ETV Bharat / city

পাঠ্যবই পড়েই সাফল্য, বলছেন জয়েন্টে সপ্তম বিনীত - examination

বিনীত রাজ্য জয়েন্টে সপ্তম হয়েছেন । ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চান ।

বিনীত রাজ
author img

By

Published : Jun 20, 2019, 9:37 PM IST

Updated : Jun 20, 2019, 10:16 PM IST

চিত্তরঞ্জন (পশ্চিম বর্ধমান), 20 জুন : রাজ্য জয়েন্টে সপ্তম স্থান অধিকার করেছেন রেলশহর চিত্তরঞ্জনের ছাত্র বিনীত রাজ । বার্নপুর রিভারসাইড স্কুলের রূপনারায়ণপুর শাখার ছাত্র ছিলেন বিনীত । যদিও সুখবরটি যখন আসে তখন বিনীত বিহারে । অসুস্থ ঠাকুমাকে দেখতেই বিহারে গেছেন তিনি । বিনীত ফোনে জানান, কম্পিউটার সায়েন্স নিয়েই পড়তে চান ।


বিনীতের মা সুষমা দেবী চিত্তরঞ্জন রেল কারখানার কর্মী। বাবা বাড়িতে থাকেন। মা প্রেরণা হলেও, বেশিরভাগ সময় বাবার সহযোগিতাই পেয়েছেন বিনীত । 94.41 শতাংশ নম্বর পেয়েছেন CBSE-র ক্লাস টুয়েলভ পরীক্ষায় ।

চিত্তরঞ্জন এলাকা থেকে নজির গড়েছেন বিনীত । সব বিভাগেই গৃহশিক্ষক ছিল । তবুও তাঁর কথায়, পাঠ্যপুস্তকের পড়া বেশি করে পড়েছেন । সোশাল মিডিয়ায় অ্যাকাউন্ট আছে । তবে খুব বেশি অ্যাকটিভ থাকতেন না । বরং পড়াশোনার ফাঁকে ফুটবল খেলা ও গিটার বাজাতে ভালোবাসেন । আগামী দিনে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে গবেষণা করতে চান বিনীত ।

চিত্তরঞ্জন (পশ্চিম বর্ধমান), 20 জুন : রাজ্য জয়েন্টে সপ্তম স্থান অধিকার করেছেন রেলশহর চিত্তরঞ্জনের ছাত্র বিনীত রাজ । বার্নপুর রিভারসাইড স্কুলের রূপনারায়ণপুর শাখার ছাত্র ছিলেন বিনীত । যদিও সুখবরটি যখন আসে তখন বিনীত বিহারে । অসুস্থ ঠাকুমাকে দেখতেই বিহারে গেছেন তিনি । বিনীত ফোনে জানান, কম্পিউটার সায়েন্স নিয়েই পড়তে চান ।


বিনীতের মা সুষমা দেবী চিত্তরঞ্জন রেল কারখানার কর্মী। বাবা বাড়িতে থাকেন। মা প্রেরণা হলেও, বেশিরভাগ সময় বাবার সহযোগিতাই পেয়েছেন বিনীত । 94.41 শতাংশ নম্বর পেয়েছেন CBSE-র ক্লাস টুয়েলভ পরীক্ষায় ।

চিত্তরঞ্জন এলাকা থেকে নজির গড়েছেন বিনীত । সব বিভাগেই গৃহশিক্ষক ছিল । তবুও তাঁর কথায়, পাঠ্যপুস্তকের পড়া বেশি করে পড়েছেন । সোশাল মিডিয়ায় অ্যাকাউন্ট আছে । তবে খুব বেশি অ্যাকটিভ থাকতেন না । বরং পড়াশোনার ফাঁকে ফুটবল খেলা ও গিটার বাজাতে ভালোবাসেন । আগামী দিনে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে গবেষণা করতে চান বিনীত ।

Intro:জয়েন্ট এন্ট্রাসে সপ্তম স্থান অধিকার করল রেলশহর চিত্তরঞ্জনের ছাত্র বিনীত রাজ। বার্নপুর রিভারসাইড স্কুলের রুপনারায়নপুর শাখার ছাত্র ছিল বিনিত রাজ। যদিও সুখবরটি যখন আসে তখন বিনিত বিহারে। নিজের অসুস্থ ঠাকুমাকে দেখতেই বিহারে গিয়েছে সে। বিনিত ফোনে জানাল, সে কম্পিউটার সায়েন্স নিয়েই পড়তে চায়।
বিনীতের মা সুষমা দেবী চিত্তরঞ্জন রেল কারখানার কর্মী। বাবা বাড়িতেই থাকেন। মা প্রেরণা হলেও, বেশীর ভাগ সময় বাবার সহযোগিতাই পেয়েছে বিনিত। 94.41 শতাংশ নম্বর পেয়েছে সিবিএসসিতে।
বিনিত একেবারেই প্রান্তিক অঞ্চলের ছাত্র। আসানসোল শহর থেকে অনেকটা দূর। সেদিক দিয়ে দেখতে গেলে নজির গড়েছে বিনীত।
সব বিভাগেই গৃহশিক্ষক থাকলেও পাঠ্যপুস্তকের পড়া বেশী করে পড়েছে বিনীত। সোশ্যাল মিডিয়ায় থাকলেও খুব বেশী সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকত না বিনীত। বরঙ পড়াশুনোর ফাঁকে ফুটবল খেলা ও গিটার বাজাতে ভালোবাসে বিনীত। আগামী দিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পঠনপাঠন করে গবেষনা করতে চায় বিনীত।

Body:..Conclusion:
Last Updated : Jun 20, 2019, 10:16 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.