দিঘা, 4 মে : ফণীর প্রভাবে গতকাল দিনভর দিঘায় প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে । ঝড়ে অনেক এলাকায় গাছ পড়ে গিয়েছে। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। তবে আজ সকাল হতেই আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠেছে । যদিও দিঘা বর্তমানে পর্যটনশূন্য । প্রশাসনের তরফে পড়ে থাকা গাছ ও বিদ্যুতের খুঁটিগুলি সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে ।
তবে পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি । তাই প্রশাসন ত্রাণ শিবির থেকে এখনও সাধারণ মানুষকে বাড়ি ফেরার সম্মতি দেয়নি ।
উল্লেখ্য, ফণীর দাপট কমলেও আজ সকালে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে বলে জানা গেছে।