ETV Bharat / city

শশা চুরির অভিযোগে মারধর, মৃত কিশোর - raniganj

শশা চুরির ঘটনায় মারধরের জেরে এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠল । মৃতের নাম সোনু সিং (18) ।

প্রতীকী ছবি
author img

By

Published : Jun 30, 2019, 1:37 PM IST

Updated : Jun 30, 2019, 2:26 PM IST

রানিগঞ্জ, 30 জুন: শশা চুরির ঘটনায় মারধরের জেরে এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠল । মৃতের নাম সোনু সিং (18) । রানিগঞ্জের লায়েকবাঁধ পাড়া এলাকার ঘটনা । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ।

মৃতের ভাই গোনু অভিযোগ করে, দিন কয়েক আগে তার দাদাকে শশা চুরির মিথ্যে অভিযোগে সুখেন চৌহান ও তার স্ত্রী লাঠি দিয়ে বেধড়ক পেটায় । রক্তাক্ত অবস্থায় সোনুকে রানিগঞ্জর একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । পর সেখান থেকে বাঁকুড়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় । কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসার জন্য সোনুকে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু টানা দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে সে মারা যায় ।

দেখুন ভিডিয়ো

কিশোরের মৃত্যুর পর এলাকাবাসী অভিযুক্ত সুখেনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান । অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান স্থানীয়রা । স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মদের দোকান চালায় সুখেন চৌহান । সেই দোকানের সামনে প্রায় দিনই মারামারি হয় । কয়েকদিন আগেই পাড়ার এক যুবককে বেধড়ক মারধর করে সুখেন । এ বিষয়ে পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি ।

রানিগঞ্জ, 30 জুন: শশা চুরির ঘটনায় মারধরের জেরে এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠল । মৃতের নাম সোনু সিং (18) । রানিগঞ্জের লায়েকবাঁধ পাড়া এলাকার ঘটনা । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ।

মৃতের ভাই গোনু অভিযোগ করে, দিন কয়েক আগে তার দাদাকে শশা চুরির মিথ্যে অভিযোগে সুখেন চৌহান ও তার স্ত্রী লাঠি দিয়ে বেধড়ক পেটায় । রক্তাক্ত অবস্থায় সোনুকে রানিগঞ্জর একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । পর সেখান থেকে বাঁকুড়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় । কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসার জন্য সোনুকে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু টানা দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে সে মারা যায় ।

দেখুন ভিডিয়ো

কিশোরের মৃত্যুর পর এলাকাবাসী অভিযুক্ত সুখেনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান । অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান স্থানীয়রা । স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মদের দোকান চালায় সুখেন চৌহান । সেই দোকানের সামনে প্রায় দিনই মারামারি হয় । কয়েকদিন আগেই পাড়ার এক যুবককে বেধড়ক মারধর করে সুখেন । এ বিষয়ে পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি ।

Intro:বাগান থেকে শসা তোলাকে কেন্দ্র করে অবৈধ মদের দোকানের মালিকের হাতে খুন হতে হলো কিশোরের। মৃত কিশোরের নাম সোনু সিংহ(১৮) । ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের লাইক বাঁধ পাড়া এলাকায় । অভিযুক্ত বাড়ির বাইরে কিশোরের মৃতদেহ রেখে বিক্ষোভ পরিবারের ।


Body:আজ সকাল থেকে রানীগঞ্জের লায়েক বাঁধ পাড়া এলাকায় অভিযুক্ত সুখেন চৌহান এর বাড়ির বাইরে কিশোরের মৃতদেহ রেখে বিক্ষোভ । ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় রানীগঞ্জ এলাকায় । অভিযুক্ত সুখেন চোহান বাড়িতে তালা বন্ধ করে পলাতক ।


মৃত কিশোরের ভাই জানান " গত কয়েকদিন আগে আমার দাদাকে শশা চুরি করার মিথ্যা অপরাধে মদের দোকান দার সুখেন চোহান ও স্ত্রী লাঠিসোঁটা , ইট দিয়ে আমার দাদাকে থেঁতলে মারে । রক্তাক্ত অবস্থায় সুখেন চৌহানের এর বাড়ির বাইরে পড়ে থাকে আমার দাদা । এরপর পাড়া প্রতিবেশী দের সঙ্গে করে আমার দাদাকে প্রথমে রানীগঞ্জের বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় ।এর পর বাঁকুড়া হাসপাতাল এবং সেখান থেকে আরও উন্নত মানের চিকিৎসার জন্য কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সপ্তাহ দুয়েক মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল গভীর রাতে আমার দাদার মৃত্যু হয় ।

আজ সকাল থেকে অভিযুক্তর বাড়ির বাইরে আমার দাদার মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় । অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করার দাবিও তুলেন মৃত পরিবারের পক্ষ থেকে । যতক্ষণ না পর্যন্ত পুলিশ অভিযুক্তকে গ্রেফতার না করা হয় , ততক্ষণ পর্যন্ত সোনু সিং এর মৃতদেহ রেখে বিক্ষোভ প্রদর্শন করবে মৃত পরিবারের পক্ষ থেকে বলে জানান । অকালে সোনু সিং এর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায় ।




Conclusion:স্থানীয় এক বাসিন্দা জানান " পাড়াতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদের দোকান চালায় সুখেন চোহান । মদের দোকানে সন্ধ্যে মদ খেয়ে মাতলামি শুরু হয় । প্রায় দিন মারামারির ঘটনা ঘটে । কয়েকদিন আগেই পাড়ার এক যুবককে বেধড়ক মারধর করে সুখেন চৌহান । অবৈধ মদের দোকানে প্রতিবাদ করতে গেলে হুমকি দেয় । বারংবার রানীগঞ্জ থানার পুলিশকে জানিয়ে কিছু লাভ হয়নি ।
Last Updated : Jun 30, 2019, 2:26 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.