আসানসোল ,18 এপ্রিল : জামুরিয়ায় চুরুলিয়া গ্রামে কোয়ারান্টাইন সেন্টার তৈরি করা নিয়ে পুলিশ এবং গ্রামবাসীদের খণ্ডযুদ্ধে আহত হয়েছিলেন জামুরিয়া থানার OC সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। এরপর থেকেই চুরুলিয়া গ্রামে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযোগ, অভিযানের নামে প্রচুর নিরীহ মানুষের ঘরবাড়ি ভাঙচুর করেছে পুলিশ। এই অভিযোগের ভিত্তিতে আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট দপ্তরে স্মারকলিপি জমা দিল BJP-র প্রতিনিধিদল।
কয়েকদিন আগেই জামুরিয়ার চুরুলিয়া গ্রামে একটি কোয়ারান্টাইন সেন্টার তৈরি করা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে বিবাদ লেগেছিল পুলিশের। গ্রামবাসীরা ওই কোয়ারান্টাইন সেন্টার তৈরি করতে বাধা দেয় । পুলিশ গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করতে গেলে গ্রামবাসীরা পালটা মারমুখী হয়ে ওঠে । এই সংঘর্ষে জামুরিয়া থানার OC সুব্রত ঘোষের পা ভেঙে যায়। আহত হন আরও বেশ কয়েকজন পুলিশকর্মী। এরপর থেকে চুরুলিয়া গ্রামে নিয়মিত অভিযান জামুড়িয়া থানার পুলিশের। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে BJP-র প্রতিনিধিদল আসেন এবং ডেপুটেশন জমা দেন ।
BJP নেতৃত্বের বক্তব্য, জামুরিয়ার চুরুলিয়াতে অভিযানের নামে প্রচুর নিরীহ মানুষের উপর অত্যাচার করছে পুলিশ। বিশেষ করে BJP কর্মীদের বাড়িতে ভাঙচুর করা হচ্ছে। এমন বহু মানুষ আছেন যাঁরা ঘটনার দিন উপস্থিত ছিলেন না, তাঁদের বাড়িতেও ভাঙচুর চালানো হচ্ছে।
BJP-র প্রতিনিধি দল জানায়," ভিডিয়ো ফুটেজ দেখে পুলিশ আসল দোষীদের চিহ্নিত করুক । আমরা পুলিশকে মারধরের ঘটনা যেমন সমর্থন করিনা ৷ তেমনই পুলিশের এই নিরীহ মানুষদের উপর অত্যাচার করাকেও সমর্থন করছি না।"