ETV Bharat / briefs

প্রাইমারি TET-র দাবিতে হাইকোর্টে মামলা

মামলকারীদের বক্তব্য, রাজ্যে প্রতিবছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে। তাহলে TET পরীক্ষার ক্ষেত্রে এই টালবাহানা কেন?

কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Apr 19, 2019, 7:09 PM IST

কলকাতা, 19 এপ্রিল : 2015 সাল রাজ্যে শেষবার প্রাইমারি TET হয়েছিল । তারপর 2017 সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও পরীক্ষা হয়নি । অবিলম্বে সেই TET পরীক্ষার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল চাকরিপ্রার্থীরা । বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলাটি দায়ের হয়েছে ।

মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "রাজ্যে 2015 সালের পরে প্রাইমারি TET পরীক্ষা হয়নি । 2017 সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও সেই পরীক্ষা আজও হয়নি । কয়েক লাখ চাকরিপ্রার্থী 100 টাকা দিয়ে ফর্ম ফিলাপ করেছিলেন । NCTE-র গাইডলাইন মোতাবেক, প্রতিবছর অন্তত একটি করে TET পরীক্ষা হবে । সুপ্রিম কোর্টও তাদের রায়ে NCTE-র গাইডলাইন মেনে চলার নির্দেশ দিয়েছিল। কিন্তু, তা করতে রাজ্য পুরোপুরি ব্যর্থ । অবিলম্বে পরীক্ষা নেওয়ার দাবিতে মামলা দায়ের করা হয়েছে। রাজ্যের ছেলেমেয়েদের হাইকোর্টে মামলা করে আবেদন পরীক্ষার জন্য জানাতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক ।"

মামলাকারীদের বক্তব্য, রাজ্যে প্রতিবছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে। তাহলে TET পরীক্ষার ক্ষেত্রে এই টালবাহানা কেন? ফিরদৌস শামিম বলেন, "আমার মক্কেলদের বক্তব্য হচ্ছে রাজ্য তো প্রতি বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিতে পারে। এক বছরও বাতিল করতে পারে না ? চার-পাঁচ বছর অন্তর নিতে তো পারে?"

কলকাতা, 19 এপ্রিল : 2015 সাল রাজ্যে শেষবার প্রাইমারি TET হয়েছিল । তারপর 2017 সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও পরীক্ষা হয়নি । অবিলম্বে সেই TET পরীক্ষার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল চাকরিপ্রার্থীরা । বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলাটি দায়ের হয়েছে ।

মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "রাজ্যে 2015 সালের পরে প্রাইমারি TET পরীক্ষা হয়নি । 2017 সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও সেই পরীক্ষা আজও হয়নি । কয়েক লাখ চাকরিপ্রার্থী 100 টাকা দিয়ে ফর্ম ফিলাপ করেছিলেন । NCTE-র গাইডলাইন মোতাবেক, প্রতিবছর অন্তত একটি করে TET পরীক্ষা হবে । সুপ্রিম কোর্টও তাদের রায়ে NCTE-র গাইডলাইন মেনে চলার নির্দেশ দিয়েছিল। কিন্তু, তা করতে রাজ্য পুরোপুরি ব্যর্থ । অবিলম্বে পরীক্ষা নেওয়ার দাবিতে মামলা দায়ের করা হয়েছে। রাজ্যের ছেলেমেয়েদের হাইকোর্টে মামলা করে আবেদন পরীক্ষার জন্য জানাতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক ।"

মামলাকারীদের বক্তব্য, রাজ্যে প্রতিবছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে। তাহলে TET পরীক্ষার ক্ষেত্রে এই টালবাহানা কেন? ফিরদৌস শামিম বলেন, "আমার মক্কেলদের বক্তব্য হচ্ছে রাজ্য তো প্রতি বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিতে পারে। এক বছরও বাতিল করতে পারে না ? চার-পাঁচ বছর অন্তর নিতে তো পারে?"

Intro:টেট পরীক্ষার দাবিতে হাইকোর্টেরদ্বারস্থ। Body:মানস নস্কর---


রাজ্য সরকার বছর বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিতে পারছে, তাহলে NCTE র গাইডলাইন থাকার সত্তেও প্রাইমারি টেট পরীক্ষা কেন বন্ধ রয়েছে? হাইকোর্টের দ্বারস্থ পরীক্ষার্থীরা

কলকাতা ১৯ এপ্রিলঃ
এ রাজ্যে ২০১৪ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০১৫ সালে শেষ প্রাইমারি টেট পরীক্ষা হয়।এরপর ২০১৭ সালে বিজ্ঞপ্তি দেওয়া হলেও সেই পরীক্ষা এখনো নেওয়া হয়নি।অথচ NCTEগাইডলাইন মোতাবেক প্রতিবছর টেট পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। অবিলম্বে টেট পরীক্ষা নিতে হবে প্রাইমারি শিক্ষা পর্ষদকে। এই দাবিতে একাধিক পরীক্ষার্থী এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন।শীর্ষেন্দু সিনহা রায় সহ একাধিক চাকরি প্রার্থী মামলা করেছেন।বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের কোর্টে মামলা দায়ের হয়েছে।

মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম জানালেন, "এ রাজ্যে ২০১৫ সালের পর আর কোন প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হয় নি।২০১৭ সালে বিজ্ঞপ্তি দেওয়া হলেও সেই পরীক্ষা আজও হয়নি।কয়েকলক্ষ চাকরি প্রার্থী ১০০ টাকা দিয়ে ফর্ম ফিলাপ করেছিলেন।NCTEর গাইডলাইনে বলা আছে প্রতিবছর অন্তত একবার নিয়োম করে টেট পরীক্ষা নিতে হবে। কিন্ত রাজ্য এই ব্যাপারে ব্যার্থ।অবিলম্বে পরীক্ষা নেওয়ার দাবিতেই মুলত মামলা করেছেন চাকরি প্রার্থীরা।সুপ্রিমকোর্ট তার রায়ে NCTEর গাইডলাইন বাধ্যতামূলক বলে জানালে ও রাজ্য টেট পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সম্পুর্ণ ব্যার্থ। এ রাজ্যের ছেলে-মেয়েদের হাইকোর্টে মামলা করে আবেদন জানাতে হচ্ছে পরীক্ষার জন্য এটা দূর্ভাগ্যজনক।" কিন্ত প্রশাসনিক বিভিন্ন সমস্যা থাকতে পারে জার জন্য হয়তো রাজ্য সরকার এই পরীক্ষা নিতে পারছে না? এই প্রশ্নের উত্তরে আইনজীবী জানালেন,"আমার মক্কেলদের বক্তব্য হচ্ছে রাজ্য মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষাতো একবছরও বাতিল করতে পারেনা?চারপাচ বছর অন্তর নিতে পারে না তো?টেট পরীক্ষায় পাশ করা মানেই কিন্ত চাকরি পাওয়া নয়।প্রাইমারি স্কুলে চাকরি পাওয়ার ক্ষেত্রে এটা একটা প্রাথমিক শর্ত।রাজ্য নিয়োম করে সেই পরীক্ষা নিতে ব্যার্থ।"

প্রসঙ্গত ২০১৪ সালের বিজ্ঞপ্তি অনুয়ায়ী ২০১৫ সালে যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় একাধিক প্রশ্নের উত্তর ভুল ছিল এই মর্মে হাইকোর্টে একাধিক মামলা এখনো বিচারাধীন। কিছুদিন আগেই ২০১৪ সালের টেট উত্তীর্ণদের সার্টিফিকেট দিতে হবে বলে নির্দেশ দিয়েছে মহামান্য আদালত। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.