দিল্লি, 17 জুন : সর্বদলীয় বৈঠকে অধীর চৌধুরির পিঠ চাপড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । "যোদ্ধা" বলেও সম্বোধন করেন ।
আজ শুরু হয়েছে বাদল অধিবেশন । এর আগে গতকাল সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী মোদি । সেখানে কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন অধীর চৌধুরি । তৃণমূলের তরফে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েন ।
বৈঠকের মাঝেই অধীরের পিঠ চাপড়ে দেন মোদি । বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের দিকে তাকিয়ে বলেন, "এই হচ্ছে আসল যোদ্ধা ।" খোদ প্রধানমন্ত্রীর প্রশংসা পেয়ে অধীরের মুখেও ছিল তৃপ্তির হাসি । আজ তিনি বলেন, "আমি গর্বিত । খুশিও ।" আরও বলেন, "আমার সঙ্গে কারোর ব্যক্তিগত শত্রুতা নেই । আমরাও জনগণের প্রতিনিধি । BJP সাংসদরাও তাই । সংসদে আমরা আমাদের আওয়াজ তুলব । ওরাও তুলবে । সংসদে যুদ্ধ করতে যাই না ।"
বহরমপুর কেন্দ্রের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি । 1999 থেকেই সাংসদ তিনি । এবার 80 হাজারের বেশি ভোটে হারিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকারকে ।