ETV Bharat / briefs

পরিকল্পনা করেই অন্তর্ঘাত করেছে মৌসম, অভিযোগ মোস্তাকের

পঞ্চায়েত নির্বাচনের পর থেকে টানা 7 মাস দলে থেকে দল ভাঙানোর চেষ্টা করেছেন মৌসম নুর । আজ এই অভিযোগ করেন মালদার কংগ্রেস নেতা মোস্তাক আলম ।

মোস্তাক আলম
author img

By

Published : Apr 28, 2019, 8:33 PM IST

মালদা, 28 এপ্রিল: উনি পরিকল্পনা করেই অন্তর্ঘাত করেছেন । পঞ্চায়েত নির্বাচনের পর থেকে টানা 7 মাস ধরে দলে থেকে দল ভাঙানোর চেষ্টা করেছেন মৌসম নুর । শুধু তাই নয়, বহু কংগ্রেস নেতাকে প্রলোভন দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন মৌসম । আজ এই অভিযোগ করেন মালদা কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি মোস্তাক আলম ।

লোকসভা নির্বাচনের পর এবার মালদায় হবিবপুর বিধানসভায় উপনির্বাচন । এই ভোটে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেজিনা মুর্মু । গত শুক্রবার তিনি মনোনয়নও জমা দেন । উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ হায়াতভবনে একটি বৈঠক ডাকে জেলা কংগ্রেস ।

বৈঠক শুরু আগে জেলা সভাপতি জানান, তৃণমূলের পক্ষ থেকে রেজিনা মুর্মুকে প্রলোভন দেওয়া হলেও তিনি কংগ্রেস ছাড়তে রাজি হননি । এরপরই হবিবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে রেজিনার নাম প্রস্তাব করা হয় ।

মোস্তাক আলম বলেন, "উপনির্বাচনে কংগ্রেসের ইশু হল শাসকদলের সন্ত্রাস থেকে সাধারণ মানুষকে রক্ষা করা । গত পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস লড়েছে, লড়বে । মোদি দেশে দাঙ্গার রাজনীতি করছেন । কংগ্রেস এর বিরুদ্ধে লড়াই করবে । "

রেজিনা মুর্মু মালদা জেলা মহিলা কংগ্রেসের সভাপতি । বর্তমানে তিনি পঞ্চায়েত সমিতির সদস্য । হবিবপুরবাসীদের পরিচিত মুখ রেজিনা মুর্মু । উপনির্বাচনে জয় নিয়ে আশাবাদী জেলা কংগ্রেস সভাপতি ।

মালদা, 28 এপ্রিল: উনি পরিকল্পনা করেই অন্তর্ঘাত করেছেন । পঞ্চায়েত নির্বাচনের পর থেকে টানা 7 মাস ধরে দলে থেকে দল ভাঙানোর চেষ্টা করেছেন মৌসম নুর । শুধু তাই নয়, বহু কংগ্রেস নেতাকে প্রলোভন দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন মৌসম । আজ এই অভিযোগ করেন মালদা কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি মোস্তাক আলম ।

লোকসভা নির্বাচনের পর এবার মালদায় হবিবপুর বিধানসভায় উপনির্বাচন । এই ভোটে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেজিনা মুর্মু । গত শুক্রবার তিনি মনোনয়নও জমা দেন । উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ হায়াতভবনে একটি বৈঠক ডাকে জেলা কংগ্রেস ।

বৈঠক শুরু আগে জেলা সভাপতি জানান, তৃণমূলের পক্ষ থেকে রেজিনা মুর্মুকে প্রলোভন দেওয়া হলেও তিনি কংগ্রেস ছাড়তে রাজি হননি । এরপরই হবিবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে রেজিনার নাম প্রস্তাব করা হয় ।

মোস্তাক আলম বলেন, "উপনির্বাচনে কংগ্রেসের ইশু হল শাসকদলের সন্ত্রাস থেকে সাধারণ মানুষকে রক্ষা করা । গত পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস লড়েছে, লড়বে । মোদি দেশে দাঙ্গার রাজনীতি করছেন । কংগ্রেস এর বিরুদ্ধে লড়াই করবে । "

রেজিনা মুর্মু মালদা জেলা মহিলা কংগ্রেসের সভাপতি । বর্তমানে তিনি পঞ্চায়েত সমিতির সদস্য । হবিবপুরবাসীদের পরিচিত মুখ রেজিনা মুর্মু । উপনির্বাচনে জয় নিয়ে আশাবাদী জেলা কংগ্রেস সভাপতি ।

Intro:মালদা, ২৮ এপ্রিলঃ "পঞ্চায়েত নির্বাচনের পর থেকে টানা সাত মাস ধরে দলে থেকে কংগ্রেসকে অন্তর্ঘাত করেছে মৌসম নূর৷ শুধু তাই নয়, বহু কংগ্রেস নেতৃত্বকে প্রলোভন দিয়ে তৃণমূলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে মৌসম৷" হবিবপুর বিধানসভা এলাকায় কংগ্রেসের সংগঠন নিয়ে বিবরণ দিতে গিয়ে এই ভাষাতেই প্রাক্তন জেলা সভানেত্রীকে বিঁধলেন কংগ্রেসের জেলা সভাপতি মোস্তাক আলম৷Body:গত বিধানসভা নির্বাচনে সিপিএমের প্রতীকে হবিবপুর বিধানসভায় জল পেয়েছিলেন খগেন মুর্মু৷ লোকসভা নির্বাচনের আগে বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়ে দলবদল করে তিনি বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন৷ লোকসভা নির্বাচনের পর এবার হবিবপুর বিধানসভা উপনির্বাচন৷ হবিবপুর বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেজিনা মুর্মু৷ শুক্রবার তিনি মনোনয়ন জমা দেন৷ হবিবপুর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ দলীয় কার্যালয় হায়াতভবনে একটি বৈঠক ডাকেন জেলা কংগ্রেস সভাপতি মোস্তাক আলম৷
বৈঠক শুরু আগে মোস্তাক সাহেব জানান, "হবিবপুর বিধানসভায় দুবার কংগ্রেসের বিধায়ক ছিল৷ হবিবপুরের ৮টি অঞ্চল ও বামনগোলার ৬টি অঞ্চল নিয়ে হবিবপুর বিধানসভা৷ বিগত কয়েক বছরে কংগ্রেস নেতৃত্ব ওই এলাকাকে কোনও গুরুত্ব দেয়নি৷ ১৯৮০ সালে বরকতদার (এবিএ গণিখান চৌধুরি) জন্য যেভাবে আমরা এলাকায় পড়ে থেকে নির্বাচন করেছিলাম এবারও সেভাবেই নির্বাচন করব৷ বামপন্থীরা যেভাবে নির্বাচন করত৷ বর্তমানে মালদা জেলায় বামপন্থীদের সংগঠন নেই৷ হবিবপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী রেজিনা মুর্মু হবিবপুরের মহিলা কংগ্রেস ও মালদা জেলা মহিলা কংগ্রেসের সভাপতি৷ তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন৷ বর্তমানে তিনি পঞ্চায়েত সমিতির সদস্য৷ হবিবপুর এলাকার বাসিন্দাদের পরিচিত মুখ রেজিনা মুর্মু৷ তৃণমূলের তরফ থেকে রেজিনা মুর্মুকে প্রলোভন দেওয়া হলেও তিনি কংগ্রেস ছেড়ে যেতে রাজি হননি৷ তারপরেই আমরা হবিবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে রেজিনা মুর্মুর নাম প্রস্তাব করি৷ পঞ্চায়েত সমিতির সদস্য হওয়ার সুবাধে এলাকার লোকজন তাঁর কাজ দেখেছে৷ হবিবপুর বিধানসভা উপনির্বাচনে রেজিনা মুর্মু একমাত্র মহিলা হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এটা আমাদের বাড়তি প্লাস পয়েন্ট৷ হবিবপুর বিধানসভায় মোট ভোটার ২ লক্ষ ৪০ হাজার ৭১জন৷ পুরুষ ভোটার ১ লক্ষ ২১ হাজার ৪৫৯ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ১৮ হাজার ৬০৫ জন৷"
বিধানসভা নির্বাচনের ইশ্যু প্রসঙ্গে মোস্তাক সাহেব বলেন, শাসকদলের সন্ত্রাস থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে কংগ্রেস নেতৃত্ব রক্ত দিতে প্রস্তুত৷ গত পঞ্চায়েত নির্বাচনের দুর্নীতি বিরুদ্ধে কংগ্রেস লড়েছে, লড়বে৷ কংগ্রেস সর্বধর্ম সমন্বয়ে রাজনীতি করতে চায়৷ মোদি দেশে দাঙ্গার রাজনীতি করছে আমরা এর বিরুদ্ধে মানুষকে সরব হতে বলব৷
Conclusion:হবিবপুরে কংগ্রেসের সংগঠন প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন জেলা সভানেত্রী মৌসম নূরকে তীব্র আক্রমণ করেন জেলা কংগ্রেস সভাপতি৷ তিনি বলেন, "সংগঠন নিয়ে ঘসা মাজা করলে সংগঠন শক্তিশালী হয়েছে৷ সংগঠনের চাকা না ঘুরলে মরিচা ধরবে৷ মৌসম নূর দল থেকে পালাবে ঠিক করে পঞ্চায়েতের পর থেকে ৭ মাস ধরে দলে থেকে পরিকল্পনা মাফিক সাবোতাজ করেছেন৷ শুধু তাই নয়, বহু কংগ্রেস নেতৃত্বকে প্রলোভন দিয়ে তৃণমূলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে মৌসম৷ আমরা দায়িত্ব বিভিন্ন জায়গায় বৈঠক করেছি৷ এরপরেই মানুষের মধ্যে শক্তি ফিরে এসেছে৷ নেতা যদি চুপ করে থাকে, বিক্রি হয়ে থাকে তবে সংগঠন চলবে না৷ হবিবপুর বিধানসভায় কংগ্রেস লড়াইয়ের ময়দানে ফিরে এসেছে৷"

For All Latest Updates

TAGGED:

MALDA
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.