ETV Bharat / briefs

স্কুল কেন দু'মাস ছুটি ? সড়ক অবরোধের ছাত্রদের - alipurduar

জলপাইগুড়ির পর এবার আলিপুরদুয়ারে টানা স্কুল ছুটির প্রতিবাদে বিক্ষোভ দেখাল ছাত্ররা । রাজ্য সরকারের স্কুলগুলিতে টানা দু'মাস গরমের ছুটির প্রতিবাদ জানিয়ে গতকাল জাতীয় সড়ক অবরোধ করে ছাত্ররা ।

ছাত্রদের সড়ক অবরোধ
author img

By

Published : May 21, 2019, 4:32 AM IST

আলিপুরদুয়ার, 21 মে : জলপাইগুড়ির পর এবার আলিপুরদুয়ারে টানা স্কুল ছুটির প্রতিবাদে বিক্ষোভ দেখাল ছাত্ররা । রাজ্য সরকারের নির্দেশে সরকার ও সরকার পোষিত স্কুলগুলিতে টানা দু'মাস গরমের ছুটির প্রতিবাদ জানিয়ে গতকাল জাতীয় সড়ক অবরোধ করে ছাত্ররা ।

সোমবার দুপুর ১২ টা থেকে আলিপুরদুয়ার-১ ব্লকের যোগেন্দ্র নগর হাইস্কুলের ছাত্ররা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করে । অবরোধের জেরে আলিপুরদুয়ার ও শিলিগুড়ির মধ্যে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ চলে প্রায় তিন ঘণ্টা ।

খবর পেয়ে পুলিশ এবং শিক্ষা বিভাগের কর্মীরা ঘটনাস্থানে যান । তাঁরা বিক্ষোভকারী ছাত্রদের পথ অবরোধ তুলতে অনুরোধ করেন । কিন্তু ছাত্ররা তা শোনেনি । এরপর BDO প্রেয়সী ঘোষের প্রতিনিধি হিসেবে ঘটনাস্থানে যান জয়েন্ট BDO । তাঁর আবেদনে ছাত্ররা অবরোধ তুলে নেয় ।

BDO বলেন, "রাজ্যে সরকারের সিদ্ধান্তে স্কুল বন্ধ রাখা হয়েছে । এতে আমরা কী করব ? তবে ছাত্রদের দাবি জেলা শাসককে পাঠানো হয়েছে ।"

আলিপুরদুয়ার, 21 মে : জলপাইগুড়ির পর এবার আলিপুরদুয়ারে টানা স্কুল ছুটির প্রতিবাদে বিক্ষোভ দেখাল ছাত্ররা । রাজ্য সরকারের নির্দেশে সরকার ও সরকার পোষিত স্কুলগুলিতে টানা দু'মাস গরমের ছুটির প্রতিবাদ জানিয়ে গতকাল জাতীয় সড়ক অবরোধ করে ছাত্ররা ।

সোমবার দুপুর ১২ টা থেকে আলিপুরদুয়ার-১ ব্লকের যোগেন্দ্র নগর হাইস্কুলের ছাত্ররা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করে । অবরোধের জেরে আলিপুরদুয়ার ও শিলিগুড়ির মধ্যে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ চলে প্রায় তিন ঘণ্টা ।

খবর পেয়ে পুলিশ এবং শিক্ষা বিভাগের কর্মীরা ঘটনাস্থানে যান । তাঁরা বিক্ষোভকারী ছাত্রদের পথ অবরোধ তুলতে অনুরোধ করেন । কিন্তু ছাত্ররা তা শোনেনি । এরপর BDO প্রেয়সী ঘোষের প্রতিনিধি হিসেবে ঘটনাস্থানে যান জয়েন্ট BDO । তাঁর আবেদনে ছাত্ররা অবরোধ তুলে নেয় ।

BDO বলেন, "রাজ্যে সরকারের সিদ্ধান্তে স্কুল বন্ধ রাখা হয়েছে । এতে আমরা কী করব ? তবে ছাত্রদের দাবি জেলা শাসককে পাঠানো হয়েছে ।"

Intro:আলিপুরদুয়ারঃ-টানা দুমাসের জন্য রাজ্যে সরকার বন্ধ করে দিয়েছে স্কুল।সরকারের থেকে এক ধাপ এগিয়ে দিদিমনিরা বন্ধ করে দিয়েছ চা বলয়ের মিডডে মিল।দুয়ের চাপে রুগ্ন কোহিনূর চা বাগানের পড়ুয়ারা পড়েছে চরম বিপাকে।

সরকারি নির্দেশিকা অমান্য করে চা বলয়ের আদিবাসী ছাত্র-ছাত্রী জন্য বন্ধ মিডডে মিলের রান্না।রান্নার ঝঞ্জাট এড়াতে দিদিমনিরা এখন বিস্কুট, খুড়মা, মুড়ি, চিড়ার শরনাপন্ন। সোমবার এই অভিনব মিডডে মিলের প্রতিবাদ জানিয়ে আলিপুরদুয়ার ২ নং ব্লকের কোহিনুর এমএসকে স্কুলের প্রধান শিক্ষিকা ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয় গ্রামবাসীরা।

Body:একে টানা দুই মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্যে সরকার। তবে চা বলয় পরিবেষ্টিত আদিবাসী মহল্লার স্কুল গুলোতে স্কুলের পঠন পাঠন বন্ধ থাকলেও মিডডে মিল চালু রাখার নির্দেশ রয়েছে রাজ্যে সরকারের। তথাপি মিডডে মিলের রান্না বন্ধ করে খুড়মা, বিস্কুটে কাজ সারছেন স্কুল কর্তৃপক্ষ।


কোহিনুর এলাকার যুবক সুকুল সরকার জানান " গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি স্কুলের মিড ডে মিলের রান্না হচ্ছে না। স্কুলে আসা ছাত্রছাত্রীদের হাতে মিড ডে মিলের খাবার হিসেবে বিস্কুট, খুরমা সহ অনান্য শুকনো খাবার তুলে দেওয়া হচ্ছে। মিড ডে মিল নিয়ে এই অনিয়ম মানতে না পেরে আজকে আমরা বিক্ষোভে সামিল হয়েছি।"


বিক্ষোভে অংশ নেওয়া উত্তম নার্জিনারী, লক্ষীরাম লাকড়া, উৎপল দাস ও প্রলয় ওরাওরা বলেন এখন শুধু মিডডে মিলের জন্য স্কুল খোলা। তার পরেও মিডডে মিলের খাবার পাচ্ছে না ছাত্রছাত্রীরা।"
আন্দোলনকারী যুবকরা জানান সোমবারেও মিডডে মিলের রান্না না করে স্কুল বন্ধ করা হচ্ছিল। তারা স্কুল খুলতে বাধ্য করেন। তাদের আরো অভিযোগ স্কুলের শিক্ষকরা সময় মতো স্কুলে আসেন না।


খবর পেয়ে স্কুলে পৌছান ব্লকের জয়েন্ট বিডিও। তিনি যুবকদের কাছ থেকে লিখিত অভিযোগ নেন এবং প্রধান শিক্ষিকার কাছে মিড ডে মিলের রেজিস্টার দেখতে চাইলে তা তিনি দেখাতে পারেন নি।

স্কুলের মুখ্য সম্প্রসারিকা জয়শ্রী দেবনাথ অভিযোগ অস্বীকার করে বলেন " স্কুলে ছাত্রছাত্রী আসলে মিড ডে মিলের রান্না ঠিকই হয়। ছাত্রছাত্রী না আসলে কাদের জন্য রান্না করা হবে বলে তিনি প্রশ্ন করেন। স্কুলের শিক্ষকদের সময় মতো স্কুলে না আসার বিষয়ে তিনি বলেন " এবিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।"


Conclusion:জয়েন্ট বিডিও হরেন্দ্র অধিকারীকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এবিষয়ে আমি কোন মন্তব্য করবো না।ওপর মহলে রিপোর্ট জমা দেব।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.