ETV Bharat / business

50 পয়সা বা ছোটো 1 টাকা, অবৈধ নয় কোনও কয়েন

50 পয়সা বা ছোটো 1 টাকা বৈধ । লেনদেনে কোনও অসুবিধা নেই । এক বিবৃতিতে একথা স্পষ্ট জানিয়ে দিল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বাজারে নতুন 1 টাকার কয়েন ও ছোটো আকারের 50 পয়সা নিয়ে দীর্ঘদিন ধরেই অসুবিধার সম্মুখীন সাধারণ মানুষ। তার প্রেক্ষিতেই এই বিবৃতি জারি করে RBI ।

বাজার চলতি খুচরো পয়সা
author img

By

Published : Jun 27, 2019, 10:34 AM IST

Updated : Jun 27, 2019, 12:25 PM IST

মুম্বই, 27 জুন : 50 পয়সা বা ছোটো 1 টাকা বৈধ । এর লেনদেনে কোনও অসুবিধা নেই । বাজারে 50 পয়সা বা ছোটো 1 টাকার গ্রহণযোগ্যতা নিয়ে মানুষের দ্বন্দ্ব কাটাতেই গতকাল এক বিবৃতিতে একথা বলে RBI।

বাজারে নতুন 1 টাকার কয়েন ও ছোটো আকারের 50 পয়সা নিয়ে দীর্ঘদিন ধরেই অসুবিধার সম্মুখীন সাধারণ মানুষ। ব্যবসায়ীরা বারবার সাধারণ মানুষের থেকে ছোটো 1 টাকা বা 50 পয়সা নিতে অস্বীকার করে । ফলে এই 50 পয়সা বা 1 টাকা আদৌ বৈধ কি না তা নিয়ে সংশয় তৈরি হয় মানুষের মনে। সেই সংশয় দূর করতেই গতকাল একটি বিবৃতি দেয় RBI ।

আরও পড়ুন : জালিয়াতির জেরে সাধারণ মানুষের আস্থা হারাচ্ছে ব্যাঙ্ক

RBI ওই বিবৃতিতে জানায়, এই ছোটো কয়েন তৈরি করে বাজারে এনেছে কেন্দ্রীয় সরকার । সুতরাং এই পয়সা অবৈধ নয় । RBI সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে, কোনও গুজবে যেন তারা কান না দেয় । কোনও রকম অস্বস্তি বা দ্বিধাহীনভাবেই যেন এই ছোটো 1 টাকার কয়েন বা 50 পয়সা লেনদেনের কাজে ব্যবহার করে । পাশাপাশি সমস্ত ব্যাঙ্কগুলোকে RBI নির্দেশ দেয়, যে সমস্ত গ্রাহক ব্যাঙ্কে খুচরো পয়সা বদল করতে আসবে, তাদের যেন ফিরিয়ে দেওয়া না হয় ।

small coin
ছোটো 1 টাকার কয়েন

নোট বা খুচরো কয়েন বদলের ক্ষেত্রে RBI নির্দেশ দেয়, কোনও ব্যাঙ্কই যেন তাদের গ্রাহকদের ফিরিয়ে না দেয় । উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার দেশের আর্থ-সামাজিক প্রেক্ষিত চিন্তা করে বিভিন্ন সময়ে নতুন আকার ও ধরনের ছোটো মুদ্রা বাজারে আনে । পাশাপাশি সেই মুদ্রায় ফুটে ওঠে অর্থনৈতিক, সামাজিক ও সংস্কৃতির ছাপ । জনগণের সুবিধার্থেই এ ধরনের মুদ্রা বা নোট বাজারে আনে সরকার ।

আরও পড়ুন : রেপো রেট কমাল RBI ; কমতে পারে বাড়ি, গাড়িতে সুদের হার

যদিও বাজারে নতুন 1 টাকা বা 50 পয়সা আসার পর দেশের বিভিন্ন রাজ্যের বেশকিছু প্রান্তে লেনদেনের মাধ্যম হিসেবে এগুলিকে বাতিল করে স্থানীয় দোকানদার থেকে শুরু করে ছোটো-বড় ব্যবসায়ীরা । এমন কী ব্যাঙ্কগুলো এই ছোটো কয়েন ও পয়সা নিতে অস্বীকার করে । এই নিয়ে বেশকিছু অভিযোগ জমা পড়ে RBI দপ্তরে। তার প্রেক্ষিতেই এই বিবৃতি জারি করে RBI।

মুম্বই, 27 জুন : 50 পয়সা বা ছোটো 1 টাকা বৈধ । এর লেনদেনে কোনও অসুবিধা নেই । বাজারে 50 পয়সা বা ছোটো 1 টাকার গ্রহণযোগ্যতা নিয়ে মানুষের দ্বন্দ্ব কাটাতেই গতকাল এক বিবৃতিতে একথা বলে RBI।

বাজারে নতুন 1 টাকার কয়েন ও ছোটো আকারের 50 পয়সা নিয়ে দীর্ঘদিন ধরেই অসুবিধার সম্মুখীন সাধারণ মানুষ। ব্যবসায়ীরা বারবার সাধারণ মানুষের থেকে ছোটো 1 টাকা বা 50 পয়সা নিতে অস্বীকার করে । ফলে এই 50 পয়সা বা 1 টাকা আদৌ বৈধ কি না তা নিয়ে সংশয় তৈরি হয় মানুষের মনে। সেই সংশয় দূর করতেই গতকাল একটি বিবৃতি দেয় RBI ।

আরও পড়ুন : জালিয়াতির জেরে সাধারণ মানুষের আস্থা হারাচ্ছে ব্যাঙ্ক

RBI ওই বিবৃতিতে জানায়, এই ছোটো কয়েন তৈরি করে বাজারে এনেছে কেন্দ্রীয় সরকার । সুতরাং এই পয়সা অবৈধ নয় । RBI সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে, কোনও গুজবে যেন তারা কান না দেয় । কোনও রকম অস্বস্তি বা দ্বিধাহীনভাবেই যেন এই ছোটো 1 টাকার কয়েন বা 50 পয়সা লেনদেনের কাজে ব্যবহার করে । পাশাপাশি সমস্ত ব্যাঙ্কগুলোকে RBI নির্দেশ দেয়, যে সমস্ত গ্রাহক ব্যাঙ্কে খুচরো পয়সা বদল করতে আসবে, তাদের যেন ফিরিয়ে দেওয়া না হয় ।

small coin
ছোটো 1 টাকার কয়েন

নোট বা খুচরো কয়েন বদলের ক্ষেত্রে RBI নির্দেশ দেয়, কোনও ব্যাঙ্কই যেন তাদের গ্রাহকদের ফিরিয়ে না দেয় । উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার দেশের আর্থ-সামাজিক প্রেক্ষিত চিন্তা করে বিভিন্ন সময়ে নতুন আকার ও ধরনের ছোটো মুদ্রা বাজারে আনে । পাশাপাশি সেই মুদ্রায় ফুটে ওঠে অর্থনৈতিক, সামাজিক ও সংস্কৃতির ছাপ । জনগণের সুবিধার্থেই এ ধরনের মুদ্রা বা নোট বাজারে আনে সরকার ।

আরও পড়ুন : রেপো রেট কমাল RBI ; কমতে পারে বাড়ি, গাড়িতে সুদের হার

যদিও বাজারে নতুন 1 টাকা বা 50 পয়সা আসার পর দেশের বিভিন্ন রাজ্যের বেশকিছু প্রান্তে লেনদেনের মাধ্যম হিসেবে এগুলিকে বাতিল করে স্থানীয় দোকানদার থেকে শুরু করে ছোটো-বড় ব্যবসায়ীরা । এমন কী ব্যাঙ্কগুলো এই ছোটো কয়েন ও পয়সা নিতে অস্বীকার করে । এই নিয়ে বেশকিছু অভিযোগ জমা পড়ে RBI দপ্তরে। তার প্রেক্ষিতেই এই বিবৃতি জারি করে RBI।

Mumbai, Jun 26 (ANI): A television journalist has filed a complaint against Salman Khan on charges of abuse, assault and robbery. The case has been filed before the Metropolitan Magistrate court in Andheri. Neeraj Gupta, lawyer of the senior journalist said that his client was attacked by Salman and later the actor abused the journalist. "My client who is a senior journalist was attacked by Salman on April 24, 2019. The actor snatched my client's cell phone and deleted the data in it. When my client tried defending himself, he was abused by Salman badly," Gupta said. Gupta added, "My client tried to file a complaint but police officials did not pay any heed to the matter." The Metropolitan magistrate court has accepted the complaint and has given July 12 as the date for further arguments and order. The complaint has been filed under section 323 (causing hurt) 392 (robbery), 426 (Punishment for mischief), 506 (criminal intimidation) part 2 read with section 34 of IPC.
Last Updated : Jun 27, 2019, 12:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.