ETV Bharat / business

Nifty Hits All Time High: সর্বকালীন রেকর্ড নিফটির, ছুঁল 20 হাজার ল্যান্ডমার্ক - নিফটি

সর্বকালীন রেকর্ড গড়ে 20 হাজারের লক্ষ্যমাত্রা অর্জন করল নিফটি ৷ এ বছরের মার্চ মাসের পর সবচেয়ে বৃদ্ধি পেয়েছে নিফটি, যা আগের থেকে 15 শতাংশ বেশি ৷

Nifty
নিফটি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 4:14 PM IST

Updated : Sep 11, 2023, 4:54 PM IST

নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: সর্বকালীন রেকর্ড গড়ে অবশেষে 20 হাজারের ল্যান্ডমার্ক ছুঁল নিফটি ৷ এমনটাই জানিয়েছেন এইচডিএফসি সিকিউরিটিজের এমডি এবং সিইও ধীরাজ রেলি ৷ তাঁর কথায়, দ্বিতীয়বারের প্রচেষ্টায় নিফটি অবশেষে জুলাই 2023-এর পর বহু প্রত্যাশিত 20 হাজারের লক্ষ্যমাত্রা বা ল্যান্ডমার্ক ছুঁতে সক্ষম হয়েছে । স্থানীয় বিনিয়োগকারীদের থেকেই খুব বেশি বিনিয়োগ এসেছে বলে খবর ৷ এর ফলে বিদেশিদের মিশ্র ও নেতিবাচক বিনিয়োগের মধ্যেও নিফটিতে এই ল্যান্ডমার্ক অর্জন করা গিয়েছে ।

ধীরাজ রেলি বলেন, "সম্প্রতি ভারত মহাকাশ এবং বিদেশি কূটনীতিতে সাফল্য অর্জন করেছে ৷ যা ভারতীয় স্টক মার্কেটে শক্তি জুগিয়েছে ৷ তবে বৈশ্বিক পরিস্থিতি এখনও নড়বড়ে ৷ স্মল-ক্যাপ এবং মিড-ক্যাপ স্টকগুলি বেশ তীব্রভাবে বেড়েছে এবং কিছু ক্ষেত্রে অযৌক্তিকভাবে । তাই সম্পদ বরাদ্দের পর্যালোচনা এবং কিছু মুনাফা বুকিং/কিছু নগদ সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে ৷"

এলকেপির সিকিউরিটিজের সিনিয়র কারিগরি বিশ্লেষক রূপক দে বলেছেন, "শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠেছে ৷ এর জেরেই প্রথমবারের মতো 20 হাজার বেঞ্চমার্ক সূচকটি অতিক্রম করেছে নিফটি ৷ যতক্ষণ নিফটি 19 হাজার 900-এর উপরে থাকবে ততক্ষণ ভালো থাকবে বলে আশা করা হচ্ছে । উলটো দিকে 20,100 এবং 20,200 এর মধ্যে নিফটি থাকবে । যদি ভারতীয় স্টক মার্কেট সূচক 20,200 এর উপরে ওঠে তবে এটি নিফটির জন্য 20,500 চিহ্নের দিকে অগ্রসর হওয়ার পথ প্রশস্ত করতে পারে ৷"

আরও পড়ুন: ঘাটতি নিয়েই খুলল বাজার; সেনসেক্স 66,400 পয়েন্ট

এই সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিন সোমবার ৷ এ দিনেই শেয়ার বাজারের ঐতিহাসিক লক্ষ্যমাত্রা ছুঁল । আজ সোমবার প্রথমবারের মতো নিফটি 20 হাজার ছাড়িয়েছে । আদানি গ্রুপের স্টক এবং ব্যাংকিং শেয়ার কেনার কারণে নিফটি এই মাইলফলক অর্জন করেছে । ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটি 0.94 শতাংশ বা 186.15 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 20.006.10 পয়েন্টে ট্রেড করছে । একই সময়ে, শেয়ার-সূচকও 67 হাজারের চিহ্ন অতিক্রম করতে সফল হয়েছে । বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) সূচক 0.83 শতাংশ বা 551.02 পয়েন্ট বেড়ে 67, 149.63 পয়েন্টে বাণিজ্য করছে ।

আজ সকালে নিফটি 19,890.00 পয়েন্ট নিয়ে শুরু করেছে এবং ট্রেডিংয়ের সময় এটি 20,008.15 পয়েন্টের 52-সপ্তাহের সবচেয়ে উচ্চস্তরে পৌঁছেছে । এই প্রথম নিফটি এই স্তর অতিক্রম করেছে। নিফটি 36টি সেশনে এই রেকর্ড স্তর অর্জন করেছে । এটি ছাড়াও, নিফটি তার সর্বকালের উচ্চস্তরকে স্পর্শ করেছে এবং 2023 সালের মার্চ থেকে 15 শতাংশ বৃদ্ধি পেয়েছে ।

আজকের কর্মদিবসে মিডিয়া খাত ছাড়াও সার্বিক খাতের কোম্পানিগুলোর দর বেড়েছে । বিশেষ করে ব্যাংকিং শেয়ারে সর্বোচ্চ কেনাকাটা দেখা গিয়েছে । এছাড়াও হেলথকেয়ার, ফার্মা, এনার্জি, আইটি, অটো, এফএমসিজি, মেটালসের মতো খাতের শেয়ারও সবুজ সংকেত চিহ্নে বন্ধ হয়েছে । নিফটির শীর্ষ 50টি কোম্পানির শেয়ারের মধ্যে 45টি শেয়ার বেড়েছে এবং মাত্র 5টি শেয়ার কমেছে । একই সময়ে, সেনসেক্সের শীর্ষ 30টি স্টকের মধ্যে, 28টি স্টক লাভের সঙ্গে বন্ধ হয়েছে এবং দুটি লোকসানের সঙ্গে বন্ধ হয়েছে ।

আরও পড়ুন: অ্যাক্সিস নিফটি আইটি ইনডেক্স ফান্ড চালু করেছে, জেনে নিন ভালো-মন্দ ?

নিফটি 50 হল একটি বেঞ্চমার্ক ভারতীয় স্টক মার্কেট সূচক, যা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বৃহত্তম 50টি ভারতীয় কোম্পানির গড় ওজনযুক্ত প্রতিনিধিত্ব করে । এটি ভারতে ব্যবহৃত দুটি প্রধান স্টক সূচকের একটি, অন্যটি বিএসই সেনসেক্স ।

(সংবাদ সংস্থা-আইএএনএস)

নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: সর্বকালীন রেকর্ড গড়ে অবশেষে 20 হাজারের ল্যান্ডমার্ক ছুঁল নিফটি ৷ এমনটাই জানিয়েছেন এইচডিএফসি সিকিউরিটিজের এমডি এবং সিইও ধীরাজ রেলি ৷ তাঁর কথায়, দ্বিতীয়বারের প্রচেষ্টায় নিফটি অবশেষে জুলাই 2023-এর পর বহু প্রত্যাশিত 20 হাজারের লক্ষ্যমাত্রা বা ল্যান্ডমার্ক ছুঁতে সক্ষম হয়েছে । স্থানীয় বিনিয়োগকারীদের থেকেই খুব বেশি বিনিয়োগ এসেছে বলে খবর ৷ এর ফলে বিদেশিদের মিশ্র ও নেতিবাচক বিনিয়োগের মধ্যেও নিফটিতে এই ল্যান্ডমার্ক অর্জন করা গিয়েছে ।

ধীরাজ রেলি বলেন, "সম্প্রতি ভারত মহাকাশ এবং বিদেশি কূটনীতিতে সাফল্য অর্জন করেছে ৷ যা ভারতীয় স্টক মার্কেটে শক্তি জুগিয়েছে ৷ তবে বৈশ্বিক পরিস্থিতি এখনও নড়বড়ে ৷ স্মল-ক্যাপ এবং মিড-ক্যাপ স্টকগুলি বেশ তীব্রভাবে বেড়েছে এবং কিছু ক্ষেত্রে অযৌক্তিকভাবে । তাই সম্পদ বরাদ্দের পর্যালোচনা এবং কিছু মুনাফা বুকিং/কিছু নগদ সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে ৷"

এলকেপির সিকিউরিটিজের সিনিয়র কারিগরি বিশ্লেষক রূপক দে বলেছেন, "শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠেছে ৷ এর জেরেই প্রথমবারের মতো 20 হাজার বেঞ্চমার্ক সূচকটি অতিক্রম করেছে নিফটি ৷ যতক্ষণ নিফটি 19 হাজার 900-এর উপরে থাকবে ততক্ষণ ভালো থাকবে বলে আশা করা হচ্ছে । উলটো দিকে 20,100 এবং 20,200 এর মধ্যে নিফটি থাকবে । যদি ভারতীয় স্টক মার্কেট সূচক 20,200 এর উপরে ওঠে তবে এটি নিফটির জন্য 20,500 চিহ্নের দিকে অগ্রসর হওয়ার পথ প্রশস্ত করতে পারে ৷"

আরও পড়ুন: ঘাটতি নিয়েই খুলল বাজার; সেনসেক্স 66,400 পয়েন্ট

এই সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিন সোমবার ৷ এ দিনেই শেয়ার বাজারের ঐতিহাসিক লক্ষ্যমাত্রা ছুঁল । আজ সোমবার প্রথমবারের মতো নিফটি 20 হাজার ছাড়িয়েছে । আদানি গ্রুপের স্টক এবং ব্যাংকিং শেয়ার কেনার কারণে নিফটি এই মাইলফলক অর্জন করেছে । ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটি 0.94 শতাংশ বা 186.15 পয়েন্ট বৃদ্ধির সঙ্গে 20.006.10 পয়েন্টে ট্রেড করছে । একই সময়ে, শেয়ার-সূচকও 67 হাজারের চিহ্ন অতিক্রম করতে সফল হয়েছে । বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) সূচক 0.83 শতাংশ বা 551.02 পয়েন্ট বেড়ে 67, 149.63 পয়েন্টে বাণিজ্য করছে ।

আজ সকালে নিফটি 19,890.00 পয়েন্ট নিয়ে শুরু করেছে এবং ট্রেডিংয়ের সময় এটি 20,008.15 পয়েন্টের 52-সপ্তাহের সবচেয়ে উচ্চস্তরে পৌঁছেছে । এই প্রথম নিফটি এই স্তর অতিক্রম করেছে। নিফটি 36টি সেশনে এই রেকর্ড স্তর অর্জন করেছে । এটি ছাড়াও, নিফটি তার সর্বকালের উচ্চস্তরকে স্পর্শ করেছে এবং 2023 সালের মার্চ থেকে 15 শতাংশ বৃদ্ধি পেয়েছে ।

আজকের কর্মদিবসে মিডিয়া খাত ছাড়াও সার্বিক খাতের কোম্পানিগুলোর দর বেড়েছে । বিশেষ করে ব্যাংকিং শেয়ারে সর্বোচ্চ কেনাকাটা দেখা গিয়েছে । এছাড়াও হেলথকেয়ার, ফার্মা, এনার্জি, আইটি, অটো, এফএমসিজি, মেটালসের মতো খাতের শেয়ারও সবুজ সংকেত চিহ্নে বন্ধ হয়েছে । নিফটির শীর্ষ 50টি কোম্পানির শেয়ারের মধ্যে 45টি শেয়ার বেড়েছে এবং মাত্র 5টি শেয়ার কমেছে । একই সময়ে, সেনসেক্সের শীর্ষ 30টি স্টকের মধ্যে, 28টি স্টক লাভের সঙ্গে বন্ধ হয়েছে এবং দুটি লোকসানের সঙ্গে বন্ধ হয়েছে ।

আরও পড়ুন: অ্যাক্সিস নিফটি আইটি ইনডেক্স ফান্ড চালু করেছে, জেনে নিন ভালো-মন্দ ?

নিফটি 50 হল একটি বেঞ্চমার্ক ভারতীয় স্টক মার্কেট সূচক, যা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বৃহত্তম 50টি ভারতীয় কোম্পানির গড় ওজনযুক্ত প্রতিনিধিত্ব করে । এটি ভারতে ব্যবহৃত দুটি প্রধান স্টক সূচকের একটি, অন্যটি বিএসই সেনসেক্স ।

(সংবাদ সংস্থা-আইএএনএস)

Last Updated : Sep 11, 2023, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.