ETV Bharat / bharat

বাবা নিখোঁজ, যুদ্ধের মাঝে ছেলে আটকে ইজরায়েলে ! দুশ্চিন্তায় পরিবার - Youth Trapped in Israel - YOUTH TRAPPED IN ISRAEL

ভারতের বহু তরুণ উচ্চ আয়ের আশায় ইজরায়েলে পাড়ি দিয়েছেন ৷ যুদ্ধের মধ্যেও তাঁরা সেখানেই রয়েছেন ৷ নিরাপদে থাকলেও আতঙ্কে, দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের ৷

Youth from Varanasi in Israel
ইজরায়েলে আটকে বেনারসের ছেলে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2024, 9:34 PM IST

বারাণসী, 5 অক্টোবর: মধ্যপ্রাচ্যে চলতে থাকা সংঘর্ষের মধ্যেই ইজরায়েলে আটকে গিয়েছেন বহু তরুণ ভারতীয় শ্রমিক ৷ তাঁদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পরিবার ৷ তেমনই একজন বারাণসীর ব্রিজেশ কুমার গৌরব ৷ তাঁর বাবা গত 10 বছর ধরে নিখোঁজ ৷

অনেক খোঁজখুঁজির পরেও তাঁকে পাওয়া যায়নি ৷ এই অবস্থায় পরিবারের খরচখরচা চালাতে এবং দেনা মেটানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ব্রিজেশকে ৷ তাই উচ্চ আয়ের আশায় ইজরায়েলে গিয়েছেন তিনি ৷

ব্রিজেশ বেনারসের চোলাপুর এলাকার কোহসাই গ্রামের বাসিন্দা ৷ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় তিনি ইজরায়েল গিয়েছেন ৷ সেখানে একটি হোটেলে কাজ করেন ৷ ব্রিজেশের মা আশা দেবী জানান, 2 অক্টোবর ইরান যখন ইজরায়েলে হামলা চালায়, তখন তাঁর ছেলে তাঁকে ভিডিয়ো কল করেছিল ৷

ইরান 400 টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইজরায়েলে ৷ ওই সময় ছেলে ভিডিয়ো কলে সেই মিসাইল বৃষ্টি দেখিয়েছিলেন তাঁর মাকে ৷ তখন ভারতীয় সময় রাত 2টো ৷ মা জানালেন, তাঁর ছেলে আতঙ্কে রয়েছে ৷ কিছু একটা হলেই তিনি বাড়িতে ফোন করেন ৷ ব্রিজেশ মা ও বোনের সঙ্গে কথা বলেন ৷ যদিও তিনি নিরাপদেই আছেন ৷ প্রতিদিনই কাজে যাচ্ছেন ৷

মায়ের আক্ষেপ, খুব বিপাকে না পড়লে কেউ কারও সন্তানকে দেশের বাইরে পাঠান না ৷ তিনি বলেন, "চার বছর আগে আমার মেয়ের বিয়ে হয়েছে ৷ তার জন্য 2.5 লক্ষ টাকা দেনা হয়েছে ৷ এই দেনা মেটাতেই ছেলে ইজরায়েলে গিয়েছে ৷ তখন তো জানা ছিল না যে ইজরায়েলে এমন যুদ্ধ শুরু হবে ৷"

আশা দেবী আরও জানান, ব্রিজেশের বাবা সুনীল কুমার ভার্মা কাজের সন্ধানে বাড়ি ছেড়েছিলেন ৷ 2014 সালের এক সকালে তিনি বাড়ি ছেড়ে চলে যান ৷ আজও ফেরেননি ৷ তাঁর কোনও খবর পাওয়া যায়নি ৷ প্রচুর খোঁজাখুঁজি সত্ত্বেও তাঁকে পাওয়া যায়নি ৷ নিখোঁজের ডায়রি করা হয়েছে ৷

বারাণসী, 5 অক্টোবর: মধ্যপ্রাচ্যে চলতে থাকা সংঘর্ষের মধ্যেই ইজরায়েলে আটকে গিয়েছেন বহু তরুণ ভারতীয় শ্রমিক ৷ তাঁদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পরিবার ৷ তেমনই একজন বারাণসীর ব্রিজেশ কুমার গৌরব ৷ তাঁর বাবা গত 10 বছর ধরে নিখোঁজ ৷

অনেক খোঁজখুঁজির পরেও তাঁকে পাওয়া যায়নি ৷ এই অবস্থায় পরিবারের খরচখরচা চালাতে এবং দেনা মেটানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ব্রিজেশকে ৷ তাই উচ্চ আয়ের আশায় ইজরায়েলে গিয়েছেন তিনি ৷

ব্রিজেশ বেনারসের চোলাপুর এলাকার কোহসাই গ্রামের বাসিন্দা ৷ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় তিনি ইজরায়েল গিয়েছেন ৷ সেখানে একটি হোটেলে কাজ করেন ৷ ব্রিজেশের মা আশা দেবী জানান, 2 অক্টোবর ইরান যখন ইজরায়েলে হামলা চালায়, তখন তাঁর ছেলে তাঁকে ভিডিয়ো কল করেছিল ৷

ইরান 400 টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইজরায়েলে ৷ ওই সময় ছেলে ভিডিয়ো কলে সেই মিসাইল বৃষ্টি দেখিয়েছিলেন তাঁর মাকে ৷ তখন ভারতীয় সময় রাত 2টো ৷ মা জানালেন, তাঁর ছেলে আতঙ্কে রয়েছে ৷ কিছু একটা হলেই তিনি বাড়িতে ফোন করেন ৷ ব্রিজেশ মা ও বোনের সঙ্গে কথা বলেন ৷ যদিও তিনি নিরাপদেই আছেন ৷ প্রতিদিনই কাজে যাচ্ছেন ৷

মায়ের আক্ষেপ, খুব বিপাকে না পড়লে কেউ কারও সন্তানকে দেশের বাইরে পাঠান না ৷ তিনি বলেন, "চার বছর আগে আমার মেয়ের বিয়ে হয়েছে ৷ তার জন্য 2.5 লক্ষ টাকা দেনা হয়েছে ৷ এই দেনা মেটাতেই ছেলে ইজরায়েলে গিয়েছে ৷ তখন তো জানা ছিল না যে ইজরায়েলে এমন যুদ্ধ শুরু হবে ৷"

আশা দেবী আরও জানান, ব্রিজেশের বাবা সুনীল কুমার ভার্মা কাজের সন্ধানে বাড়ি ছেড়েছিলেন ৷ 2014 সালের এক সকালে তিনি বাড়ি ছেড়ে চলে যান ৷ আজও ফেরেননি ৷ তাঁর কোনও খবর পাওয়া যায়নি ৷ প্রচুর খোঁজাখুঁজি সত্ত্বেও তাঁকে পাওয়া যায়নি ৷ নিখোঁজের ডায়রি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.