ওয়াশিংটন, 7 জুন : প্রতিবাদ মিছিল থামছে না কোনওভাবেই। জর্জ ফ্লয়েডের হত্যা ও পুলিশের নির্মমতার প্রতিবাদে শনিবারও ওয়াশিংটনের রাস্তায় শান্তিপূর্ণ বিক্ষোভ দেখালেন কয়েক হাজার বিক্ষোভকারী।
অন্যদিকে জর্জ ফ্লয়েডের বাড়ি উত্তর ক্যারোলিনায় একটি চার্চে শোকসভার আয়োজন করা হয়, যেখানে জর্জ ফ্লয়েডকে শ্রদ্ধা জ্ঞাপন করতে কয়েকশো মানুষ জড়ো হন।
পরিকল্পিত বিক্ষোভের আগেই সামরিক গাড়ি ও অফিসাররা ওয়াশিংটন ডাউনটাউনের অধিকাংশ এলাকায় যান চলাচল বন্ধ করে দেন।
গোটা আমেরিকা জুড়ে এবং বিশ্বের অন্যান্য দেশগুলিতেও জর্জ ফ্লয়েড তথা কৃষ্ণাঙ্গ হত্যার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল চলছে।