ জিতেন্দ্রর - বঞ্চনা

ফের জিতেন্দ্র তিওয়ারির নিশানায় ফিরহাদ হাকিম ৷ ফিরহাদের বিরুদ্ধে আসানসোলের সঙ্গে বঞ্চনা করার অভিযোগ তুললেন শহরের প্রাক্তন পৌরপ্রধান ৷ যা নিয়ে নতুন করে জলঘোলা শুরু হওয়ার আশঙ্কা ওয়াকিবহাল মহলের ৷

Asansol
আসানসোলকে বঞ্চিত করেছেন ফিরহাদ, তোপ জিতেন্দ্রর
author img

By

Published : Jun 30, 2021, 9:04 PM IST

আসানসোল, 30 জুন : ফের একবার পুরনো দলের সঙ্গে দড়ি টানাটানি শুরু আসানসোলের প্রাক্তন পৌরপ্রধান তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) ৷ আরও একবার রাজ্য়ের মন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আসানসোলের সঙ্গে বঞ্চনার অভিযোগ তুললেন তিনি ৷

বস্তুত, একুশের ভোটের আগে হঠাৎই বেসুরে বাজতে শুরু করেন জিতেন্দ্র ৷ তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে ৷ তবে সেই পর্বে একের পর এক অনেক নাটকীয় মোড় আসে ৷ শেষমেশ অবশ্য গেরুয়াশিবিরেই নাম লেখান জিতেন্দ্র ৷ যদিও নতুন দলে এখনও পর্যন্ত তাঁকে খুব বেশি সক্রিয় ভূমিকায় দেখা যায়নি ৷

আরও পড়ুন : মমতার পর হাইকোর্টে জিতেন্দ্র, ভোট পুনর্গণনার দাবিতে মামলা

এদিকে, ইতিমধ্যেই আসানসোল পৌরনিগম এলাকায় নির্মল বাংলা প্রকল্পের অধীনে কেনা কয়েক কোটি টাকার গাড়ি স্রেফ ফেলে রেখে নষ্ট করার অভিযোগ ওঠে ৷ দু’দিন আগেই ইটিভি ভারতের পোর্টালে সেই খবর প্রকাশিত হয় ৷ আর তারপর থেকেই বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে ৷

বর্তমান পৌর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে সাধারণ সদস্য, সকলেই গাড়ি অব্যবহৃত অবস্থায় ফেলে রাখার জন্য জিতেন্দ্র তিওয়ারিকেই দায়ী করেছেন ৷ যার জবাবে বুধবার মুখ খুললেন জিতেন্দ্র নিজেই ৷ গোটা ঘটনার জন্য সরাসরি কাঠগড়ায় তুললেন ফিরহাদ হাকিমকে ৷ জিতেন্দ্রর অভিযোগ, কিছু লোক শুধুমাত্র পদের লোভে সত্যি কথা বলছেন না ৷ উল্টে তাঁকে বদনাম করা হচ্ছে ৷

এদিন জিতেন্দ্র বলেন, ‘‘আমি একদিন যে যে প্রশ্নগুলো তুলেছিলাম, সেইগুলোই এখন বাকিরাও তুলছেন ৷ আমি বলেছিলাম, আসানসোল পৌরনিগমের উন্নয়নের জন্য পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম (তৎকালীন) টাকা দেননি ৷ সেই সময় সমস্ত পৌরসভা ও পৌরনিগমের জন্য নির্মল বাংলা প্রকল্পের আওতায় ওই দামি গাড়িগুলো কেনা হয়েছিল ৷ কিন্তু চালক বা সাফাইকর্মীর জন্য টাকা দেওয়া হয়নি ৷ ফলে গাড়িগুলো ব্যবহার করা যায়নি ৷ আমি টাকা চাইতে গেলে বলা হয়েছিল মানুষের কাছ থেকে টাকা নাও ৷ সামান্য ড্রেন পরিষ্কার করতে গিয়ে কি গরিব মানুষের কাছ থেকে টাকা নেওয়া যায় ?’’

ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আসানসোলের সঙ্গে বঞ্চনার অভিযোগ তুললেন জিতেন্দ্র তিওয়ারি ৷

আরও পড়ুন : এবার জিতেন্দ্র তিওয়ারিকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা

জিতেন্দ্রর দাবি, রাজ্য সরকারের পক্ষপাতিত্বমূল আচরণের জন্যই আসানসোলের বহু উন্নয়নমূলক কাজ থমকে গিয়েছে ৷ প্রসঙ্গত, তৃণমূল ছাড়ার পরও এমন অনেক অভিযোগ তুলেছিলেন তিনি ৷ তার জবাবও দিয়েছিলেন ফিরহাদ ৷ জিতেন্দ্রর এদিনের মন্তব্য সেই আকচাআকচিতে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ এখন তৃণমূল শিবির এর কোনও জবাব দেয় কি না, সেটাই দেখার ৷

আসানসোল, 30 জুন : ফের একবার পুরনো দলের সঙ্গে দড়ি টানাটানি শুরু আসানসোলের প্রাক্তন পৌরপ্রধান তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) ৷ আরও একবার রাজ্য়ের মন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আসানসোলের সঙ্গে বঞ্চনার অভিযোগ তুললেন তিনি ৷

বস্তুত, একুশের ভোটের আগে হঠাৎই বেসুরে বাজতে শুরু করেন জিতেন্দ্র ৷ তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে ৷ তবে সেই পর্বে একের পর এক অনেক নাটকীয় মোড় আসে ৷ শেষমেশ অবশ্য গেরুয়াশিবিরেই নাম লেখান জিতেন্দ্র ৷ যদিও নতুন দলে এখনও পর্যন্ত তাঁকে খুব বেশি সক্রিয় ভূমিকায় দেখা যায়নি ৷

আরও পড়ুন : মমতার পর হাইকোর্টে জিতেন্দ্র, ভোট পুনর্গণনার দাবিতে মামলা

এদিকে, ইতিমধ্যেই আসানসোল পৌরনিগম এলাকায় নির্মল বাংলা প্রকল্পের অধীনে কেনা কয়েক কোটি টাকার গাড়ি স্রেফ ফেলে রেখে নষ্ট করার অভিযোগ ওঠে ৷ দু’দিন আগেই ইটিভি ভারতের পোর্টালে সেই খবর প্রকাশিত হয় ৷ আর তারপর থেকেই বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে ৷

বর্তমান পৌর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে সাধারণ সদস্য, সকলেই গাড়ি অব্যবহৃত অবস্থায় ফেলে রাখার জন্য জিতেন্দ্র তিওয়ারিকেই দায়ী করেছেন ৷ যার জবাবে বুধবার মুখ খুললেন জিতেন্দ্র নিজেই ৷ গোটা ঘটনার জন্য সরাসরি কাঠগড়ায় তুললেন ফিরহাদ হাকিমকে ৷ জিতেন্দ্রর অভিযোগ, কিছু লোক শুধুমাত্র পদের লোভে সত্যি কথা বলছেন না ৷ উল্টে তাঁকে বদনাম করা হচ্ছে ৷

এদিন জিতেন্দ্র বলেন, ‘‘আমি একদিন যে যে প্রশ্নগুলো তুলেছিলাম, সেইগুলোই এখন বাকিরাও তুলছেন ৷ আমি বলেছিলাম, আসানসোল পৌরনিগমের উন্নয়নের জন্য পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম (তৎকালীন) টাকা দেননি ৷ সেই সময় সমস্ত পৌরসভা ও পৌরনিগমের জন্য নির্মল বাংলা প্রকল্পের আওতায় ওই দামি গাড়িগুলো কেনা হয়েছিল ৷ কিন্তু চালক বা সাফাইকর্মীর জন্য টাকা দেওয়া হয়নি ৷ ফলে গাড়িগুলো ব্যবহার করা যায়নি ৷ আমি টাকা চাইতে গেলে বলা হয়েছিল মানুষের কাছ থেকে টাকা নাও ৷ সামান্য ড্রেন পরিষ্কার করতে গিয়ে কি গরিব মানুষের কাছ থেকে টাকা নেওয়া যায় ?’’

ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আসানসোলের সঙ্গে বঞ্চনার অভিযোগ তুললেন জিতেন্দ্র তিওয়ারি ৷

আরও পড়ুন : এবার জিতেন্দ্র তিওয়ারিকে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা

জিতেন্দ্রর দাবি, রাজ্য সরকারের পক্ষপাতিত্বমূল আচরণের জন্যই আসানসোলের বহু উন্নয়নমূলক কাজ থমকে গিয়েছে ৷ প্রসঙ্গত, তৃণমূল ছাড়ার পরও এমন অনেক অভিযোগ তুলেছিলেন তিনি ৷ তার জবাবও দিয়েছিলেন ফিরহাদ ৷ জিতেন্দ্রর এদিনের মন্তব্য সেই আকচাআকচিতে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ এখন তৃণমূল শিবির এর কোনও জবাব দেয় কি না, সেটাই দেখার ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.