ETV Bharat / city

কোন কার্ডে কী মিলবে? রেশন নিয়ে মাইক সহযোগে প্রচার আসানসোলে - আসানসোল

মে মাসের শুরু থেকে কীভাবে রেশন সামগ্রীর বণ্টন হবে তা নিয়ে 30 এপ্রিল সর্বদলীয় বৈঠক করেছিলেন আসানসোলের মহকুমা শাসক । বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয় । বিরোধীরাও তাঁদের প্রস্তাব রাখেন । কীভাবে রেশন সামগ্রী বণ্টন হবে তা সাধারণ মানুষকে জানাতে আজ মাইকে প্রচার শুরু হয়েছে ।

aa
রেশন
author img

By

Published : May 2, 2020, 8:43 PM IST

আসানসোল, 2মে : মহকুমা শাসকের ডাকা সর্বদলীয় বৈঠকে প্রস্তাব উঠেছিল কোন কার্ডের গ্রাহক কী কী রেশন সামগ্রী পাবেন, তা নিয়ে মানুষকে সচেতন করতে হবে । সেই ডাকে সাড়া দিয়ে আসানসোল মহকুমা প্রশাসন মাইক সহযোগে মানুষকে সচেতন করতে নামল । আজ থেকেই শুরু হয়েছে প্রচার ।

অনেক উপভোক্তারাই জানেন না কোন রেশন কার্ডে কী কী খাদ্যদ্রব্য মিলবে । ফলে মানুষের অসচেতনতার সুযোগ নিয়ে রেশন ডিলাররা কারচুপি করছে । সর্বদলীয় বৈঠকে এমনই অভিযোগ তুলেছিলেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা । তাঁরা জানিয়েছিলেন, প্রশাসন মানুষকে সচেতন করতে প্রচার করুক । তাতে মানুষের কাছে অন্তত পক্ষে এই খবর যাবে, যে কোন রেশনকার্ডে কী কী রেশন সামগ্রী মিলবে । রেশন দোকানের বাইরে ব্যানার টাঙানোর পাশাপাশি বিভিন্ন এলাকায় মাইক দিয়ে মানুষকে সচেতন করার উদ্যোগ নিল আসানসোল মহকুমা প্রশাসন । মাইক সহযোগে মানুষকে বোঝানো হচ্ছে কোন রেশন কার্ডে কী কী সামগ্রী মিলবে । এছাড়াও ডিজিটাল রেশন কার্ডের সমস্যা ও অন্যান্য সমস্যার সমাধানের কথাও মানুষকে জানানো হচ্ছে ।

মাইকের ঘোষণা থেকে জানা যায়, RSKY-I এবং RSKY-II শ্রেনি অন্তর্ভুক্তদের মাথাপিছু পাঁচ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হবে । PHH এবং SPHH শ্রেনি অন্তর্ভুক্তদের মাথাপিছু সাধারণ বরাদ্দ হিসেবে দুই কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হবে । অতিরিক্ত বরাদ্দ হিসেবে আরও পাঁচ কেজি করে চাল মাথাপিছু দেওয়া হবে । তাছাড়াও তিন কেজি করে আটা বা গম দেওয়া হবে । AYY রেশন কার্ড অন্তর্ভুক্তদের 15 কেজি চাল পরিবার পিছু, অতিরিক্ত পাঁচ কেজি চাল মাথাপিছু এবং 20 কেজি আটা মাথাপিছু দেওয়া হবে । প্রশাসনিক কর্তাদের দাবি, এই ঘোষণার ফলে মানুষ সচেতন হবে ।

আসানসোল, 2মে : মহকুমা শাসকের ডাকা সর্বদলীয় বৈঠকে প্রস্তাব উঠেছিল কোন কার্ডের গ্রাহক কী কী রেশন সামগ্রী পাবেন, তা নিয়ে মানুষকে সচেতন করতে হবে । সেই ডাকে সাড়া দিয়ে আসানসোল মহকুমা প্রশাসন মাইক সহযোগে মানুষকে সচেতন করতে নামল । আজ থেকেই শুরু হয়েছে প্রচার ।

অনেক উপভোক্তারাই জানেন না কোন রেশন কার্ডে কী কী খাদ্যদ্রব্য মিলবে । ফলে মানুষের অসচেতনতার সুযোগ নিয়ে রেশন ডিলাররা কারচুপি করছে । সর্বদলীয় বৈঠকে এমনই অভিযোগ তুলেছিলেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা । তাঁরা জানিয়েছিলেন, প্রশাসন মানুষকে সচেতন করতে প্রচার করুক । তাতে মানুষের কাছে অন্তত পক্ষে এই খবর যাবে, যে কোন রেশনকার্ডে কী কী রেশন সামগ্রী মিলবে । রেশন দোকানের বাইরে ব্যানার টাঙানোর পাশাপাশি বিভিন্ন এলাকায় মাইক দিয়ে মানুষকে সচেতন করার উদ্যোগ নিল আসানসোল মহকুমা প্রশাসন । মাইক সহযোগে মানুষকে বোঝানো হচ্ছে কোন রেশন কার্ডে কী কী সামগ্রী মিলবে । এছাড়াও ডিজিটাল রেশন কার্ডের সমস্যা ও অন্যান্য সমস্যার সমাধানের কথাও মানুষকে জানানো হচ্ছে ।

মাইকের ঘোষণা থেকে জানা যায়, RSKY-I এবং RSKY-II শ্রেনি অন্তর্ভুক্তদের মাথাপিছু পাঁচ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হবে । PHH এবং SPHH শ্রেনি অন্তর্ভুক্তদের মাথাপিছু সাধারণ বরাদ্দ হিসেবে দুই কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হবে । অতিরিক্ত বরাদ্দ হিসেবে আরও পাঁচ কেজি করে চাল মাথাপিছু দেওয়া হবে । তাছাড়াও তিন কেজি করে আটা বা গম দেওয়া হবে । AYY রেশন কার্ড অন্তর্ভুক্তদের 15 কেজি চাল পরিবার পিছু, অতিরিক্ত পাঁচ কেজি চাল মাথাপিছু এবং 20 কেজি আটা মাথাপিছু দেওয়া হবে । প্রশাসনিক কর্তাদের দাবি, এই ঘোষণার ফলে মানুষ সচেতন হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.