ETV Bharat / city

মিছিলে  বাধা, কলকাতায় ফিরলেন বাবুল সুপ্রিয়

আইন শৃঙ্খলার অবনতির অজুহাতে আসানসোলে বাতিল BJP-র মিছিল ৷ ইচ্ছা করে মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ BJP সাংসদ বাবুল সুপ্রিয়র ৷ ফিরছেন কলকাতায় ৷

author img

By

Published : Dec 20, 2019, 3:27 PM IST

Updated : Dec 20, 2019, 3:42 PM IST

image
বাবুল সুপ্রিয়

দুর্গাপুর, 20 ডিসেম্বর : আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এমন ‘অজুহাত’ দিয়ে আসানসোলে BJP-র মিছিল বানচাল করার অভিযোগ বাবুল সুপ্রিয়র । BJP-র মিছিল এর কারণে রাতারাতি 144 ধারা জারি হল বলে তাঁর অভিযোগ । যদিও সাংসদ ও মন্ত্রী হয়ে আইনকে সম্মান জানানোর জন্য তিনি কলকাতায় ফিরে যাচ্ছেন বলেও জানান বাবুল ।


‘‘BJP-র নির্বাচনী ইস্তাহারেই ছিল CAB চালু করা । তা পাশ হয়েছে । এ রাজ্যের মুখ্যমন্ত্রী আটকাতে পারে না । CAA-র সঙ্গে মুসলিমদের কোনও সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী সবাইকে উসকাচ্ছেন । ভুল বোঝাচ্ছেন । এই নিয়েই এরা এই রাজ্যে আগুন জ্বালাচ্ছে । এটা হতে দেব না’’, বলে সাংবাদিক সম্মেলনে জানালেন বাবুল সুপ্রিয় ।

মিছিল বাতিল হওয়ায় প্রশাসনের প্রতি ক্ষোভ বাবুলের

তিনি আরও বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী যখন যা খুশি বলছেন । এটা ঠিক যে এখানে বাংলাদেশিতে ভরে গেছে, এটা অস্বীকার করার উপায় নেই । কিছু দুষ্কৃতীদের নিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে এ রাজ্যে । মিছিল বানচাল করার চেষ্টা করছে । মিছিল করতে দেওয়া হবে না বলে চিঠি দেওয়া হচ্ছে ।’’ তিনি জানান, BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসানসোলে আসছেন । উনি এসে ঠিক করবেন আসানসোলে কি ধরনের অনুষ্ঠান হবে ।

দুর্গাপুর, 20 ডিসেম্বর : আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এমন ‘অজুহাত’ দিয়ে আসানসোলে BJP-র মিছিল বানচাল করার অভিযোগ বাবুল সুপ্রিয়র । BJP-র মিছিল এর কারণে রাতারাতি 144 ধারা জারি হল বলে তাঁর অভিযোগ । যদিও সাংসদ ও মন্ত্রী হয়ে আইনকে সম্মান জানানোর জন্য তিনি কলকাতায় ফিরে যাচ্ছেন বলেও জানান বাবুল ।


‘‘BJP-র নির্বাচনী ইস্তাহারেই ছিল CAB চালু করা । তা পাশ হয়েছে । এ রাজ্যের মুখ্যমন্ত্রী আটকাতে পারে না । CAA-র সঙ্গে মুসলিমদের কোনও সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী সবাইকে উসকাচ্ছেন । ভুল বোঝাচ্ছেন । এই নিয়েই এরা এই রাজ্যে আগুন জ্বালাচ্ছে । এটা হতে দেব না’’, বলে সাংবাদিক সম্মেলনে জানালেন বাবুল সুপ্রিয় ।

মিছিল বাতিল হওয়ায় প্রশাসনের প্রতি ক্ষোভ বাবুলের

তিনি আরও বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী যখন যা খুশি বলছেন । এটা ঠিক যে এখানে বাংলাদেশিতে ভরে গেছে, এটা অস্বীকার করার উপায় নেই । কিছু দুষ্কৃতীদের নিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে এ রাজ্যে । মিছিল বানচাল করার চেষ্টা করছে । মিছিল করতে দেওয়া হবে না বলে চিঠি দেওয়া হচ্ছে ।’’ তিনি জানান, BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসানসোলে আসছেন । উনি এসে ঠিক করবেন আসানসোলে কি ধরনের অনুষ্ঠান হবে ।

Intro:আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এমন "" অজুহাত"" দিয়ে আসানসোলে বিজেপির মিছিল বানচাল করার অভিযোগ বাবুল সুপ্রিয়র। বিজেপি র মিছিল এর কারনে রাতারাতি একশো চুয়াল্লিস ধারা জারি। সাংসদ ও মন্ত্রী হয়ে আইন কে সম্মান জানিয়ে কলকাতায় ফিরে যাচ্ছেন বাবুল।
বিজেপির নির্বাচনী মেনুফেষ্টে ছিল সি এ বি লাগু করা।তা পাশ হয়েছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী আটকাতে পারে না। সি এ এ র সাথে মুসলিমদের কোনও সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী সবাইকে উসকাচ্ছে। ভুল বোঝাচ্ছে। এরা ইউ টার্ন নিয়ে এই রাজ্যে আগুন জ্বালাচ্ছে । এটা হতে দেব না বলে সাংবাদিক সম্মেলনে জানায় বাবুল সুপ্রিয়। তিনি আরও বলেছেন, মুখ্যমন্ত্রী যখন যা খুশি বলছেন। এটা ঠিক যে এখানে বাংলাদেশিতে ভরে গেছে এটা অস্বীকার করার উপায় নেই। কিছু দুস্কৃতিদের নিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে এ রাজ্যে। মিছিল বানচাল করার চেষ্টা করছে। মিছিল করতে দেওয়া হবে না বলে চিঠি দেয়। আজকে যেহেতু যুম্মাবার, তাই সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে। এখানে কিছু নেতা আছে যারা বিজেপির মিছিল মিটিং এ আগুন লাগান। দিলীপ ঘোষ আসছেন। উনি এসে ঠিক করবেন আসানসোলে কি ধরনের অনুষ্ঠান হবে। আমার পক্ষে এ মিছিলে থাকতে পারব না। আমাদের মিছিল করতে না দিলে অন্য কারোর মিছিল করতে দেব না। মিম প্রভাব বিস্তার করার প্রসঙ্গে বলেন। অনেকেই তো ধরা পড়েছে। আমরা সবাই জানি, বাংলাদেশি অনুপ্রবেশকারিরা এমন ঘটনা ঘটিয়েছে যা জামাতের গুণ্ডারা করেছে বলে মনে হচ্ছে। মমতা বন্দোপাধ্যায়ের নিজের লেখা বইয়ে লিখেছেন, এখানে বাংলাদেশিরাও ভোট দিয়েছে।এরাজ্যে জামাত তা গুন্ডামি করছ নকেও অভিযোগ বাবুলের।।Body:গConclusion:হ
Last Updated : Dec 20, 2019, 3:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.