ETV Bharat / briefs

অধীরের পিঠ চাপড়ে মোদি বললেন, "এই আসল যোদ্ধা" ! - BJP

রাজ্যে কংগ্রেস দুটি মাত্র আসনে জিতেছেন । এর মধ্যে রয়েছেন অধীর চৌধুরি ।

অধীর
author img

By

Published : Jun 17, 2019, 7:46 PM IST

দিল্লি, 17 জুন : সর্বদলীয় বৈঠকে অধীর চৌধুরির পিঠ চাপড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । "যোদ্ধা" বলেও সম্বোধন করেন ।

আজ শুরু হয়েছে বাদল অধিবেশন । এর আগে গতকাল সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী মোদি । সেখানে কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন অধীর চৌধুরি । তৃণমূলের তরফে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েন ।

বৈঠকের মাঝেই অধীরের পিঠ চাপড়ে দেন মোদি । বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের দিকে তাকিয়ে বলেন, "এই হচ্ছে আসল যোদ্ধা ।" খোদ প্রধানমন্ত্রীর প্রশংসা পেয়ে অধীরের মুখেও ছিল তৃপ্তির হাসি । আজ তিনি বলেন, "আমি গর্বিত । খুশিও ।" আরও বলেন, "আমার সঙ্গে কারোর ব্যক্তিগত শত্রুতা নেই । আমরাও জনগণের প্রতিনিধি । BJP সাংসদরাও তাই । সংসদে আমরা আমাদের আওয়াজ তুলব । ওরাও তুলবে । সংসদে যুদ্ধ করতে যাই না ।"

বহরমপুর কেন্দ্রের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি । 1999 থেকেই সাংসদ তিনি । এবার 80 হাজারের বেশি ভোটে হারিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকারকে ।

দিল্লি, 17 জুন : সর্বদলীয় বৈঠকে অধীর চৌধুরির পিঠ চাপড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । "যোদ্ধা" বলেও সম্বোধন করেন ।

আজ শুরু হয়েছে বাদল অধিবেশন । এর আগে গতকাল সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী মোদি । সেখানে কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন অধীর চৌধুরি । তৃণমূলের তরফে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েন ।

বৈঠকের মাঝেই অধীরের পিঠ চাপড়ে দেন মোদি । বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের দিকে তাকিয়ে বলেন, "এই হচ্ছে আসল যোদ্ধা ।" খোদ প্রধানমন্ত্রীর প্রশংসা পেয়ে অধীরের মুখেও ছিল তৃপ্তির হাসি । আজ তিনি বলেন, "আমি গর্বিত । খুশিও ।" আরও বলেন, "আমার সঙ্গে কারোর ব্যক্তিগত শত্রুতা নেই । আমরাও জনগণের প্রতিনিধি । BJP সাংসদরাও তাই । সংসদে আমরা আমাদের আওয়াজ তুলব । ওরাও তুলবে । সংসদে যুদ্ধ করতে যাই না ।"

বহরমপুর কেন্দ্রের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি । 1999 থেকেই সাংসদ তিনি । এবার 80 হাজারের বেশি ভোটে হারিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকারকে ।

Vidisha (MP), May 01 (ANI): While addressing a public meeting in Madhya Pradesh's Vidisha, Union Minister of Drinking Water and Sanitation, Uma Bharti said, "Word 'Gandhi' is not from Mahatma Gandhi but Feroze Gandhi. Feroze was not having good terms with Jawaharlal Nehru, they don't even have the right to use this surname but they thought that it would give them respect. Modi ji is the one following Mahatma Gandhi's footsteps."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.