জামুড়িয়া, 27 জুন : একটি দেওয়াল নির্মাণকে কেন্দ্র করে দু'টি কারখানার নিরাপত্তাকর্মীদের মধ্যে ধুন্ধুমার । জামুড়িয়ার ইকড়া শিল্পতালুকের ঘটনা । জখম দু'পক্ষের বেশ কয়েকজন নিরাপত্তাকর্মী ।
গতকাল বিকেলে জামুড়িয়া ইকড়া শিল্পতালুকে গগন প্রাইভেট স্পঞ্জ আয়রন কারখানা কর্তৃপক্ষ একটি দেওয়াল তুলতে গেলে স্যামসেল ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বচসা বাধে । ধস্তাধস্তা শুরু হয় দুই কারখানার নিরপত্তাকর্মীদের মধ্যে । ছোড়া হয় ইট-পাটকেল । ওই জমিতে থাকা একটি অস্থায়ী নিরাপত্তা অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় । সেখানে একটি গ্যাস সিলিন্ডার থাকায় আগুনের সংস্পর্শে এলে সেটিতে বিস্ফোরণ ঘটে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় জামুড়িয়া থানার পুলিশ । খবর দেওয়া হয় দমকলে । ঘটনাস্থানে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ।
স্যামসেল ইস্পাত কারখানার ভাইস প্রেসিডেন্ট সুমিত চক্রবর্তী বলেন, "BLRO দপ্তর থেকে একটা মার্কিং করে গেছিল । আমরা মার্কিং-এর থেকে 12 মিটার ছেড়ে দিয়ে আমাদের কাজ করছিলাম । গত দুই-তিন দিন ধরে কাজ শুরু করেছি । প্রতিদিনই দুপুরের দিকে গগন কারখানার কিছু লোক আসে এবং কাজ আটকে দেয় । তারা নিরাপত্তাকর্মী নয় । বাইরের রাজ্য থেকে তাদের এনেছে বলেই আমরা শুনেছি । আজ বিকেলে আমি নিজে ওদের বোঝাতে গেছিলাম । কিন্তু ওরা আমাদের ধাক্কাধাক্কি করে । গালিগালাজ করে । লাঠি নিয়ে তেড়ে আসে । তাই দেখে আমাদের নিরাপত্তাকর্মীরা চেঁচামেচি করে । সব মিলিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরি হয় । গগন কারখানার নিরাপত্তাকর্মীরা ইট-পাটকেল ছুড়তে থাকে । আমাদের একটি অস্থায়ী নিরাপত্তা অফিসের ছাউনিতে আগুন ধরিয়ে দেয় ।"
অন্যদিকে গগন কারখানার এক আধিকারিক পালটা অভিযোগ করেন, স্যামসেল ইস্পাত কারখানা কর্তৃপক্ষ মিথ্যা কথা বলছে । স্যামসেল তাঁদের জমি জোর করে দখল করছিল । প্রতিবাদ করতে গেলেই তাদের উপর হামলা চালানো হয় । নিরাপত্তাকর্মীদের ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় ।