আলিপুরদুয়ার, 21 মে : জলপাইগুড়ির পর এবার আলিপুরদুয়ারে টানা স্কুল ছুটির প্রতিবাদে বিক্ষোভ দেখাল ছাত্ররা । রাজ্য সরকারের নির্দেশে সরকার ও সরকার পোষিত স্কুলগুলিতে টানা দু'মাস গরমের ছুটির প্রতিবাদ জানিয়ে গতকাল জাতীয় সড়ক অবরোধ করে ছাত্ররা ।
সোমবার দুপুর ১২ টা থেকে আলিপুরদুয়ার-১ ব্লকের যোগেন্দ্র নগর হাইস্কুলের ছাত্ররা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করে । অবরোধের জেরে আলিপুরদুয়ার ও শিলিগুড়ির মধ্যে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ চলে প্রায় তিন ঘণ্টা ।
খবর পেয়ে পুলিশ এবং শিক্ষা বিভাগের কর্মীরা ঘটনাস্থানে যান । তাঁরা বিক্ষোভকারী ছাত্রদের পথ অবরোধ তুলতে অনুরোধ করেন । কিন্তু ছাত্ররা তা শোনেনি । এরপর BDO প্রেয়সী ঘোষের প্রতিনিধি হিসেবে ঘটনাস্থানে যান জয়েন্ট BDO । তাঁর আবেদনে ছাত্ররা অবরোধ তুলে নেয় ।
BDO বলেন, "রাজ্যে সরকারের সিদ্ধান্তে স্কুল বন্ধ রাখা হয়েছে । এতে আমরা কী করব ? তবে ছাত্রদের দাবি জেলা শাসককে পাঠানো হয়েছে ।"