ETV Bharat / briefs

গণনার পর BJP-অর্জুন কেউ ছাড়া পাবে না : জ্যোতিপ্রিয় - deputation

অর্জুন সিংকে গ্রেপ্তারের দাবিতে উত্তর 24 পরগণার জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল তৃণমূল ।

জ্যোতিপ্রিয় মল্লিক
author img

By

Published : May 21, 2019, 9:15 PM IST

Updated : May 21, 2019, 11:52 PM IST

বারাসত, 21 মে : অর্জুন সিংকে গ্রেপ্তারের দাবিতে উত্তর 24 পরগনার জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল তৃণমূল । ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনের দু'দিন পরও এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে BJP হামলা চালাচ্ছে বলে অভিযোগ তৃণমূলের ।

স্মারকলিপি জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "ও নিজেকে শাহেনশা ভাবছে না কী ভাবছে জানি না । জেলাশাসককে বলেছি 24 ঘণ্টার মধ্যে অর্জুন সিংকে গ্রেপ্তার করতে হবে । আমাদের দাবি অনুযায়ী যদি তারা 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করে তাহলে আমরা ভাটপাড়ায় অভিযান করব । শান্তিপূর্ণভাবে পদযাত্রা করব । আমরা তো ওর মতো হিংস্র নই । গরিব মানুষের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে । BSF-র নিরাপত্তায় টিয়ার গ্যাসের শেল ফাটাচ্ছে । কোথায় বাস করছি আমরা । বাবা ও ছেলে দু'জনেই লোকসভা ও বিধানসভা নির্বাচনে হারবে ।"

শুনুন বক্তব্য

আজ কাঁকিনাড়া স্টেশনে 5 ঘণ্টা রেল অবরোধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, "এইসব BJP, অর্জুন সিং ও প্যারা মিলিটারি ফোর্সরা করছে । ও ছাড়া পাবে না । যথাযথ ব্যবস্থা আমরা নেব । 23 তারিখের পর থেকে BJP-অর্জুন কেউ ছাড়া পাবে না । ভাটপাড়ায় জবাব তো দেবই । ভাটপাড়ায় কয়েকশো বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে । তৃণমূল নেতাদের বাড়ি, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে ।"

বারাসত, 21 মে : অর্জুন সিংকে গ্রেপ্তারের দাবিতে উত্তর 24 পরগনার জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল তৃণমূল । ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনের দু'দিন পরও এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে BJP হামলা চালাচ্ছে বলে অভিযোগ তৃণমূলের ।

স্মারকলিপি জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "ও নিজেকে শাহেনশা ভাবছে না কী ভাবছে জানি না । জেলাশাসককে বলেছি 24 ঘণ্টার মধ্যে অর্জুন সিংকে গ্রেপ্তার করতে হবে । আমাদের দাবি অনুযায়ী যদি তারা 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করে তাহলে আমরা ভাটপাড়ায় অভিযান করব । শান্তিপূর্ণভাবে পদযাত্রা করব । আমরা তো ওর মতো হিংস্র নই । গরিব মানুষের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে । BSF-র নিরাপত্তায় টিয়ার গ্যাসের শেল ফাটাচ্ছে । কোথায় বাস করছি আমরা । বাবা ও ছেলে দু'জনেই লোকসভা ও বিধানসভা নির্বাচনে হারবে ।"

শুনুন বক্তব্য

আজ কাঁকিনাড়া স্টেশনে 5 ঘণ্টা রেল অবরোধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, "এইসব BJP, অর্জুন সিং ও প্যারা মিলিটারি ফোর্সরা করছে । ও ছাড়া পাবে না । যথাযথ ব্যবস্থা আমরা নেব । 23 তারিখের পর থেকে BJP-অর্জুন কেউ ছাড়া পাবে না । ভাটপাড়ায় জবাব তো দেবই । ভাটপাড়ায় কয়েকশো বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে । তৃণমূল নেতাদের বাড়ি, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে ।"

রাজু বিশ্বাস,বারাসত:-ভাটপাড়ায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত। উপনির্বাচনের দুদিন পরও ভাটপাড়ায় তৃণমূলের কর্মী সমর্থকদের বাড়িতে বিজেপি হামলা চালাচ্ছে বলে অভিযোগ তৃণমূলের।এমত অবস্থায় আজ দুপুরে উত্তর 24 পরগনার জেলা শাসকের কাছে অর্জুন সিংয়ের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি দিলেন অভিযোগ জেলা তৃণমূল নেতৃত্ব। জেলাশাসকের সঙ্গে দেখা করার পর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,আমরা জেলাশাসককে বলে এসেছি ২৪ ঘন্টার মধ্যে অর্জুন সিং-কে গ্রেপ্তার করতে হবে।এবার ওর গ্রেপ্তারি নিয়ে আপনি ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে বলবেন,নাকি অন্য কাউকে বলবেন সেটা আপনার ব‍্যাপার।যদি ২৪ ঘন্টার মধ্যে অর্জুন সিং-কে গ্রেপ্তার করা না হয়, তাহলে আপনারা কি করবেন?এই প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ভাটপাড়া অভিযান করা হবে চারদিক থেকে।সেটা হবে রাজনৈতিকভাবে। পদযাত্রা হবে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে।কাল থেকে ভাটপাড়া আমরা বুঝে নেব।ও(অর্জুন সিং)-কে আমরা ছাড়ব না। অর্জুন-কে গ্রেপ্তার হতে হবেই।বাবা ও ছেলে (অর্জুন ও তাঁর ছেলে পবন)দু-জনেই হারবে।জেনে রাখুন।গতকাল‌ই কাকিনাড়া স্টেশনে রেল অবরোধে সাধারন মানুষের পাশাপাশি ও পরীক্ষার্থীদের‌ও ভোগান্তির মুখে পড়তে হয়েছিল! এনিয়ে জেলা তৃনমূলের সভাপতি ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসা করা হলে এর দায় অর্জুন সিংয়ের কাঁধেই চাপিয়েছেন তিনি। এ বিষয়ে জ্যোতিপ্রিয় বলেন, অর্জুন, বিজেপি তার সাথে প্যারা মিলিটারি এসব করছে।২৩ তারিখের পর অর্জুনকে আমরা বুঝে নেব।বিজেপিকেও আমরা দেখে নেব। কাউকেই রেয়াত করা হবে। যেহেতু এখন নির্বাচন কমিশনের আওতায় সবকিছু রয়েছে।তাই আমরা ওয়েট করছি। কিছু করতে পারছি না। অর্জুনকে গ্রেপ্তার করতে এডিজি-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ভাটপাড়ায় গিয়েছিল! কিন্তু,খালি হাতে ফিরে আসতে হয় তাঁদের! এবিষয়ে খাদ্যমন্ত্রী বলেন,সেটা প্রশাসনের ব‍্যাপার। প্রশাসন কি করবে সেটা বলতে পারব না।তবে আমরা অর্জুনের গ্রেপ্তারের দাবি জানিয়েছি। তাঁর দাবি,গরিব মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।ছাড় পায়নি দলেরা নেতারাও।এসব করে ও(অর্জুন সিং)নিজেকে কি ভাবছে,আমি জানিনা!নিজেকে সাহেনশা ভাবছে কিনা,সেটাও আমি জানি না। বিএসএফ নিরাপত্তায় এসব করছে।ও(অর্জুন সিং)-র নিরাপত্তারক্ষীরা টিয়ার গ্যাসের শেল ফাটাচ্ছে,আমরা কোন রাজত্বে বাস করছি!এর থেকেই প্রমান হয়, কেন্দ্রীয় বাহিনী ও বিজেপি একসাথে কাজ করছে। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আজ জেলাশাসকের দপ্তরে আসেন বিধায়ক পার্থ ভৌমিক, ভাটপাড়ার তৃনমূল প্রার্থী মদন মিত্র,জেলা তৃনমূলের কার্যকরী সভাপতি নারায়ন গোস্বামী, বিধায়ক বীনা মন্ডল প্রমুখ।
Last Updated : May 21, 2019, 11:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.