ETV Bharat / briefs

মাথাভাঙায় তৃণমূল-BJP সংঘর্ষ, ছোঁড়া হল কাঁদানে গ্যাস - কাঁদানে গ্যাস পুলিশের

মাথাভাঙায় তৃণমূল-BJP সংঘর্ষ। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস পুলিশের৷

Coachbihar
Coachbihar
author img

By

Published : Jul 22, 2020, 1:28 AM IST


কোচবিহার:২১ জুলাই :কোচবিহারে ফের তৃণমূল BJP সংঘর্ষ।মাথাভাঙা 1 নম্বর ব্লকেরকেদারহাট এলাকায় তৃণমূল-BJP সংঘর্ষেউত্তপ্ত হয়ে উঠে । দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে । এই সংঘর্ষেএকটি বাড়ির খড়ের গাদায় আগুন লাগানো হয় । ঘটনায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেখানেকাঁদানে গ্যাসের সেল ফাটায় বলে জানা গেছে । ঘটনায় তিনজন BJP কর্মী আহত হন ৷

কেদারহাট এলাকারস্থানীয় BJP নেতা বিশ্ব বর্মণ অভিযোগ জানিয়ে বলেন , “ আজ 21 জুলাইয়ের শহিদ দিবসে লোক জমায়েত করে তৃণমূল।সাথে পুলিশ নিয়ে কেদারহাট গ্রাম পঞ্চায়েত দপ্তর দখল নিতে আসে তৃণমূল কর্মীরা ।সেই সময় BJP কর্মীরা বাঁধাদিলে পুলিশের সহযোগিতায় BJP কর্মীদের ওপরহামলা চালানো হয়।পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। ওই সেল লেগে তিনজন BJP কর্মী জখম হয়েছেন।স্থানীয় BJP মন্ডল সভাপতি লক্ষীকান্ত বর্মণ জানান তৃণমূল কর্মীরা তাদের কর্মীদের মারধোর করে ,তিনটি দোকান ভাঙচুর করে ।

অন্যদিকে তৃণমূলনেতা মজিরুল হোসেন জানান " আজ ,তৃণমূল কর্মীরা 21 জুলাই শহিদ দিবস করতে গেলে BJP কর্মীরা লাঠিএবং অস্ত্র হাতে তাদের হামলাচালায় ।

মাথাভাঙ্গা থানারবিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।


কোচবিহার:২১ জুলাই :কোচবিহারে ফের তৃণমূল BJP সংঘর্ষ।মাথাভাঙা 1 নম্বর ব্লকেরকেদারহাট এলাকায় তৃণমূল-BJP সংঘর্ষেউত্তপ্ত হয়ে উঠে । দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে । এই সংঘর্ষেএকটি বাড়ির খড়ের গাদায় আগুন লাগানো হয় । ঘটনায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেখানেকাঁদানে গ্যাসের সেল ফাটায় বলে জানা গেছে । ঘটনায় তিনজন BJP কর্মী আহত হন ৷

কেদারহাট এলাকারস্থানীয় BJP নেতা বিশ্ব বর্মণ অভিযোগ জানিয়ে বলেন , “ আজ 21 জুলাইয়ের শহিদ দিবসে লোক জমায়েত করে তৃণমূল।সাথে পুলিশ নিয়ে কেদারহাট গ্রাম পঞ্চায়েত দপ্তর দখল নিতে আসে তৃণমূল কর্মীরা ।সেই সময় BJP কর্মীরা বাঁধাদিলে পুলিশের সহযোগিতায় BJP কর্মীদের ওপরহামলা চালানো হয়।পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। ওই সেল লেগে তিনজন BJP কর্মী জখম হয়েছেন।স্থানীয় BJP মন্ডল সভাপতি লক্ষীকান্ত বর্মণ জানান তৃণমূল কর্মীরা তাদের কর্মীদের মারধোর করে ,তিনটি দোকান ভাঙচুর করে ।

অন্যদিকে তৃণমূলনেতা মজিরুল হোসেন জানান " আজ ,তৃণমূল কর্মীরা 21 জুলাই শহিদ দিবস করতে গেলে BJP কর্মীরা লাঠিএবং অস্ত্র হাতে তাদের হামলাচালায় ।

মাথাভাঙ্গা থানারবিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.