ETV Bharat / business

মার্চেই ভারতে আসছে রেডমি নোট 10 সিরিজ়

author img

By

Published : Feb 10, 2021, 7:38 PM IST

আগামী মার্চ মাসেই ভারতে আসছে রেডমি নোট 10 সিরিজ় ৷ সামনের মাসেই হবে এই সিরিজ় ভারতে লঞ্চ করবে শাওমি৷ বুধবার সংস্থার তরফে একথা ঘোষণা করা হয়৷ অ্য়ামাজ়নের অনলাইন বাজারের পাশাপাশি অন্য়ান্য় প্ল্য়াটফর্মেও কেনাকাটা চলবে৷

Redmi Note 10 Series India Launch Set for March, Amazon Availability Teased
মার্চেই ভারতে আসছে রেডমি নোট 10 সিরিজ

কলকাতা, 10 ফেব্রুয়ারি : আগামী মার্চ মাসেই ভারতে রেডমি নোট 10 সিরিজ় লঞ্চ করবে শাওমি৷ বুধবার সংস্থার তরফে এমনই ঘোষণা করা হয়েছে ৷ সূত্রের খবর, রেডমি নোট 9-এরই পরবর্তী প্রজন্ম হল রেডমি নোট 10 সিরিজ় ৷ শাওমির তরফে আভাস দেওয়া হয়েছিল, নতুন সিরিজ়ের শুরুতেই রেডমি নোট 10 এবং রেডমি নোট 10 প্রো বাজারে আনা হবে ৷ পরবর্তীতে প্রকাশ্য়ে আসবে রেডমি নোট 10 প্রো ম্য়াক্স এবং রেডমি নোট 10 এস ৷ সূত্রের খবর, নতুন সিরিজ়ে ক্য়ামেরার প্রযুক্তি আরও উন্নত করা হয়েছে৷ বাড়ানো হয়েছে রিফ্রেশ রেটও৷

মার্চের লঞ্চ ঘিরে প্রচার সারতে একটি মাইক্রো সাইট তৈরি করেছে শাওমি৷ এছাড়া, সংস্থার তরফে একটি ভিডিয়ো টিজ়ারও প্রকাশ করা হয়েছে ৷ তাতে গুরুত্ব দেওয়া হয়েছে ক্য়ামেরাতেই৷ যা থেকে স্পষ্ট, রেডমি নোট 9 সিরিজ়ের মডেলগুলির তুলনায় রেডমি নোট 10 সিরিজ়ে ক্য়ামেরার মান অনেকটাই উন্নত ৷

আরও পড়ুন: অ্যাপ না মৃত্যুফাঁদ

শাওমির তরফে পোস্ট করা টিজ়ারে দেখা যাচ্ছে, রেডমি নোট 10 সিরিজ়ের জন্য আস্ত একটা ল্য়ান্ডিং পেজই বানিয়ে ফেলেছে অ্য়ামাজ়ন৷ যার অর্থ হল, তাদের অনলাইন বাজারে এই স্মার্টফোনটি কিনতে পারবেন ক্রেতারা৷ পাশাপাশি অন্য়ান্য় প্ল্য়াটফর্মেও কেনাকাটা চলবে৷

কলকাতা, 10 ফেব্রুয়ারি : আগামী মার্চ মাসেই ভারতে রেডমি নোট 10 সিরিজ় লঞ্চ করবে শাওমি৷ বুধবার সংস্থার তরফে এমনই ঘোষণা করা হয়েছে ৷ সূত্রের খবর, রেডমি নোট 9-এরই পরবর্তী প্রজন্ম হল রেডমি নোট 10 সিরিজ় ৷ শাওমির তরফে আভাস দেওয়া হয়েছিল, নতুন সিরিজ়ের শুরুতেই রেডমি নোট 10 এবং রেডমি নোট 10 প্রো বাজারে আনা হবে ৷ পরবর্তীতে প্রকাশ্য়ে আসবে রেডমি নোট 10 প্রো ম্য়াক্স এবং রেডমি নোট 10 এস ৷ সূত্রের খবর, নতুন সিরিজ়ে ক্য়ামেরার প্রযুক্তি আরও উন্নত করা হয়েছে৷ বাড়ানো হয়েছে রিফ্রেশ রেটও৷

মার্চের লঞ্চ ঘিরে প্রচার সারতে একটি মাইক্রো সাইট তৈরি করেছে শাওমি৷ এছাড়া, সংস্থার তরফে একটি ভিডিয়ো টিজ়ারও প্রকাশ করা হয়েছে ৷ তাতে গুরুত্ব দেওয়া হয়েছে ক্য়ামেরাতেই৷ যা থেকে স্পষ্ট, রেডমি নোট 9 সিরিজ়ের মডেলগুলির তুলনায় রেডমি নোট 10 সিরিজ়ে ক্য়ামেরার মান অনেকটাই উন্নত ৷

আরও পড়ুন: অ্যাপ না মৃত্যুফাঁদ

শাওমির তরফে পোস্ট করা টিজ়ারে দেখা যাচ্ছে, রেডমি নোট 10 সিরিজ়ের জন্য আস্ত একটা ল্য়ান্ডিং পেজই বানিয়ে ফেলেছে অ্য়ামাজ়ন৷ যার অর্থ হল, তাদের অনলাইন বাজারে এই স্মার্টফোনটি কিনতে পারবেন ক্রেতারা৷ পাশাপাশি অন্য়ান্য় প্ল্য়াটফর্মেও কেনাকাটা চলবে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.