ETV Bharat / city

শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা আসানসোলের নার্সিংহোমে

সেনরেল রোডে অবস্থিত একটি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগে রাতভর চলে বিক্ষোভ ৷

author img

By

Published : Feb 6, 2020, 9:18 PM IST

infant death  at Asansol
শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা

আসানসোল, 6 ফেব্রুয়ারি : শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা আসানসোলে ৷ সেনরেল রোডে অবস্থিত একটি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে রাতভর বিক্ষোভ দেখায় শিশুর পরিবারের সদস্যরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ৷

হীরাপুরের ধ্রুবডাঙার ওয়াগন কলোনির বাসিন্দা সুকুনকুমার মিশ্র তাঁর দু'বছরের শিশুপুত্র সুশান্তকে ওই নার্সিংহোমে ভরতি করেছিলেন ৷ তার কাশি হচ্ছিল ৷ সঙ্গে সর্দি ছিল ৷ পরিবারের এক সদস্য খুশবু মিশ্রের বক্তব্য, গতকাল সকালেও শিশুটি সুস্থ ছিল । তার নিমোনিয়া হয়েছে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা ৷ তবে হাসপাতালের তরফে বলা হয়েছিল ভয়ের কোনও কারণ নেই । কিন্তু বেলার দিকে হঠাৎ জানানো হয় শিশুর অবস্থা আশঙ্কাজনক । এরপর তাকে ভেন্টিলেশনে ঢুকিয়ে দেওয়া হয় । খানিকক্ষণ পরে জানানো হয় সে মারা গেছে ৷

খবর পেয়ে রোগীর বাড়ির লোকজন ও প্রতিবেশীরা নার্সিংহোমে পৌঁছায় ৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখায় ৷ এরই মধ্যে নার্সিংহোমের তরফে প্রায় 40 হাজার টাকার বিল পরিবারের হাতে ধরিয়ে দেওয়া হয় ৷ তাতে আরও ক্ষুব্ধ হয় রোগীর পরিবারের সদস্যরা ৷ তারা মেডিকেল রিপোর্টের কাগজ চায় ৷ কিন্তু অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষ সেই রিপোর্ট প্রকাশ্যে আনতে চায়নি ৷ শুধু তাই নয়, গোটা বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করেছিল ৷ এরপরই নার্সিংহোম কর্মীদের সঙ্গে তাদের বচসা বাধে ৷

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় স্থানীয় তৃণমূল নেতা মিলন মণ্ডল । আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ শিশুটির ময়নাতদন্তের দাবি করা হয় পরিবারের পক্ষ থেকে ৷ আজ ময়নাতদন্ত করা হয় ৷

আসানসোল, 6 ফেব্রুয়ারি : শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা আসানসোলে ৷ সেনরেল রোডে অবস্থিত একটি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে রাতভর বিক্ষোভ দেখায় শিশুর পরিবারের সদস্যরা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ৷

হীরাপুরের ধ্রুবডাঙার ওয়াগন কলোনির বাসিন্দা সুকুনকুমার মিশ্র তাঁর দু'বছরের শিশুপুত্র সুশান্তকে ওই নার্সিংহোমে ভরতি করেছিলেন ৷ তার কাশি হচ্ছিল ৷ সঙ্গে সর্দি ছিল ৷ পরিবারের এক সদস্য খুশবু মিশ্রের বক্তব্য, গতকাল সকালেও শিশুটি সুস্থ ছিল । তার নিমোনিয়া হয়েছে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা ৷ তবে হাসপাতালের তরফে বলা হয়েছিল ভয়ের কোনও কারণ নেই । কিন্তু বেলার দিকে হঠাৎ জানানো হয় শিশুর অবস্থা আশঙ্কাজনক । এরপর তাকে ভেন্টিলেশনে ঢুকিয়ে দেওয়া হয় । খানিকক্ষণ পরে জানানো হয় সে মারা গেছে ৷

খবর পেয়ে রোগীর বাড়ির লোকজন ও প্রতিবেশীরা নার্সিংহোমে পৌঁছায় ৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখায় ৷ এরই মধ্যে নার্সিংহোমের তরফে প্রায় 40 হাজার টাকার বিল পরিবারের হাতে ধরিয়ে দেওয়া হয় ৷ তাতে আরও ক্ষুব্ধ হয় রোগীর পরিবারের সদস্যরা ৷ তারা মেডিকেল রিপোর্টের কাগজ চায় ৷ কিন্তু অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষ সেই রিপোর্ট প্রকাশ্যে আনতে চায়নি ৷ শুধু তাই নয়, গোটা বিষয়টি নিয়ে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করেছিল ৷ এরপরই নার্সিংহোম কর্মীদের সঙ্গে তাদের বচসা বাধে ৷

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় স্থানীয় তৃণমূল নেতা মিলন মণ্ডল । আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ শিশুটির ময়নাতদন্তের দাবি করা হয় পরিবারের পক্ষ থেকে ৷ আজ ময়নাতদন্ত করা হয় ৷

Intro:
আসানসোলের একটি বেসরকারী নার্সিংহোমে শিশুমৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ভোররাত পর্যন্ত বিক্ষোভ হয় সেনরেলে রোডে স্থিত ওই নার্সিংহোমে। শেষ পর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা গেছে হীরাপুরের ধ্রুব ডাঙা ওয়াগন কলোনীর বাসিন্দা সুকুন কুমার মিশ্রের দুবছরের শিশু পুত্র সুশান্তকে মঙ্গলবার ভর্তি করা হয়েছিল ওই নার্সিংহোমে। কাশি ও সর্দি ছিল। রোগী পরিবারের সদস্যা খুশবু মিশ্র জানান, গতকাল সকালেও শিশু সুস্থ ছিল। তার নিমোনিয়া হয়েছে বলে চিকিৎসকরা জানান। তবে হাসপাতালের তরফে বলা হয় ভয়ের কারন নেই। কিন্তু গতকাল বেলা বাড়তেই হঠাৎ বলে দেওয়া হয় শিশুর অবস্থা আশঙ্কাজনক। এরপর ভেন্টিলেশনে ঢুকিয়ে দেওয়া হয়। কিছু সময় পরে জানানো হয় মারা গেছে শিশুটি।
রাতে খবর পেয়ে জুটে যায় রোগী পরিবারের লোকেরা ও স্থানীয় প্রতিবেশীরা। তারা বিক্ষোভে ফেটে পড়ে। নার্সিংহোমের তরফে ৪০ হাজার টাকার বেশী বিল ধরিয়ে দেওয়া হয় পরিবারের লোকেদের। তাতেই যেন ঘৃতাহুতি পড়ে। রোগী পরিবারের লোকেরা রিপোর্টের কাগজ চাইতে গেলেও নার্সিংহোমের লোকেরা তা লুকিয়ে দেয় বলে অভিযোগ। শুধু তাই নয় গোটা বিষয়টি নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ চরম গোপনীয়তা বজায় রাখছিল বলে অভিযোগ। কর্মীদের মারধর করতে উদ্ধত হয় রোগী পরিবারের লোকেরা। ঘটনাস্থানে পৌঁছায় তৃণমূল নেতা মিলম মন্ডল। আসানসোল উত্তর থানার পুলিশও আসে। শেষে পুলিশ তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। শিশুটির ময়নাতদন্ত করা হবে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।Body:..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.