ETV Bharat / city

দুই কারখানার নিরাপত্তাকর্মীদের মারামারিতে উত্তেজনা জামুড়িয়ায়

জামুড়িয়া ইকড়া শিল্পতালুকে গগন প্রাইভেট স্পঞ্জ আয়রন কারখানা কর্তৃপক্ষ একটি দেওয়াল তুলতে গেলে স্যামসেল ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বচসা বাধে । দুই কারখানার নিরাপত্তাকর্মীদের মধ্যে মারপিট বাধে । ছোড়া হয় ইট-পাটকেল । ধুন্ধুমার বেধে যায় দু'পক্ষের মধ্যে ।

নিরাপত্তাকর্মীদের মারামারিতে উত্তেজনা জামুড়িয়ায়
author img

By

Published : Jun 27, 2019, 2:53 PM IST

Updated : Jun 27, 2019, 3:00 PM IST

জামুড়িয়া, 27 জুন : একটি দেওয়াল নির্মাণকে কেন্দ্র করে দু'টি কারখানার নিরাপত্তাকর্মীদের মধ্যে ধুন্ধুমার । জামুড়িয়ার ইকড়া শিল্পতালুকের ঘটনা । জখম দু'পক্ষের বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী ।

গতকাল বিকেলে জামুড়িয়া ইকড়া শিল্পতালুকে গগন প্রাইভেট স্পঞ্জ আয়রন কারখানা কর্তৃপক্ষ একটি দেওয়াল তুলতে গেলে স্যামসেল ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বচসা বাধে । ধস্তাধস্তা শুরু হয় দুই কারখানার নিরপত্তাকর্মীদের মধ্যে । ছোড়া হয় ইট-পাটকেল । ওই জমিতে থাকা একটি অস্থায়ী নিরাপত্তা অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় । সেখানে একটি গ্যাস সিলিন্ডার থাকায় আগুনের সংস্পর্শে এলে সেটিতে বিস্ফোরণ ঘটে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ । খবর দেওয়া হয় দমকলে । ঘটনাস্থানে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ।

ভিডিয়োয় দেখুন

স্যামসেল ইস্পাত কারখানার ভাইস প্রেসিডেন্ট সুমিত চক্রবর্তী বলেন, "BLRO দপ্তর থেকে একটা মার্কিং করে গেছিল । আমরা মার্কিং-এর থেকে 12 মিটার ছেড়ে দিয়ে আমাদের কাজ করছিলাম । গত দুই-তিন দিন ধরে কাজ শুরু করেছি । প্রতিদিনই দুপুরের দিকে গগন কারখানার কিছু লোক আসে এবং কাজ আটকে দেয় । তারা নিরাপত্তাকর্মী নয় । বাইরের রাজ্য থেকে তাদের এনেছে বলেই আমরা শুনেছি । আজ বিকেলে আমি নিজে ওদের বোঝাতে গেছিলাম । কিন্তু ওরা আমাদের ধাক্কাধাক্কি করে । গালিগালাজ করে । লাঠি নিয়ে তেড়ে আসে । তাই দেখে আমাদের নিরাপত্তাকর্মীরা চেঁচামেচি করে । সব মিলিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরি হয় । গগন কারখানার নিরাপত্তাকর্মীরা ইট-পাটকেল ছুড়তে থাকে । আমাদের একটি অস্থায়ী নিরাপত্তা অফিসের ছাউনিতে আগুন ধরিয়ে দেয় ।"

অন্যদিকে গগন কারখানার এক আধিকারিক পালটা অভিযোগ করেন, স্যামসেল ইস্পাত কারখানা কর্তৃপক্ষ মিথ্যা কথা বলছে । স্যামসেল তাঁদের জমি জোর করে দখল করছিল । প্রতিবাদ করতে গেলেই তাদের উপর হামলা চালানো হয় । নিরাপত্তাকর্মীদের ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় ।

জামুড়িয়া, 27 জুন : একটি দেওয়াল নির্মাণকে কেন্দ্র করে দু'টি কারখানার নিরাপত্তাকর্মীদের মধ্যে ধুন্ধুমার । জামুড়িয়ার ইকড়া শিল্পতালুকের ঘটনা । জখম দু'পক্ষের বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী ।

গতকাল বিকেলে জামুড়িয়া ইকড়া শিল্পতালুকে গগন প্রাইভেট স্পঞ্জ আয়রন কারখানা কর্তৃপক্ষ একটি দেওয়াল তুলতে গেলে স্যামসেল ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বচসা বাধে । ধস্তাধস্তা শুরু হয় দুই কারখানার নিরপত্তাকর্মীদের মধ্যে । ছোড়া হয় ইট-পাটকেল । ওই জমিতে থাকা একটি অস্থায়ী নিরাপত্তা অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় । সেখানে একটি গ্যাস সিলিন্ডার থাকায় আগুনের সংস্পর্শে এলে সেটিতে বিস্ফোরণ ঘটে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ । খবর দেওয়া হয় দমকলে । ঘটনাস্থানে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ।

ভিডিয়োয় দেখুন

স্যামসেল ইস্পাত কারখানার ভাইস প্রেসিডেন্ট সুমিত চক্রবর্তী বলেন, "BLRO দপ্তর থেকে একটা মার্কিং করে গেছিল । আমরা মার্কিং-এর থেকে 12 মিটার ছেড়ে দিয়ে আমাদের কাজ করছিলাম । গত দুই-তিন দিন ধরে কাজ শুরু করেছি । প্রতিদিনই দুপুরের দিকে গগন কারখানার কিছু লোক আসে এবং কাজ আটকে দেয় । তারা নিরাপত্তাকর্মী নয় । বাইরের রাজ্য থেকে তাদের এনেছে বলেই আমরা শুনেছি । আজ বিকেলে আমি নিজে ওদের বোঝাতে গেছিলাম । কিন্তু ওরা আমাদের ধাক্কাধাক্কি করে । গালিগালাজ করে । লাঠি নিয়ে তেড়ে আসে । তাই দেখে আমাদের নিরাপত্তাকর্মীরা চেঁচামেচি করে । সব মিলিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরি হয় । গগন কারখানার নিরাপত্তাকর্মীরা ইট-পাটকেল ছুড়তে থাকে । আমাদের একটি অস্থায়ী নিরাপত্তা অফিসের ছাউনিতে আগুন ধরিয়ে দেয় ।"

অন্যদিকে গগন কারখানার এক আধিকারিক পালটা অভিযোগ করেন, স্যামসেল ইস্পাত কারখানা কর্তৃপক্ষ মিথ্যা কথা বলছে । স্যামসেল তাঁদের জমি জোর করে দখল করছিল । প্রতিবাদ করতে গেলেই তাদের উপর হামলা চালানো হয় । নিরাপত্তাকর্মীদের ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় ।

Intro:বাঁদরের বাঁদরামির কথা সবাই জানি। কিন্তু বাঁদরের আবদার বা ভালোবাসার ছবিকি আমরা দেখেছি। সেই ছবি ধরা পড়ল আসানসোলের আপকার গার্ডেনে। এক নির্মান কর্মীর কাঁধে চেপে ঘোরাতেই আনন্দ পেয়েছে একটি বাঁদর। আর তাই সুযোগ পেলেই ওই নির্মান কর্মীর কাঁধে চেপে বসছে ওই বাঁদরটি। অবাক এই কান্ড দেখতে এলাকার লোকেরা ভিড় জমাচ্ছে।
আসানসোল আপকার গার্ডেনের বাসিন্দারা জানাচ্ছেন একমাস আগেই ওই বাঁদরটি কোথা থেকে এলাকায় আসে। কখনও কারও জানালা দিয়ে অ্যানড্রয়েড ফোন বের করে ভেঙে ফেলা, কখনওবা বাসিন্দাদের আক্রমন করা। আপকার গার্ডেনের লোকেরা অতিষ্ট হয়ে ছিল ওই বাঁদরের কার্যকলাপে। কিন্তু গতকাল থেকে বাঁদরের বাঁদরামি বন্ধ। ওই এলাকাতেই একটি নির্মান কাজ হচ্ছে। সেখানে নির্মান কর্মী হিসেবে কাজ করছেন শেরু প্রসাদ। কাল হঠাতই বালি বয়ে মাথায় করে নিয়ে যাওয়ার সময় শেরুর কাঁধে গিয়ে বসে বাঁদরটি। ঝাপিয়ে বাঁদরের বসে পড়ায় প্রথমে শেরু খানিকটা ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু যখন দেখল বাঁদরটি তার কোন ক্ষতি করছে না। শুধু কাঁধে চেপে ঘুরছে, তখন সেও বাঁদরটিকে ভালোবাসতে শুরু করে। এখন একটি নির্দিষ্ট স্থানে বাঁদরটি বসে থাকছে। শেরু বালি তুলে নির্মিয়মান বাড়িটির দিকে যেতেই বাঁদরটি তার কাঁধে বসে পড়ছে। ফের বালি ফেলে ফিরে আসার সময় বাঁদরটি নেমে যাচ্ছে। কাজে বিন্দুমাত্র বিরক্ত না করে শেরুর কাঁধে চেপে আনন্দ নিচ্ছে বাঁদরটি। আপকার গার্ডেনের বাসিন্দারা এমন ঘটনায় হতবাক। বান্দরটি আর কাউকেই কোন ক্ষতি করছে না। ভালোবাসায় ও স্নেহে বাঁদরও মানুষ হয়ে যায়, এমনই বলছে লোকে।
Body:..Conclusion:
Last Updated : Jun 27, 2019, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.