ETV Bharat / business

জিও-তে 1,894 কোটি বিনিয়োগ করবে ইনটেল - জিও-তে বিনিয়োগ করবে ইনটেল

জিও-র 0.39 শতাংশ শেয়ার কিনতে চলেছে ইনটেল । 1,894.5 কোটি টাকা জিও-তে বিনিয়োগ করবে তারা ।

jio
jio
author img

By

Published : Jul 3, 2020, 12:50 PM IST

দিল্লি, 3 জুলাই : জিও-র 0.39 শতাংশ শেয়ার কিনতে চলেছে ইনটেল । জিও-তে তারা বিনিয়োগ করবে 1,894.50 কোটি টাকা । এই নিয়ে লগ্নি জিও-তে 11 সপ্তাহে 12তম ।

ইনটেল সহ অন্যান্য বিনিয়োগ মিলিয়ে এখনও পর্যন্ত রিলায়েন্স জিও মোট 25.09 শতাংশ শেয়ার বিক্রি করল ।

বিশ্বের অন্যতম বড় কম্পানিগুলি জিও-তে মোট 117,588 কোটি টাকা বিনিয়োগ করেছে । ফেসবুক জিও-র 9.99 শতাংশ শেয়ার কেনে । সেইক্ষেত্রে ফেসবুক বিনিয়োগ করেছিল 43,574 কোটি টাকা ।

রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেন, "বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি কম্পানির সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে । যা ভারতকে বিশ্বের এক শীর্ষ ডিজিটাল সোসাইটিতে পরিবর্তিত করবে । "

দিল্লি, 3 জুলাই : জিও-র 0.39 শতাংশ শেয়ার কিনতে চলেছে ইনটেল । জিও-তে তারা বিনিয়োগ করবে 1,894.50 কোটি টাকা । এই নিয়ে লগ্নি জিও-তে 11 সপ্তাহে 12তম ।

ইনটেল সহ অন্যান্য বিনিয়োগ মিলিয়ে এখনও পর্যন্ত রিলায়েন্স জিও মোট 25.09 শতাংশ শেয়ার বিক্রি করল ।

বিশ্বের অন্যতম বড় কম্পানিগুলি জিও-তে মোট 117,588 কোটি টাকা বিনিয়োগ করেছে । ফেসবুক জিও-র 9.99 শতাংশ শেয়ার কেনে । সেইক্ষেত্রে ফেসবুক বিনিয়োগ করেছিল 43,574 কোটি টাকা ।

রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেন, "বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি কম্পানির সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে । যা ভারতকে বিশ্বের এক শীর্ষ ডিজিটাল সোসাইটিতে পরিবর্তিত করবে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.