ETV Bharat / briefs

দাড়িভিটে গেরুয়া আবির খেলে বিজয় মিছিল নিহত ছাত্রদের পরিবারের - CBI

রায়গঞ্জের BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি জেতায় বিজয় মিছিল করলেন ইসলামপুরের দাড়িভিট হাই স্কুলের দুই প্রাক্তন নিহত ছাত্রের পরিবারের লোকজন ।

আবির খেলে বিজয় মিছিল
author img

By

Published : May 25, 2019, 8:59 AM IST

Updated : May 25, 2019, 11:51 AM IST

রায়গঞ্জ, 25 মে : দাড়িভিট হাই স্কুলের নিহত দুই প্রাক্তন ছাত্রের পরিবারের লোকজন গেরুয়া আবির খেলে মিছিল করলেন গতকাল । রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবার BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি জেতায় গতকাল এই মিছিল হয় । দাড়িভিট হাই স্কুলের মাঠ থেকে এই মিছিল শুরু হয় ।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকে দাড়িভিট হাই স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বাধে । সেই সময় গুলিতে মৃত্যু হয় স্কুলের দুই প্রাক্তন ছাত্রের । তাঁদের নাম রাজেশ সরকার ও তাপস বর্মণ । মৃত্যুর CBI তদন্তের দাবিতে সৎকার করা হয়নি তাঁদের মৃতদেহ । পরিবারের তরফে দেহ দুটি সমাধিস্থ করা হয়েছে । এবার লোকসভা ভোটে দেবশ্রী এই সমাধিস্থল থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচার শুরু করেছিলেন । একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘটনার CBI তদন্তের ।

দেখুন ভিডিয়ো

23 মে ভোটের ফলে দেখা যায় রায়গঞ্জ কেন্দ্রে BJP প্রার্থী জিতেছেন । তারপরেই রাজেশ ও তাপসের পরিবারের লোকজন উচ্ছ্বাসে মেতে ওঠেন । গতকাল তাঁরা গেরুয়া আবির খেলে বিজয় মিছিল করেন ।

রায়গঞ্জ, 25 মে : দাড়িভিট হাই স্কুলের নিহত দুই প্রাক্তন ছাত্রের পরিবারের লোকজন গেরুয়া আবির খেলে মিছিল করলেন গতকাল । রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবার BJP প্রার্থী দেবশ্রী চৌধুরি জেতায় গতকাল এই মিছিল হয় । দাড়িভিট হাই স্কুলের মাঠ থেকে এই মিছিল শুরু হয় ।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকে দাড়িভিট হাই স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বাধে । সেই সময় গুলিতে মৃত্যু হয় স্কুলের দুই প্রাক্তন ছাত্রের । তাঁদের নাম রাজেশ সরকার ও তাপস বর্মণ । মৃত্যুর CBI তদন্তের দাবিতে সৎকার করা হয়নি তাঁদের মৃতদেহ । পরিবারের তরফে দেহ দুটি সমাধিস্থ করা হয়েছে । এবার লোকসভা ভোটে দেবশ্রী এই সমাধিস্থল থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচার শুরু করেছিলেন । একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘটনার CBI তদন্তের ।

দেখুন ভিডিয়ো

23 মে ভোটের ফলে দেখা যায় রায়গঞ্জ কেন্দ্রে BJP প্রার্থী জিতেছেন । তারপরেই রাজেশ ও তাপসের পরিবারের লোকজন উচ্ছ্বাসে মেতে ওঠেন । গতকাল তাঁরা গেরুয়া আবির খেলে বিজয় মিছিল করেন ।

Last Updated : May 25, 2019, 11:51 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.