ETV Bharat / briefs

মোদির বিরুদ্ধে মনোনয়ন খারিজ তেজ বাহাদুরের - bsp

তেজ বাহাদুরের মনোনয়নপত্র খতিয়ে দেখে ত্রুটি পাওয়ায় তা খারিজ করল নির্বাচনী আধিকারিক ৷ প্রসঙ্গত, গতকালই তেজ বাহাদুরকে BSF থেকে একটি NOC এনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ কর্মরত অবস্থায় দেশদ্রোহের বিষয়টি উল্লেখ করে তাঁকে নোটিশ দিয়েছিল কমিশন ।

তেজ বাহাদুর
author img

By

Published : May 1, 2019, 6:20 PM IST

বারাণসী, 1 মে : বারাণসীতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে সমাজবাদী পার্টির তরফে প্রার্থী করা হয়েছিল BSF থেকে অপসারিত জওয়ান তেজ বাহাদুরকে ৷ তবে তেজ বাহাদুরের মনোনয়নপত্র খতিয়ে দেখে ত্রুটি পাওয়ায় তা খারিজ করল নির্বাচনী আধিকারিক ৷ প্রসঙ্গত, গতকালই তেজ বাহাদুরকে BSF থেকে একটি NOC এনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ কর্মরত অবস্থায় দেশদ্রোহের বিষয়টি উল্লেখ করে তাঁকে নোটিশ দিয়েছিল কমিশন । কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সঠিক নথি জমা না দেওয়ার জন্য তাঁর মনোনয়ন বাতিল হয়েছে ।

2017 সালে সেনাবাহিনীতে নিকৃষ্ট মানের খাবার দেওয়া হয় বলে অভিযোগ করেছিলেন তেজ বাহাদুর । মুহূর্তের মধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিয়ো । এরপরই BSF থেকে অপসারণ করা হয় তাঁকে ।

এর আগে বারাণসী থেকে শালিনী যাদবকে প্রার্থী করেছিল SP-BSP জোট । নির্দল প্রার্থী হিসেবে বারাণসী থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভোটে লড়বেন বলে আগেই জানিয়েছিলেন বরখাস্ত BSF জওয়ান তেজ বাহাদুর যাদব । তারপর এই কেন্দ্র থেকে নয়া চমক দিতে সমাজবাদী পার্টির তরফে জানানো হয় শালিনী যাদবের বদলে SP-র তরফে প্রার্থী হচ্ছেন তেজ বাহাদুর ৷

এদিকে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানিয়েছেন তেজ বাহাদুর । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজ বাহাদুর বলেন, "আমার কাছে যা যা নথি চাওয়া হয়েছিল আমি তা জমা দিয়েছি ৷ তা সত্ত্বেও বলা হচ্ছে আমি সঠিক নথি জমা দিইনি ৷ আমি সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা করব ৷"

বারাণসী, 1 মে : বারাণসীতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে সমাজবাদী পার্টির তরফে প্রার্থী করা হয়েছিল BSF থেকে অপসারিত জওয়ান তেজ বাহাদুরকে ৷ তবে তেজ বাহাদুরের মনোনয়নপত্র খতিয়ে দেখে ত্রুটি পাওয়ায় তা খারিজ করল নির্বাচনী আধিকারিক ৷ প্রসঙ্গত, গতকালই তেজ বাহাদুরকে BSF থেকে একটি NOC এনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ কর্মরত অবস্থায় দেশদ্রোহের বিষয়টি উল্লেখ করে তাঁকে নোটিশ দিয়েছিল কমিশন । কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সঠিক নথি জমা না দেওয়ার জন্য তাঁর মনোনয়ন বাতিল হয়েছে ।

2017 সালে সেনাবাহিনীতে নিকৃষ্ট মানের খাবার দেওয়া হয় বলে অভিযোগ করেছিলেন তেজ বাহাদুর । মুহূর্তের মধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিয়ো । এরপরই BSF থেকে অপসারণ করা হয় তাঁকে ।

এর আগে বারাণসী থেকে শালিনী যাদবকে প্রার্থী করেছিল SP-BSP জোট । নির্দল প্রার্থী হিসেবে বারাণসী থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভোটে লড়বেন বলে আগেই জানিয়েছিলেন বরখাস্ত BSF জওয়ান তেজ বাহাদুর যাদব । তারপর এই কেন্দ্র থেকে নয়া চমক দিতে সমাজবাদী পার্টির তরফে জানানো হয় শালিনী যাদবের বদলে SP-র তরফে প্রার্থী হচ্ছেন তেজ বাহাদুর ৷

এদিকে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানিয়েছেন তেজ বাহাদুর । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজ বাহাদুর বলেন, "আমার কাছে যা যা নথি চাওয়া হয়েছিল আমি তা জমা দিয়েছি ৷ তা সত্ত্বেও বলা হচ্ছে আমি সঠিক নথি জমা দিইনি ৷ আমি সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা করব ৷"


New Delhi, May 01 (ANI): The longest and latest episode of the highly endearing series of 'Game of Thrones' garnered a record number of 17.8 million viewers in both streaming and replays and became the highest viewed episode of the season. 'The Long Night' as the episode was titled, aired on April 28 and has become the second most watched episode after the season 7 finale (12.02 million) episode in the 'GoT' record books, reported Variety. The latest episode, which is the longest ever episode in the show lasted for one hour and twenty-two minutes. Another record that the episode bagged was to become the most tweeted among TV episodes of all the time. The episode generated a total of 7.8 million tweets that flooded the Twitterati. The episode was all about the 'Battle of Winterfell' where Jon Snow, Daenerys, Targaryen and their troops stood against the forces of the Night King. The final season, which started airing on April 14, had 17.4 million first night viewers of the premiere episode. Game of Thrones is HBO's most watched series ever and the season 7 of the show had an average viewership of 32.8 million viewers. The series first started airing in 2011.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.