মালদা, 28 এপ্রিল: উনি পরিকল্পনা করেই অন্তর্ঘাত করেছেন । পঞ্চায়েত নির্বাচনের পর থেকে টানা 7 মাস ধরে দলে থেকে দল ভাঙানোর চেষ্টা করেছেন মৌসম নুর । শুধু তাই নয়, বহু কংগ্রেস নেতাকে প্রলোভন দেখিয়ে তৃণমূলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন মৌসম । আজ এই অভিযোগ করেন মালদা কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি মোস্তাক আলম ।
লোকসভা নির্বাচনের পর এবার মালদায় হবিবপুর বিধানসভায় উপনির্বাচন । এই ভোটে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেজিনা মুর্মু । গত শুক্রবার তিনি মনোনয়নও জমা দেন । উপনির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ হায়াতভবনে একটি বৈঠক ডাকে জেলা কংগ্রেস ।
বৈঠক শুরু আগে জেলা সভাপতি জানান, তৃণমূলের পক্ষ থেকে রেজিনা মুর্মুকে প্রলোভন দেওয়া হলেও তিনি কংগ্রেস ছাড়তে রাজি হননি । এরপরই হবিবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে রেজিনার নাম প্রস্তাব করা হয় ।
মোস্তাক আলম বলেন, "উপনির্বাচনে কংগ্রেসের ইশু হল শাসকদলের সন্ত্রাস থেকে সাধারণ মানুষকে রক্ষা করা । গত পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস লড়েছে, লড়বে । মোদি দেশে দাঙ্গার রাজনীতি করছেন । কংগ্রেস এর বিরুদ্ধে লড়াই করবে । "
রেজিনা মুর্মু মালদা জেলা মহিলা কংগ্রেসের সভাপতি । বর্তমানে তিনি পঞ্চায়েত সমিতির সদস্য । হবিবপুরবাসীদের পরিচিত মুখ রেজিনা মুর্মু । উপনির্বাচনে জয় নিয়ে আশাবাদী জেলা কংগ্রেস সভাপতি ।