ETV Bharat / briefs

10 শতাংশ বুথেও বিরোধীদের পোলিং এজেন্ট নেই : শিশির অধিকারী - vote

তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত ময়নাতে কয়েকটি বুথে তৃণমূল কংগ্রেস এজেন্ট দিতে পারেনি । এই অভিযোগ তিনি উড়িয়ে দিয়ে বলেন, "বাজে কথা । এমন কোনও বুথ নেই যেখানে তৃণমূল এজেন্ট দিতে পারেনি । " অপরদিকে এবিষয়ে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী বলেন, "সকালের দিকে ময়নার কিছু বুথে তৃণমূলের এজেন্ট ছিল না । কিন্তু পরে আবার তৃণমূলের এজেন্টরা বুথে বসেছে ।"

শিশির অধিকারী
author img

By

Published : May 12, 2019, 5:07 PM IST

Updated : May 12, 2019, 5:27 PM IST

কাঁথি, 12 মে : "10 শতাংশ বুথেও বিরোধীদের পোলিং এজেন্ট নেই । খুব ভালো ভোট হচ্ছে ।" আজ ভোট দিয়ে বেরিয়ে বললেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী ।

তিনি বলেন, "আজ সকাল থেকে ভগবানপুরের 5-6টি বুথে কয়েকজন দুষ্কৃতী সমস্যা তৈরি করেছিল । 10 শতাংশ বুথেও বিরোধীদের এজেন্ট নেই । হেরে ভূত হয়ে সব চলে যাবে ।" এই ঘটনায় বিরোধীরা তৃণমূলের সন্ত্রাসকে দায়ি করছে । এই অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "কোথাও কোনও ঘটনা ঘটেনি । একটা মানুষও চোখ রাঙায়নি । উৎসবের মেজাজে কাঁথিতে ভোট হচ্ছে ।" তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী । তাঁর দাবি, প্রতিবারের মতো এই নির্বাচনেও তাঁর জয়ের মার্জিন বাড়বে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত ময়নাতে কয়েকটি বুথে তৃণমূল কংগ্রেস এজেন্ট দিতে পারেনি । এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, "বাজে কথা । এমন কোনও বুথ নেই যেখানে তৃণমূল এজেন্ট দিতে পারেনি ।" অপরদিকে এবিষয়ে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী বলেন, "সকালের দিকে ময়নার কিছু বুথে তৃণমূলের এজেন্ট ছিল না । কিন্তু পরে আবার তৃণমূলের এজেন্টরা বুথে বসেছে ।"

কাঁথি, 12 মে : "10 শতাংশ বুথেও বিরোধীদের পোলিং এজেন্ট নেই । খুব ভালো ভোট হচ্ছে ।" আজ ভোট দিয়ে বেরিয়ে বললেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী ।

তিনি বলেন, "আজ সকাল থেকে ভগবানপুরের 5-6টি বুথে কয়েকজন দুষ্কৃতী সমস্যা তৈরি করেছিল । 10 শতাংশ বুথেও বিরোধীদের এজেন্ট নেই । হেরে ভূত হয়ে সব চলে যাবে ।" এই ঘটনায় বিরোধীরা তৃণমূলের সন্ত্রাসকে দায়ি করছে । এই অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "কোথাও কোনও ঘটনা ঘটেনি । একটা মানুষও চোখ রাঙায়নি । উৎসবের মেজাজে কাঁথিতে ভোট হচ্ছে ।" তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী । তাঁর দাবি, প্রতিবারের মতো এই নির্বাচনেও তাঁর জয়ের মার্জিন বাড়বে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত ময়নাতে কয়েকটি বুথে তৃণমূল কংগ্রেস এজেন্ট দিতে পারেনি । এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, "বাজে কথা । এমন কোনও বুথ নেই যেখানে তৃণমূল এজেন্ট দিতে পারেনি ।" অপরদিকে এবিষয়ে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী বলেন, "সকালের দিকে ময়নার কিছু বুথে তৃণমূলের এজেন্ট ছিল না । কিন্তু পরে আবার তৃণমূলের এজেন্টরা বুথে বসেছে ।"

sample description
Last Updated : May 12, 2019, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.