আসানসোল, 19 ফেব্রুয়ারি: আসানসোল উৎসবে আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ স্থানীয় বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ৷ উৎসব শুরুর একদিন আগেই সোশাল মিডিয়ায় উগরে দিলেন ক্ষোভ ৷ এমনকী, আগামী বছর থেকে কার্যত উৎসব বন্ধ করার হুঁশিয়ারি দিলেন তিনি ৷
শুক্রবার থেকে শুরু হল আসানসোল উৎসব। স্থানীয় বাসিন্দাদের কাছে এর জনপ্রিয়তা তুমুল ৷ উৎসবের প্রধান উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। 10 দিন ধরে চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা ৷ তাতে অংশ নিতে কলকাতা থেকে আসেন নামজাদা শিল্পীরা ৷ ভিড়ও হয় ভালোই ৷
সূত্রের খবর, মূলত মলয় ঘটকের মস্তিষ্কপ্রসূত হলেও আসানসোল উৎসব পরিচালনার জন্য নির্দিষ্ট একটি কমিটি রয়েছে ৷ এই কমিটির সদস্যরাই মূলত শিল্পী ও অতিথিদের আমন্ত্রণ জানান ৷
আরও পড়ুন: রেলের অনুষ্ঠানে বিধায়কের চেয়ার ফাঁকা, তরজায় বাবুল-উজ্জ্বল
শুক্রবার সন্ধ্যায় আসানসোল উৎসবের সূচনা হয় ৷ ঠিক তার আগেই সাংসদ বাবুল সুপ্রিয় সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ যা নিয়ে শুরু হয় বিতর্ক ৷ বাবুল লেখেন, ‘‘আমি যদি গায়ক নাও হতাম, তাও আমি আপনাদের সাংসদ। আসানসোল উৎসবে আমি বাদ যাই কীভাবে?’’
পাশাপাশি তিনি এও লেখেন, এটাই শেষ বছর। আগামী বছর থেকে এই ‘নোংরামি’ তিনি আর হতে দেবেন না। বাবুলের এই পোস্ট ঘিরে আসানসোলজুড়ে বিতর্ক শুরু হয়েছে। যদিও কেন বাবুল সুপ্রিয়কে বাদ দেওয়া হয়েছে, সেই বিষয়ে আসানসোল উৎসব কমিটি মুখ খুলতে চায়নি।