ETV Bharat / briefs

দিল্লিতে দুই গ্যাংয়ের গুলির লড়াই, মৃত 2 - shoot

দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পুলিশ ও দুষ্কৃতীদের গুলির লড়াই শুরু হয় । পুলিশের গুলিতে মৃত্যু হয় বিকাশ দালাল নামে অপর এক দুষ্কৃতীর । মৃত পারভিন ও বিকাশের বিরুদ্ধে দিল্লি ও হরিয়ানায় একাধিক মামলা রয়েছে।

প্রতীকী ছবি
author img

By

Published : May 20, 2019, 1:33 PM IST

দিল্লি, 20 মে : দুই গ্যাংয়ের গুলির লড়াইয়ে মৃত্যু হল দু'জনের । দিল্লির দোয়ারকা মোড় মেট্রো স্টেশন এলাকার ঘটনা । গতকাল দুই গ্যাংয়ের গুলির লড়াই হয় । সেই লড়াইয়ে মৃত্যু হয় একজনের । তার নাম পারভিন গেহলত। ঘটনায় বিন্দাপুর পুলিশ স্টেশনে খুনের অভিযোগ দায়ের হয় ।

এদিকে দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পুলিশ ও দুষ্কৃতীদের গুলির লড়াই শুরু হয় । পুলিশের গুলিতে মৃত্যু হয় বিকাশ দালাল নামে অপর এক দুষ্কৃতীর । মৃত পারভিন ও বিকাশের বিরুদ্ধে দিল্লি ও হরিয়ানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশের তরফে জানা যায়, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দুই গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ বাধে । এক পুলিশ অফিসার জানিয়েছেন, বিকেল চারটের দিকে একটি গাড়িতে করে এলাকা দিয়ে যাচ্ছিল পারভিন । অন্য একটি গাড়ি পারভিনের গাড়িটিকে আটকায় । সেই গাড়িটিতে মোট তিনজন ছিল । ওই গাড়িটি থেকে পারভিনকে লক্ষ্য করে গুলি চালানো হয় । 15 রাউন্ড গুলি চালানো হয় মৃত্যু হয় পারভিনের ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, 2018 সালে বিকাশ দালাল নামে ওই দুষ্কৃতী হরিয়ানার পুলিশি হেপাজত থেকে পালিয়ে গেছিল । এছাড়া গুলি মারার ঘটনায় জড়িত দুই দুষ্কৃতী সঙ্গে সঙ্গে পালিয়ে যায় । তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

দিল্লি, 20 মে : দুই গ্যাংয়ের গুলির লড়াইয়ে মৃত্যু হল দু'জনের । দিল্লির দোয়ারকা মোড় মেট্রো স্টেশন এলাকার ঘটনা । গতকাল দুই গ্যাংয়ের গুলির লড়াই হয় । সেই লড়াইয়ে মৃত্যু হয় একজনের । তার নাম পারভিন গেহলত। ঘটনায় বিন্দাপুর পুলিশ স্টেশনে খুনের অভিযোগ দায়ের হয় ।

এদিকে দুষ্কৃতী দলের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পুলিশ ও দুষ্কৃতীদের গুলির লড়াই শুরু হয় । পুলিশের গুলিতে মৃত্যু হয় বিকাশ দালাল নামে অপর এক দুষ্কৃতীর । মৃত পারভিন ও বিকাশের বিরুদ্ধে দিল্লি ও হরিয়ানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশের তরফে জানা যায়, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দুই গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ বাধে । এক পুলিশ অফিসার জানিয়েছেন, বিকেল চারটের দিকে একটি গাড়িতে করে এলাকা দিয়ে যাচ্ছিল পারভিন । অন্য একটি গাড়ি পারভিনের গাড়িটিকে আটকায় । সেই গাড়িটিতে মোট তিনজন ছিল । ওই গাড়িটি থেকে পারভিনকে লক্ষ্য করে গুলি চালানো হয় । 15 রাউন্ড গুলি চালানো হয় মৃত্যু হয় পারভিনের ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, 2018 সালে বিকাশ দালাল নামে ওই দুষ্কৃতী হরিয়ানার পুলিশি হেপাজত থেকে পালিয়ে গেছিল । এছাড়া গুলি মারার ঘটনায় জড়িত দুই দুষ্কৃতী সঙ্গে সঙ্গে পালিয়ে যায় । তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Lucknow (UP), May 20 (ANI): After Uttar Pradesh Chief Minister Yogi Adityanath requested Governor Ram Naik to dismiss Suheldev Bharatiya Samaj Party (SBSP) chief OM Prakash Rajbhar from UP cabinet. While speaking to ANI on the issue, OP Rajbhar said, "We welcome his decision. Chief Minister has taken a very good decision. He formed Social Justice Committee and threw its report in a dustbin, he didn't have spare time to implement it. I request him to implement Social Justice Committee's report as quickly as he took this decision today."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.