ETV Bharat / city

বাবুলের মতো হনুমানের জন্য আসানসোলে খাঁচা তৈরি: জিতেন্দ্র - Jitendra Tiwari

পৌরনিগম অভিযান ঘিরে BJP-র তাণ্ডবের প্রেক্ষিতে আজ বাবুলকে আক্রমণ করলেন আসানসোল পৌরনিগমের মেয়র তথা তৃণমূল কংগ্রেস নেতা জিতেন্দ্র তিওয়ারি । এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ 10 জন BJP কর্মীকে গ্রেপ্তার করেছে ।

সাংবাদিক বৈঠকে জিতেন্দ্র তিওয়ারি
author img

By

Published : Jul 6, 2019, 2:42 PM IST

Updated : Jul 6, 2019, 3:07 PM IST

আসানসোল, 6 জুলাই: বাবুল সুপ্রিয়র মতো BJP-র হনুমানের জন্য় আসানসোলে খাঁচা তৈরি রয়েছে । গতকাল পৌরনিগম অভিযান ঘিরে BJP-র তাণ্ডবের প্রেক্ষিতে আজ একথা বলে বাবুলকে আক্রমণ করলেন আসানসোল পৌরনিগমের মেয়র তথা তৃণমূল কংগ্রেস নেতা জিতেন্দ্র তিওয়ারি । গতকাল BJP-র পৌরনিগম অভিযানের একটি ভিডিয়ো আজ প্রকাশ্যে আসে । সেখানে দেখা যায়, পুলিশের সামনেই আগ্নেয়াস্ত্র হাতে ঘুরছে এক দুষ্কৃতী । এদিক এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ 10 জন BJP কর্মীকে গ্রেপ্তার করেছে ।

আজ সাংবাদিক বৈঠকে জিতেন্দ্র তিওয়ারি বলেন, "ওরা আক্রমণের উদ্দেশ্যেই পৌরনিগমে এসেছিল । কিন্তু পৌরনিগমের গেট স্পর্শ করতে পারেনি । বাবুল সুপ্রিয়, তুমি যদি BJP-র হনুমান হও, তবে তোমার জন্য আসানসোলে আমরা খাঁচা তৈরি করে রেখেছি । তোমার মতো হনুমানকে খাঁচায় রাখার ক্ষমতা আমাদের রয়েছে ।" গতকালের ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসায় উত্তেজনা ছড়ায় শহরজুড়ে । ভিডিয়োয় ধরা পড়েছে শূন্যে গুলি চালানোর পর পুলিশের সামনেই নিজের আগ্নেয়াস্ত্র কোমরের পিছনে গুঁজে নিচ্ছে এক দুষ্কৃতী । এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।

আরও পড়ুন : আসানসোলে পুলিশের সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে দুষ্কৃতীরা !

এদিকে এই ঘটনায় পুলিশ 10 জন BJP কর্মীকে গ্রেপ্তার করেছে । তাদের আজ আসানসোল মহকুমা আদালতে তোলা হয় । জিতেন্দ্র তিওয়ারি আসানসোল দক্ষিণ থানায় গতকালের অভিযান নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন । তাঁর অভিযোগ, পৌরনিগমে রক্তদান চলাকালীন সাংসদ বাবুল সুপ্রিয়র প্ররোচনায় BJP কর্মীরা জমায়েত করে গন্ডগোল পাকায় । তাঁর আরও অভিযোগ, ভিনরাজ্য থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে আসানসোলকে অশান্ত করার চেষ্টা করছে BJP ।

BJP
আদালতের পথে ধৃত BJP কর্মীরা

BJP নেতা অমল রায় ও জেলার সহ-সভাপতি সন্তোষ সিংয়ের দাবি, মোট 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । রাতের অন্ধকারে ঘর-বাড়ি ভাঙচুর করে, অত্যাচার করে পুলিশ আমাদের দলের কর্মীদের গ্রেপ্তার করেছে । চোর,গুন্ডারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর BJP কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

শুনুন বক্তব্য
গতকাল আসানসোলে BJP-র পৌরনিগম অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে । BJP কর্মীদের ঠেকাত ব্যারিকেড দেয় পুলিশ । কিন্তু সেই ব্যারিকেড ভাঙার পরই পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে । অভিযোগ, BJP ও পালটা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে, বোমাবাজিও করে । যদিও বোমাবাজির প্রমাণ পাওয়া যায়নি । কিন্তু মুখে কাপড় বেঁধে আগ্নেয়াস্ত্র হাতে আগন্তুকের পরিচয় নিয়ে ধন্দে প্রশাসন থেকে শুরু করে স্থানীয়রা ।

আসানসোল, 6 জুলাই: বাবুল সুপ্রিয়র মতো BJP-র হনুমানের জন্য় আসানসোলে খাঁচা তৈরি রয়েছে । গতকাল পৌরনিগম অভিযান ঘিরে BJP-র তাণ্ডবের প্রেক্ষিতে আজ একথা বলে বাবুলকে আক্রমণ করলেন আসানসোল পৌরনিগমের মেয়র তথা তৃণমূল কংগ্রেস নেতা জিতেন্দ্র তিওয়ারি । গতকাল BJP-র পৌরনিগম অভিযানের একটি ভিডিয়ো আজ প্রকাশ্যে আসে । সেখানে দেখা যায়, পুলিশের সামনেই আগ্নেয়াস্ত্র হাতে ঘুরছে এক দুষ্কৃতী । এদিক এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ 10 জন BJP কর্মীকে গ্রেপ্তার করেছে ।

আজ সাংবাদিক বৈঠকে জিতেন্দ্র তিওয়ারি বলেন, "ওরা আক্রমণের উদ্দেশ্যেই পৌরনিগমে এসেছিল । কিন্তু পৌরনিগমের গেট স্পর্শ করতে পারেনি । বাবুল সুপ্রিয়, তুমি যদি BJP-র হনুমান হও, তবে তোমার জন্য আসানসোলে আমরা খাঁচা তৈরি করে রেখেছি । তোমার মতো হনুমানকে খাঁচায় রাখার ক্ষমতা আমাদের রয়েছে ।" গতকালের ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসায় উত্তেজনা ছড়ায় শহরজুড়ে । ভিডিয়োয় ধরা পড়েছে শূন্যে গুলি চালানোর পর পুলিশের সামনেই নিজের আগ্নেয়াস্ত্র কোমরের পিছনে গুঁজে নিচ্ছে এক দুষ্কৃতী । এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।

আরও পড়ুন : আসানসোলে পুলিশের সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে দুষ্কৃতীরা !

এদিকে এই ঘটনায় পুলিশ 10 জন BJP কর্মীকে গ্রেপ্তার করেছে । তাদের আজ আসানসোল মহকুমা আদালতে তোলা হয় । জিতেন্দ্র তিওয়ারি আসানসোল দক্ষিণ থানায় গতকালের অভিযান নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন । তাঁর অভিযোগ, পৌরনিগমে রক্তদান চলাকালীন সাংসদ বাবুল সুপ্রিয়র প্ররোচনায় BJP কর্মীরা জমায়েত করে গন্ডগোল পাকায় । তাঁর আরও অভিযোগ, ভিনরাজ্য থেকে দুষ্কৃতীদের নিয়ে এসে আসানসোলকে অশান্ত করার চেষ্টা করছে BJP ।

BJP
আদালতের পথে ধৃত BJP কর্মীরা

BJP নেতা অমল রায় ও জেলার সহ-সভাপতি সন্তোষ সিংয়ের দাবি, মোট 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । রাতের অন্ধকারে ঘর-বাড়ি ভাঙচুর করে, অত্যাচার করে পুলিশ আমাদের দলের কর্মীদের গ্রেপ্তার করেছে । চোর,গুন্ডারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর BJP কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

শুনুন বক্তব্য
গতকাল আসানসোলে BJP-র পৌরনিগম অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে । BJP কর্মীদের ঠেকাত ব্যারিকেড দেয় পুলিশ । কিন্তু সেই ব্যারিকেড ভাঙার পরই পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে । অভিযোগ, BJP ও পালটা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে, বোমাবাজিও করে । যদিও বোমাবাজির প্রমাণ পাওয়া যায়নি । কিন্তু মুখে কাপড় বেঁধে আগ্নেয়াস্ত্র হাতে আগন্তুকের পরিচয় নিয়ে ধন্দে প্রশাসন থেকে শুরু করে স্থানীয়রা ।
Intro:আসানসোলে বিজেপির পুরনিগম অভিযান। ভিডিওয় এল সেই দুস্কৃতির গুলি চালানোর ছবি!



কে সেই আগ্নেয়াস্ত্র হাতে আগন্তুক দুষ্কৃতী? যাকে নিয়ে তোলপাড় উঠতে শুরু করেছে শুরু করেছে গোটা আসানসোলে। গতকাল ইটিভি ভারতেই প্রথম সেই ছবি প্রকাশ হয়। অন্যদিকে ঘটনার সময় জিটি রোডের আসে পাশে থাকা বাসিন্দারা অনেকেই ভিডিও তুলেছন। আর তাদের ভিডিওতেই ধরা পড়েছে বন্দুক হাতে মুখ বাঁধা সেই দুস্কৃতি শুন্যে গুলি চালাচ্ছে। শুধু তাই নয় কোমরে বন্দুক গুঁজে নিয়ে দৌড়ে যখন সে পালাচ্ছে পুলিশই তাকে সাহায্য করছে সরে যাওয়ার জন্য যাওয়ার জন্য। ভিডিওতে আরও দেখা যাচ্ছে নিজের স্বয়ংক্রিয় অস্ত্র কোমরের পিছনে গুঁজে নিচ্ছে সেই দুস্কৃতি। সমস্ত ঘটনা পুলিশের সামনে হচ্ছে। পুলিশ আধিকারিক ও কর্মীরাও সেই আগন্তুককে দেখছেন অথচ কেউ কিছুই বলছেন না। কে এই দুস্কৃতি? তার এখনও পরিচয় পাওয়া যায়নি।
গতকাল আসানসোলে বিজেপির পুরনিগম অভিযান ঘিরে রণক্ষেত্রর চেহারা নিয়ে ছিল আসানসোল। বিজেপি কর্মীদের ব্যারিকেড ভাঙা, পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়ার পাশাপাশি বিজেপি কর্মীদের পালটা ইঁট পাটকেল ছোঁড়ার ঘটনা প্রত্যক্ষ হয়েছিল। অনেকেই দাবি করেছিলেন করেছিলেন গুলি এবং বোমা ছোঁড়া হয়েছে। যদিও গতকাল সে প্রমান মেলেনি। পুলিশও স্বীকার করেনি গুলি বা বোমার কথা। কিন্তু আজ সকাল থেকে একটি ভিডিওয় স্পষ্ট ধরা পড়েছে শুন্যে গুলি চালানোর ছবি।
স্থানীয় বাসিন্দারা অনেকেই ছাদ থেকে ছাদ থেকে জানালা থেকে ভিডিও তুলে রেখেছিলেন। সেরকম একটি ভিডিওতে দেখা গেল দেখা গেল একটি ভিডিওতে দেখা গেল দেখা গেল গতকাল যে আগন্তুককে পুলিশের সামনেই বন্দুক নিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল, ভিডিওতে ধরা পড়েছে সে শূন্যে গুলিও ছুঁড়েছে। যদিও সেই আগন্তুকের পরিচয় এখনো পাওয়া যায়নি। সাংসদ বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ার দাবি করেছেন ওই দুস্কৃতি তৃণমূল আশ্রিত। পাশাপাশি আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি জানিয়েছেন, ভিন রাজ্য থেকে বোমা, গুলি হাতে দুষ্কৃতীদের নিয়ে এসে আসানসোল অশান্ত করার চেষ্টা করছে বিজেপি।Body:..Conclusion:
Last Updated : Jul 6, 2019, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.