তেলেঙ্গানায় 12,400 কোটির বিনিয়োগ আদানি গোষ্ঠীর, স্বাক্ষরিত 4টি মউ - গৌতম আদানি
Adani Group Sign MoU with Telangana Government: তেলেঙ্গানায় এবার প্রায় সাড়ে 12 হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে আদানি গ্রুপ ৷ ডাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে এ সংক্রান্ত চারটি মউ স্বাক্ষর করেছেন গৌতম আদানি এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ৷
Published : Jan 17, 2024, 6:16 PM IST
ডাভোস/নয়াদিল্লি, 17 জানুয়ারি: তেলেঙ্গানায় ডাটা সেন্টার, ক্লিন এনার্জি ও সিমেন্ট প্ল্যান্ট-সহ বিভিন্ন প্রকল্পে 12 হাজার 400 কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চলেছে আদানি গ্রুপ ৷ বুধবার সুইজারল্যান্ডের ডাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি একটি মউ স্বাক্ষর করেছেন ৷ সেই মউ অনুযায়ী, আদানি গোষ্ঠী তেলেঙ্গানায় প্রায় সাড়ে 12 হাজার কোটি টাকার বিনিয়োগ করবে ৷
কংগ্লোমারেটস ফ্ল্যাগশিপ ফার্ম আদানি এন্টারপ্রাইজ 5 হাজার কোটি টাকা বিনিয়োগ করবে 100 মেগাওয়াটের ডাটা সেন্টার তৈরির জন্য ৷ যেখানে গ্রিন এনার্জি ব্যবহার করা হবে ৷ সেই সঙ্গে পুনর্নবীকরণযোগ্য এনার্জির উৎপাদনকারী আদানি গ্রিন এনার্জি লিমিটেড সমপরিমাণ অর্থ বিনিয়োগ করবে দু’টি পাম্প স্টোরেজ প্রকল্প তৈরি করবে ৷ একইসঙ্গে আদানিদের অম্বুজা সিমেন্ট সংস্থা 1 হাজার 400 কোটি টাকা বিনিয়োগ করবে ৷ যে সিমেন্ট কারখানায় বছরে 6 মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন হবে ৷ আদানি ডিফেন্স ও অ্যারোস্পেস 1 হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ৷ যেখানে কাউন্টার ড্রোন ও মিসাইল ফেসিলিটি তৈরি করবে ৷
এ নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে সংস্থার তরফে ৷ সেখানে বলা হয়েছে, "আদানির অন্তর্গত সকল সংস্থা, বিশ্বের বৃহত্তম পরিকাঠামো প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে একটি ৷ আর এই সংস্থার সঙ্গে তেলেঙ্গানা সরকার বিশ্ব অর্থনৈতিক ফোরামে 12,400 কোটি টাকার বেশি বিনিয়োগের জন্য চারটি মউ স্বাক্ষর করেছে ৷ এই মউ তেলেঙ্গানার অর্থনৈতিক বৃদ্ধিতে সাহায্য করবে ৷ পরিবেশবান্ধব, দীর্ঘমেয়াদি ও পুনর্নবীকরণ ক্ষেত্রে এই আর্থিক উন্নয়ন হবে ৷"
আদানির তরফে জানানো হয়েছে, তেলেঙ্গানায় আগামী 5-7 বছরে 100 মেগাওয়াটের ডাটা সেন্টার তৈরি করবে আদানি এন্টারপ্রাইজ লিমিটেড ৷ যেখানে পুনর্নবীকরণযোগ্য এনার্জি ব্যবহার করা হবে ৷ এই 100 মেগাওয়াটের ডাটা সেন্টার স্থানীয় মাঝারি ও ক্ষুদ্র শিল্পের সঙ্গে সমন্বয় রেখে আন্তর্জাতিক মানের শিল্প তৈরি করবে ৷ ফলে সরাসরি ও ঘুর পথে প্রায় 600 জনের জীবিকার সুযোগ তৈরি হবে ৷
আরও পড়ুন: