আসানসোল, 30 নভেম্বর : বেআইনি কয়লার কারবার নিয়ে CBI অভিযান চালানোর পর এই ধরনের কয়লা খাদান বোজাতে নামল ECL। আজ আসানসোল উত্তর থানার গিরমিন্ট এলাকায় বেশ কয়েকটি বেআইনি কয়লা খাদান বুজিয়ে ফেলা হয়। ECL এর নিরাপত্তা আধিকারিকরা এসে এই কাজে তদারকি করেন। প্রায় 20 থেকে 25 টি কয়লা খাদান বুজিয়ে ফেলা হয়েছে বলে সূত্রের খবর। ওই অঞ্চলে প্রায় শতাধিক কয়লা খাদান আছে বলে জানা গেছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর নজরে বেআইনি কয়লার কারবার। দক্ষিণবঙ্গের অন্যতম কয়লা মাফিয়া পুরুলিয়ার ভামুরিয়ার বাসিন্দা অনুপ মাজি ওরফে লালার খোঁজে CBI। তদন্তে লালার গতিপ্রকৃতি কথা উঠে আসতেই চক্ষু ছানাবড়া হয়েছে তদন্তকারী অফিসারদের। ইতিমধ্যেই লালার বাড়ি থেকে একটি দিস্তা খাতা পাওয়া গেছে বলে খবর। যাতে কিন্তু প্রচুর প্রশাসনিক কর্তা ও রাজনৈতিক নেতাদের নাম আছে বলে জানা যাচ্ছে।