ETV Bharat / briefs

কাঁকসার দেউল পার্ককে আকর্ষণীয় করে তুলতে পদক্ষেপ রাজ্য সরকারের

বনমন্ত্রী জানান, আগামীদিনে পর্যটকরা যাতে দু'একদিন এখানে থাকতে পারেন, নাইট স্টে করতে পারেন তার জন্য তাঁবু তৈরি করা হবে ।

Rajiv Banerjee, deul park
author img

By

Published : Oct 9, 2020, 7:10 PM IST

দুর্গাপুর ,9 অক্টোবর : কাঁকসার গড় জঙ্গলের দেউল পার্ককে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে পদক্ষেপ করল রাজ্য সরকার । দেউল পার্ক থেকে শিবপুর পর্যন্ত জঙ্গলের ভিতরে সাড়ে 10 কিলোমিটার রাস্তাকে ঘিরে ট্রেকিং পথ এবং পর্যটকদের বিশ্রামের জন্য ডে-সেন্টারের উদ্বোধন করলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি, কাঁকসার গড় জঙ্গলকে ঘিরে নানা পরিকল্পনার কথাও জানালেন তিনি ।

বনমন্ত্রী জানান, আগামীদিনে পর্যটকরা যাতে দু'একদিন এখানে থাকতে পারেন, নাইট স্টে করতে পারেন তার জন্য তাঁবু তৈরি করা হবে । এছাড়াও জঙ্গলে অবস্থিত আদিবাসী গ্রামগুলিতে আগামীদিনে হোম স্টের সুবিধা চালু করার কথাও ভাবা হচ্ছে ।

পর্যটন দপ্তরের সঙ্গে কথা বলে দেউল পার্ককে আরও কীভাবে আকর্ষণীয় করে তোলা যায় সে ব্যাপারেও জানান তিনি ।

দুর্গাপুর ,9 অক্টোবর : কাঁকসার গড় জঙ্গলের দেউল পার্ককে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে পদক্ষেপ করল রাজ্য সরকার । দেউল পার্ক থেকে শিবপুর পর্যন্ত জঙ্গলের ভিতরে সাড়ে 10 কিলোমিটার রাস্তাকে ঘিরে ট্রেকিং পথ এবং পর্যটকদের বিশ্রামের জন্য ডে-সেন্টারের উদ্বোধন করলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি, কাঁকসার গড় জঙ্গলকে ঘিরে নানা পরিকল্পনার কথাও জানালেন তিনি ।

বনমন্ত্রী জানান, আগামীদিনে পর্যটকরা যাতে দু'একদিন এখানে থাকতে পারেন, নাইট স্টে করতে পারেন তার জন্য তাঁবু তৈরি করা হবে । এছাড়াও জঙ্গলে অবস্থিত আদিবাসী গ্রামগুলিতে আগামীদিনে হোম স্টের সুবিধা চালু করার কথাও ভাবা হচ্ছে ।

পর্যটন দপ্তরের সঙ্গে কথা বলে দেউল পার্ককে আরও কীভাবে আকর্ষণীয় করে তোলা যায় সে ব্যাপারেও জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.