ETV Bharat / city

রাস্তার ধারে ফেলে যাওয়া সদ্যোজাতর দেহ খুবলে খেল কুকুর - dog

রাস্তার ধারে ফেলে যাওয়া সদ্যোজাতের দেহ খুবলে খেল একদল কুকুর । উত্তর 24 পরগনার দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের চক চাঁদপুর গ্রামের ঘটনা ।

সদ্যজাতের দেহ খুবলে খেল কুকুর
author img

By

Published : Jul 4, 2019, 5:56 PM IST

Updated : Jul 4, 2019, 7:05 PM IST

বারাসত, 4 জুলাই : রাস্তার ধারে ফেলে যাওয়া সদ্যোজাত শিশুর দেহ খুবলে খেল একদল কুকুর । উত্তর 24 পরগনার দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের চক চাঁদপুর গ্রামের ঘটনা ।

আজ সকালে হাড়োয়া- দেগঙ্গা রুটে রাস্তার ধারে একটি প্লাস্টিক পড়ে থাকতে দেখা যায় । স্থানীয়দের কথা মত, প্লাস্টিকটি নিয়ে টানাটানি করছিল একদল কুকুর । পরে সামনে গেলে দেখা যায় সদ্যোজাত শিশুর দেহ । দেহটি জায়গায় জায়গায় খুবলে খেয়েছে কুকুরের দল । এরপরই পুলিশকে খবর দেওয়া হয় । দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থান থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় । হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য ।

নূর মহম্মদ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, "আজ সকালে রাস্তার ধারে ঝোঁপের মধ্যে ওই সদ্যোজাতের দেহ সাদা প্লাস্টিকে মোড়া অবস্থায় পড়ে ছিল । কেউ সেখানে ফেলে দিয়ে যায় । রাস্তার একদল কুকুর টানাটানি করছিল ।"

পুলিশ খতিয়ে দেখছে কে বার কারা সদ্যোজাত শিশুটিকে সেখানে ফেলে দিয়ে গেল । তদন্ত শুরু হয়েছে ।

বারাসত, 4 জুলাই : রাস্তার ধারে ফেলে যাওয়া সদ্যোজাত শিশুর দেহ খুবলে খেল একদল কুকুর । উত্তর 24 পরগনার দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের চক চাঁদপুর গ্রামের ঘটনা ।

আজ সকালে হাড়োয়া- দেগঙ্গা রুটে রাস্তার ধারে একটি প্লাস্টিক পড়ে থাকতে দেখা যায় । স্থানীয়দের কথা মত, প্লাস্টিকটি নিয়ে টানাটানি করছিল একদল কুকুর । পরে সামনে গেলে দেখা যায় সদ্যোজাত শিশুর দেহ । দেহটি জায়গায় জায়গায় খুবলে খেয়েছে কুকুরের দল । এরপরই পুলিশকে খবর দেওয়া হয় । দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থান থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় । হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য ।

নূর মহম্মদ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, "আজ সকালে রাস্তার ধারে ঝোঁপের মধ্যে ওই সদ্যোজাতের দেহ সাদা প্লাস্টিকে মোড়া অবস্থায় পড়ে ছিল । কেউ সেখানে ফেলে দিয়ে যায় । রাস্তার একদল কুকুর টানাটানি করছিল ।"

পুলিশ খতিয়ে দেখছে কে বার কারা সদ্যোজাত শিশুটিকে সেখানে ফেলে দিয়ে গেল । তদন্ত শুরু হয়েছে ।

Last Updated : Jul 4, 2019, 7:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.