ETV Bharat / briefs

সচিনকে টপকে রেকর্ড বিরাটের ! - India and Pakistan

পাকিস্তানের বিরুদ্ধে আজ এই রেকর্ড করেন বিরাট কোহলি ।

বিরাট
author img

By

Published : Jun 16, 2019, 6:15 PM IST

Updated : Jun 16, 2019, 7:08 PM IST

ম্যানচেস্টার, 16 জুন : একদিনের ক্রিকেটে দ্রুততম 11 হাজার রানের মালিক হলেন বিরাট কোহলি । মাত্র 222 ইনিংসে 11 হাজার রান টপকান কোহলি । সচিন তেন্ডুলকরের 54 ইনিংস কম খেলেই এই রেকর্ড গড়লেন কোহলি ।

আজ ম্যানচেস্টারে শুরু থেকেই ছন্দে ছিলেন বিরাট । রোহিত-রাহুলের গড়া ভিতে ভারতকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি । 51 বলে হাফ সেঞ্চুরি করেন । এরপর 44.1 ওভারে হাসান আলির বলে চার মেরে 11 হাজার রানের মাইলস্টোন পার করেন বিরাট । দ্রুততম হিসেবে এই রেকর্ড গড়েন কোহলি ।

এই সংক্রান্ত আরও খবর : ম্যানচেস্টারে হিটম্যান শো, দুরন্ত সেঞ্চুরি রোহিতের

সচিন তেন্ডুলকর 276 ইনিংসে 11 হাজার রান করেছিলেন । তৃতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং । 286 ইনিংসে 11 হাজার রানের গন্ডি টপকান তিনি । পন্টিংয়ের থেকে 2 ইনিংস বেশি খেলে 11 হাজার করেছেন সৌরভ গাঙ্গুলি । এছাড়া, একদিনের ক্রিকেটে আরও পাঁচ খেলোয়াড় 11 হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছেন ।

এই সংক্রান্ত আরও খবর : 20 বল আগে বৃষ্টিতে বন্ধ খেলা, 71-এ অপরাজিত বিরাট

ম্যানচেস্টার, 16 জুন : একদিনের ক্রিকেটে দ্রুততম 11 হাজার রানের মালিক হলেন বিরাট কোহলি । মাত্র 222 ইনিংসে 11 হাজার রান টপকান কোহলি । সচিন তেন্ডুলকরের 54 ইনিংস কম খেলেই এই রেকর্ড গড়লেন কোহলি ।

আজ ম্যানচেস্টারে শুরু থেকেই ছন্দে ছিলেন বিরাট । রোহিত-রাহুলের গড়া ভিতে ভারতকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি । 51 বলে হাফ সেঞ্চুরি করেন । এরপর 44.1 ওভারে হাসান আলির বলে চার মেরে 11 হাজার রানের মাইলস্টোন পার করেন বিরাট । দ্রুততম হিসেবে এই রেকর্ড গড়েন কোহলি ।

এই সংক্রান্ত আরও খবর : ম্যানচেস্টারে হিটম্যান শো, দুরন্ত সেঞ্চুরি রোহিতের

সচিন তেন্ডুলকর 276 ইনিংসে 11 হাজার রান করেছিলেন । তৃতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং । 286 ইনিংসে 11 হাজার রানের গন্ডি টপকান তিনি । পন্টিংয়ের থেকে 2 ইনিংস বেশি খেলে 11 হাজার করেছেন সৌরভ গাঙ্গুলি । এছাড়া, একদিনের ক্রিকেটে আরও পাঁচ খেলোয়াড় 11 হাজার রানের মাইলস্টোন ছুঁয়েছেন ।

এই সংক্রান্ত আরও খবর : 20 বল আগে বৃষ্টিতে বন্ধ খেলা, 71-এ অপরাজিত বিরাট

Jhansi (Uttar Pradesh), Jun 11 (ANI): Atleast 4 elderly people, including 1 woman and 3 men from Tamil Nadu died in Kerala Express train in Uttar Pradesh's Jhansi. Reason behind the death has not been ascertained yet. Bodies have been sent for post-mortem. Manoj Kumar Singh, Jhansi PRO Railway, said, "All of them were in the age group of 70-90 years and were going to Coimbatore. Bodies have been sent for post-mortem. Reason behind the death is not ascertained." He further added, "A doctor team was sent to the train after they complained of ill health and they were checked at Jhansi railway station. Three were declared dead on the spot while one was admitted to hospital where he died during treatment."

Last Updated : Jun 16, 2019, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.