ETV Bharat / city

তৃণমূলকে ভোট দিলে হাজার টাকা, অভিযোগ ঘিরে হাতাহাতি - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

রানিগঞ্জে তৃণমূলের বিরুদ্ধে টাকা দেওয়ার কথা জানিয়ে লিফলেট বিলি করার অভিযোগ ৷ সেই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে বচসা এবং তার থেকে দু’পক্ষের মধ্যে হাতাহাতি । ঘটনায় বিজেপির তরফে মারধর করার অভিযোগ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে ।

bengal-election-2021-tmc-bjp-clash-in-raniganj-asansol
রানীগঞ্জে তৃণমূলের বিরুদ্ধে টাকা দেওয়ার নাম করে লিফলেট বিলি করার অভিযোগ
author img

By

Published : Apr 20, 2021, 8:08 PM IST

রানিগঞ্জ , 20 এপ্রিল : রানিগঞ্জের 89 নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ায় তৃণমূলের বিরুদ্ধে টাকা দেওয়ার কথা জানিয়ে লিফলেট বিলি করার অভিযোগ উঠল । সেই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে বচসা এবং তার থেকে দু’পক্ষের মধ্যে হাতাহাতি । ঘটনায় বিজেপির তরফে মারধর করার অভিযোগ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে । ঘটনার প্রতিবাদে বিজেপি সমর্থকরা রানিগঞ্জ থানায় বিক্ষোভ দেখায় । পরে তৃণমূলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ।

বিজেপি কর্মী শুক্লা সাধু অভিযোগ করেছেন, তাঁরা আজ সকালে রানিগঞ্জের কলেজ পাড়া এলাকায় বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করছিলেন । সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলকে ভোট দিলে ব্য়াঙ্ক অ্যাকাউন্টে 1 হাজার টাকা করে পৌঁছে দেওয়ার কথা বলছিল । এমনকি লিফলেটও বিলি করে তৃণমূলের কর্মী সমর্থকরা । অভিযোগ বিজেপি কর্মীরা প্রতিবাদ করতে গেলে তাদের মারধর করা হয় । এমনকি মোবাইল ফোন ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ ।

রানীগঞ্জে তৃণমূলের বিরুদ্ধে টাকা দেওয়ার নাম করে লিফলেট বিলি করার অভিযোগ


আরও পড়ুন : বিজেপি ও তৃণমূলের ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পূর্ব বর্ধমানের কাঞ্চননগর


ঘটনায় তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ পাল্টা তৃণমূলের তরফে বলা হয়েছে, বিজেপির পায়ের তলায় মাটি সরে যাওয়ায় মিথ্যা প্রচার করছে তারা ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.