ETV Bharat / briefs

নিরাপত্তার জন্য আমরা একসঙ্গে কাজ করব, মোদিকে শুভেচ্ছা জানালেন ম্যাকরঁ

২৩ মে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নরেন্দ্র মোদির কাছে শুভেচ্ছাবার্তা আসতে থাকে । গতকাল এই ফলাফলের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ মোদিকে শুভেচ্ছা জানান ।

মোদিকে শুভেচ্ছা জানালেন ম্যাকরঁ
author img

By

Published : May 26, 2019, 2:13 PM IST

প্যারিস, 26 মে : দ্বিতীয়বার লোকসভা নির্বাচনে সাফল্যের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন । গতকাল ফ্রান্সের বিদেশমন্ত্রকের মুখপাত্র এই শুভেচ্ছাবার্তা মোদির কাছে পাঠান ।

রাষ্ট্রের নিরাপত্তার জন্য ম্যাকরঁ মোদিকে একসঙ্গে কাজ করার বার্তা দেন । বিশ্বে স্থিতিশীলতা বজায় রেখে উন্নয়ন করার আহ্বান জানান । এছাড়া দুই রাষ্ট্রের মধ্যে যুবসম্পদ আদানপ্রদান করে উন্নতি সাধনের বার্তাও দেন ম্যাকরঁ ।

উল্লেখ্য, ২৩ মে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নরেন্দ্র মোদির কাছে শুভেচ্ছাবার্তা আসতে থাকে । এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদিকে শুভেচ্ছা জানিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দেন ।

প্যারিস, 26 মে : দ্বিতীয়বার লোকসভা নির্বাচনে সাফল্যের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন । গতকাল ফ্রান্সের বিদেশমন্ত্রকের মুখপাত্র এই শুভেচ্ছাবার্তা মোদির কাছে পাঠান ।

রাষ্ট্রের নিরাপত্তার জন্য ম্যাকরঁ মোদিকে একসঙ্গে কাজ করার বার্তা দেন । বিশ্বে স্থিতিশীলতা বজায় রেখে উন্নয়ন করার আহ্বান জানান । এছাড়া দুই রাষ্ট্রের মধ্যে যুবসম্পদ আদানপ্রদান করে উন্নতি সাধনের বার্তাও দেন ম্যাকরঁ ।

উল্লেখ্য, ২৩ মে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নরেন্দ্র মোদির কাছে শুভেচ্ছাবার্তা আসতে থাকে । এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদিকে শুভেচ্ছা জানিয়ে একসঙ্গে কাজ করার বার্তা দেন ।

New Delhi, May 26 (ANI): YSRCP chief YS Jagan Mohan Reddy reached national capital on Sunday morning. He is to meet Prime Minister Narendra Modi. Reddy stormed to power with a landslide victory in Andhra Pradesh in Assembly as well as General elections. In a thumping majority, Reddy's party had won 151 out of 175 Assembly seat and 22 Lok Sabha seat out of 25 in Andhra Pradesh.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.