ETV Bharat / briefs

ভোটের জন্য 72 ঘণ্টা বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্ত - security

72 ঘণ্টার জন্য বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্ত । গতকাল সাংবাদিক বৈঠক করে জানান বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসু ও জেলা পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ ।

author img

By

Published : Apr 28, 2019, 4:44 AM IST

Updated : Apr 30, 2019, 6:44 AM IST

সিউড়ি, 28 এপ্রিল : আগামীকাল বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রে নির্বাচন। সেই কারণে 72 ঘণ্টার জন্য বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্ত । গতকাল সাংবাদিক বৈঠক করে একথা জানান জেলাশাসক মৌমিতা গোদারা বসু ও জেলা পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ । 16টি নাকা চেকপোস্ট বসছে বলেও বৈঠকে জানানো হয় । ইতিমধ্যে বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রের জন্য 128 কম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে ।

শুনুন বক্তব্য

জেলাশাসক জানান, দুই কেন্দ্রের মোট 3 হাজার 21টি বুথে ভোটগ্রহণ হবে । 709টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে । । 99 শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী ।

42টি জায়গায় নাকা চেকিং চলবে । এর মধ্যে 16টি নাকা চেকপোস্টই থাকছে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে । 72 ঘণ্টা সীমান্ত বন্ধ থাকবে বলেও জানান জেলা পুলিশ সুপার ।

সিউড়ি, 28 এপ্রিল : আগামীকাল বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রে নির্বাচন। সেই কারণে 72 ঘণ্টার জন্য বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্ত । গতকাল সাংবাদিক বৈঠক করে একথা জানান জেলাশাসক মৌমিতা গোদারা বসু ও জেলা পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ । 16টি নাকা চেকপোস্ট বসছে বলেও বৈঠকে জানানো হয় । ইতিমধ্যে বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রের জন্য 128 কম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে ।

শুনুন বক্তব্য

জেলাশাসক জানান, দুই কেন্দ্রের মোট 3 হাজার 21টি বুথে ভোটগ্রহণ হবে । 709টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে । । 99 শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী ।

42টি জায়গায় নাকা চেকিং চলবে । এর মধ্যে 16টি নাকা চেকপোস্টই থাকছে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে । 72 ঘণ্টা সীমান্ত বন্ধ থাকবে বলেও জানান জেলা পুলিশ সুপার ।

ভোটের আগে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে থেকে এক ব্যাগ তাজা বোমা উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া 1 নম্বর পঞ্চায়েত এলাকায়। অভিযোগ বেলঘড়িয়া 1 নম্বর পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সদস্য বাড়ির সামনে আজ সকাল বেলা এক ব্যাগ বোমা পাওয়া যায় এবং স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানান। তারক মৈত্র নামে ওই পঞ্চায়েত সদস্যের অভিযোগ ভোটের আগে তাকে ভয় দেখানোর জন্য কোন বিরোধী শক্তি এইভাবে বোমা রেখেছিল । পরে শান্তিপুর থানার পুলিশ গিয়ে বোমা গুলি উদ্ধার করে।
Last Updated : Apr 30, 2019, 6:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.