ETV Bharat / city

বেআইনি কয়লা খাদান বোজাতে উদ্যোগ ECL-র - ECL-র বেআইনী কয়লা খাদান বোজাতে উদ্যোগ

CBI হানার পরেই তড়িঘড়ি বেআইনি কয়লা খাদান বোজাতে নামল ECL ৷ প্রায় 20 থেকে 25টি কয়লা খাদান বুজিয়ে ফেলা হয়েছে ৷ এমনকী এই খাদান বোজানোর কাজে তদারকি করছেন ECL এর নিরাপত্তা আধিকারিকরা ৷

illegal mines
ECL-র বেআইনী কয়লা খাদান বোজাতে উদ্যোগ
author img

By

Published : Nov 30, 2020, 10:56 PM IST

আসানসোল, 30 নভেম্বর : বেআইনি কয়লার কারবার নিয়ে CBI অভিযান চালানোর পর এই ধরনের কয়লা খাদান বোজাতে নামল ECL। আজ আসানসোল উত্তর থানার গিরমিন্ট এলাকায় বেশ কয়েকটি বেআইনি কয়লা খাদান বুজিয়ে ফেলা হয়। ECL এর নিরাপত্তা আধিকারিকরা এসে এই কাজে তদারকি করেন। প্রায় 20 থেকে 25 টি কয়লা খাদান বুজিয়ে ফেলা হয়েছে বলে সূত্রের খবর। ওই অঞ্চলে প্রায় শতাধিক কয়লা খাদান আছে বলে জানা গেছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর নজরে বেআইনি কয়লার কারবার। দক্ষিণবঙ্গের অন্যতম কয়লা মাফিয়া পুরুলিয়ার ভামুরিয়ার বাসিন্দা অনুপ মাজি ওরফে লালার খোঁজে CBI। তদন্তে লালার গতিপ্রকৃতি কথা উঠে আসতেই চক্ষু ছানাবড়া হয়েছে তদন্তকারী অফিসারদের। ইতিমধ্যেই লালার বাড়ি থেকে একটি দিস্তা খাতা পাওয়া গেছে বলে খবর। যাতে কিন্তু প্রচুর প্রশাসনিক কর্তা ও রাজনৈতিক নেতাদের নাম আছে বলে জানা যাচ্ছে।

বেআইনী কয়লা খাদান
অন্যদিকে এই ঘটনার পর আজ ECL-এর পক্ষ থেকে বেআইনি কয়লা খাদান বোজানো হয়। গিরমিন্ট এলাকায় প্রায় 20 থেকে 25 টি কয়লা খাদানের সুড়ঙ্গ বন্ধ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে জানা গেছে ওই গিরমিন্ট এলাকায় প্রায় শতাধিক কয়লা খাদান রয়েছে। ECLজানিয়েছে লাগাতার অভিযানে খাদানগুলি বুজিয়ে ফেলা হবে। এই খাদানগুলির নিয়ন্ত্রণ করত অনুপ মাজি ঘনিষ্ঠ কয়লা মাফিয়ারা। আজ অভিযান চলাকালীন দেখা যায় কয়লা খাদানগুলির চারপাশে প্রচুর কয়লা স্তূপাকৃতি হয়ে পড়ে আছে। অর্থাৎ খাদানগুলি সক্রিয় ছিল বলে জানা গেছে। স্থানীয় মাফিয়ারা সেগুলোকে নিয়ন্ত্রণ করত। যদিও অভিযান চলাকালীন কোনও লোককে সেখানে দেখা যায়নি। কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, CBI অভিযানের পর তড়িঘড়ি ECL বেআইনি কয়লা খাদান বোজাতে নেমেছে। এতদিন যখন খাদান চলছিল তখন কারও দেখা মেলেনি।

আসানসোল, 30 নভেম্বর : বেআইনি কয়লার কারবার নিয়ে CBI অভিযান চালানোর পর এই ধরনের কয়লা খাদান বোজাতে নামল ECL। আজ আসানসোল উত্তর থানার গিরমিন্ট এলাকায় বেশ কয়েকটি বেআইনি কয়লা খাদান বুজিয়ে ফেলা হয়। ECL এর নিরাপত্তা আধিকারিকরা এসে এই কাজে তদারকি করেন। প্রায় 20 থেকে 25 টি কয়লা খাদান বুজিয়ে ফেলা হয়েছে বলে সূত্রের খবর। ওই অঞ্চলে প্রায় শতাধিক কয়লা খাদান আছে বলে জানা গেছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর নজরে বেআইনি কয়লার কারবার। দক্ষিণবঙ্গের অন্যতম কয়লা মাফিয়া পুরুলিয়ার ভামুরিয়ার বাসিন্দা অনুপ মাজি ওরফে লালার খোঁজে CBI। তদন্তে লালার গতিপ্রকৃতি কথা উঠে আসতেই চক্ষু ছানাবড়া হয়েছে তদন্তকারী অফিসারদের। ইতিমধ্যেই লালার বাড়ি থেকে একটি দিস্তা খাতা পাওয়া গেছে বলে খবর। যাতে কিন্তু প্রচুর প্রশাসনিক কর্তা ও রাজনৈতিক নেতাদের নাম আছে বলে জানা যাচ্ছে।

বেআইনী কয়লা খাদান
অন্যদিকে এই ঘটনার পর আজ ECL-এর পক্ষ থেকে বেআইনি কয়লা খাদান বোজানো হয়। গিরমিন্ট এলাকায় প্রায় 20 থেকে 25 টি কয়লা খাদানের সুড়ঙ্গ বন্ধ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে জানা গেছে ওই গিরমিন্ট এলাকায় প্রায় শতাধিক কয়লা খাদান রয়েছে। ECLজানিয়েছে লাগাতার অভিযানে খাদানগুলি বুজিয়ে ফেলা হবে। এই খাদানগুলির নিয়ন্ত্রণ করত অনুপ মাজি ঘনিষ্ঠ কয়লা মাফিয়ারা। আজ অভিযান চলাকালীন দেখা যায় কয়লা খাদানগুলির চারপাশে প্রচুর কয়লা স্তূপাকৃতি হয়ে পড়ে আছে। অর্থাৎ খাদানগুলি সক্রিয় ছিল বলে জানা গেছে। স্থানীয় মাফিয়ারা সেগুলোকে নিয়ন্ত্রণ করত। যদিও অভিযান চলাকালীন কোনও লোককে সেখানে দেখা যায়নি। কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, CBI অভিযানের পর তড়িঘড়ি ECL বেআইনি কয়লা খাদান বোজাতে নেমেছে। এতদিন যখন খাদান চলছিল তখন কারও দেখা মেলেনি।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.