বারাণসী, 1 মে : বারাণসীতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে সমাজবাদী পার্টির তরফে প্রার্থী করা হয়েছিল BSF থেকে অপসারিত জওয়ান তেজ বাহাদুরকে ৷ তবে তেজ বাহাদুরের মনোনয়নপত্র খতিয়ে দেখে ত্রুটি পাওয়ায় তা খারিজ করল নির্বাচনী আধিকারিক ৷ প্রসঙ্গত, গতকালই তেজ বাহাদুরকে BSF থেকে একটি NOC এনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ কর্মরত অবস্থায় দেশদ্রোহের বিষয়টি উল্লেখ করে তাঁকে নোটিশ দিয়েছিল কমিশন । কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সঠিক নথি জমা না দেওয়ার জন্য তাঁর মনোনয়ন বাতিল হয়েছে ।
2017 সালে সেনাবাহিনীতে নিকৃষ্ট মানের খাবার দেওয়া হয় বলে অভিযোগ করেছিলেন তেজ বাহাদুর । মুহূর্তের মধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিয়ো । এরপরই BSF থেকে অপসারণ করা হয় তাঁকে ।
এর আগে বারাণসী থেকে শালিনী যাদবকে প্রার্থী করেছিল SP-BSP জোট । নির্দল প্রার্থী হিসেবে বারাণসী থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভোটে লড়বেন বলে আগেই জানিয়েছিলেন বরখাস্ত BSF জওয়ান তেজ বাহাদুর যাদব । তারপর এই কেন্দ্র থেকে নয়া চমক দিতে সমাজবাদী পার্টির তরফে জানানো হয় শালিনী যাদবের বদলে SP-র তরফে প্রার্থী হচ্ছেন তেজ বাহাদুর ৷
এদিকে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানিয়েছেন তেজ বাহাদুর । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজ বাহাদুর বলেন, "আমার কাছে যা যা নথি চাওয়া হয়েছিল আমি তা জমা দিয়েছি ৷ তা সত্ত্বেও বলা হচ্ছে আমি সঠিক নথি জমা দিইনি ৷ আমি সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা করব ৷"