প্যারিস, 8 জুন : সংস্কার কাজ শুরু হল প্যারিসের নত্র-দাম ক্যাথিড্রালে । 2019 সালের 15 এপ্রিল আগুনে পুড়ে যায় চার্চটি । আজ শ্রমিকেরা চার্চের উপরিভাগের 200 কেজি ধাতব কাঠামো ভাঙতে শুরু করল।
ভারা থেকে দড়ি ঝুলিয়ে শ্রমিকেরা আগুনে গলে যাওয়া অবশিষ্ট অংশ ভাঙতে শুরু করে। 40,000 ধাতব অংশ দিয়ে তৈরি গোলাকার অংশ, যা আগুনের তাপে গলে গিয়েছিল, তা পাঁচ জন কর্মীর দুটি দল ধাতব নলগুলি করাত দিয়ে কাটবে। এরপর ভাঙা অংশগুলি ক্রেনের সাহায্যে তোলা হবে। গ্রীষ্মকালগুলিতে এই কাজ করা হবে।
নত্র-দামের স্পায়ার পুনরুদ্ধারের জন্য ভাস্কর্যের টাওয়ারটি তৈরি করা হয়েছিল । যা আগুনের শিখায় ধ্বংস হয়ে যায়।
সংস্কার শুরু করার আগে টিমগুলি ধাতব গার্ডারগুলির সঙ্গে কাঠামোটি একত্রীকরণের কাজ করে কয়েক মাস ধরে, যাতে সংস্কার চলাকালীন এটি ভেঙে না পড়ে।
বর্তমানে চার্চটি বন্ধ রয়েছে এবং সংস্কারের জন্য আগামী কয়েক বছরও বন্ধ থাকবে।