ETV Bharat / briefs

জলপাইগুড়িতে বন্ধ হল BJP-র যুব মোর্চার রাম পুজো - Bjy juba morcha

জলপাইগুড়িতে জেলা পুলিশের বিরুদ্ধে অভিযোগ,BJP -র যুব মোর্চার রাম পুজো বন্ধ করার । BJP-র যুব মোর্চার সভাপতি শ্যাম প্রসাদের নেতৃত্বে আজকের এই পুজোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন," আমরা আজ ব্যথিত যে একজন ব্রাক্ষ্মণ মুখ্যমন্ত্রী হয়ে তিনি রাজ্যকে পাকিস্তান বানানোর চেষ্টা করছেন। তিনি আরও বলেন,"আমরা আজ পুজো করবই।তবে বাড়ির ভেতরে পুজো করব। "

জলপাইগুড়ি
জলপাইগুড়ি
author img

By

Published : Aug 5, 2020, 5:22 PM IST

জলপাইগুড়ি,5 অগাস্ট: রামমন্দির নির্মাণের ভূমি পুজোকে কেন্দ্র করে আজ জলপাইগুড়িতে BJP কর্মী ও পুলিশের বাগবিতন্ডা। রাম মন্দির নির্মাণের ভূমি পুজোকে কেন্দ্র করে আজ জলপাইগুড়িতে BJP-র যুব মোর্চার পক্ষ থেকে এক পুজো ও যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যুব মোর্চার তরফে যজ্ঞানুষ্ঠান বন্ধ করে দেবার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।

BJP-র যুব মোর্চার সভাপতি শ্যাম প্রসাদের নেতৃত্বে আজকের এই পুজোর প্রস্তুতি নেওয়া হয়।কংগ্রেস পাড়ায় নবনির্মিত মন্দিরের সামনে রাস্তার পাশে একটি রামের ছবি দিয়ে পুজোর আয়োজন করা হয় । অভিযোগ,বিরাট পুলিশ বাহিনী নিয়ে সেখানে হাজির হয় কোতয়ালি থানার IC বিপুল সিনহা।পুজোর ছবি ফেলে দেওয়া হয়। খুলে ফেলা হয় প্যান্ডেলের কাপড়ও পুলিশ তাদের পুজো বন্ধ করে দেন সব খুলিয়ে নেন বলে BJP কর্মীরা অভিযোগ করে। এছাড়াও অভিযোগ করে জানান হয় যে BJP কর্মীদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় । ঘটনাস্থলে আসে DSP হেডকোয়ার্টার প্রদীপ সরকার।

BJP-র যুব মোর্চার সভাপতি শ্যাম প্রসাদ অভিযোগ করে বলেন , "আমরা শান্তিপূর্ণ ভাবেই পুজোর আয়োজন ও যজ্ঞের প্রস্তুতি নিয়েছিলাম । পুলিশ এসে আমাদের এই পুজো বন্ধ করে দেয়। আজ হিন্দুদের কাছে একটা গর্বের দিন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের দিনেই লকডাউন করে দিল। আমরা আজ ব্যথিত যে একজন ব্রাক্ষ্মণ মুখ্যমন্ত্রী হয়ে তিনি রাজ্যকে পাকিস্তান বানানোর চেষ্টা করছেন। আমরা আজ পুজো করবই। তবে বাড়ির ভেতরে পুজো করব।

অন্যকে জেলা BJP-র পার্টি অফিসের ভেতরে জেলা সভাপতি বাপী গোস্বামী নিজে যজ্ঞানুষ্ঠানে অংশ গ্রহণ করেন।BJP কর্মীরা 4 নং ঘুমটির ঐতিহ্য ভবনে, BJP পার্টি অফিসে যজ্ঞানুষ্ঠানে অংশ নেন।

জলপাইগুড়ি,5 অগাস্ট: রামমন্দির নির্মাণের ভূমি পুজোকে কেন্দ্র করে আজ জলপাইগুড়িতে BJP কর্মী ও পুলিশের বাগবিতন্ডা। রাম মন্দির নির্মাণের ভূমি পুজোকে কেন্দ্র করে আজ জলপাইগুড়িতে BJP-র যুব মোর্চার পক্ষ থেকে এক পুজো ও যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যুব মোর্চার তরফে যজ্ঞানুষ্ঠান বন্ধ করে দেবার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।

BJP-র যুব মোর্চার সভাপতি শ্যাম প্রসাদের নেতৃত্বে আজকের এই পুজোর প্রস্তুতি নেওয়া হয়।কংগ্রেস পাড়ায় নবনির্মিত মন্দিরের সামনে রাস্তার পাশে একটি রামের ছবি দিয়ে পুজোর আয়োজন করা হয় । অভিযোগ,বিরাট পুলিশ বাহিনী নিয়ে সেখানে হাজির হয় কোতয়ালি থানার IC বিপুল সিনহা।পুজোর ছবি ফেলে দেওয়া হয়। খুলে ফেলা হয় প্যান্ডেলের কাপড়ও পুলিশ তাদের পুজো বন্ধ করে দেন সব খুলিয়ে নেন বলে BJP কর্মীরা অভিযোগ করে। এছাড়াও অভিযোগ করে জানান হয় যে BJP কর্মীদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় । ঘটনাস্থলে আসে DSP হেডকোয়ার্টার প্রদীপ সরকার।

BJP-র যুব মোর্চার সভাপতি শ্যাম প্রসাদ অভিযোগ করে বলেন , "আমরা শান্তিপূর্ণ ভাবেই পুজোর আয়োজন ও যজ্ঞের প্রস্তুতি নিয়েছিলাম । পুলিশ এসে আমাদের এই পুজো বন্ধ করে দেয়। আজ হিন্দুদের কাছে একটা গর্বের দিন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের দিনেই লকডাউন করে দিল। আমরা আজ ব্যথিত যে একজন ব্রাক্ষ্মণ মুখ্যমন্ত্রী হয়ে তিনি রাজ্যকে পাকিস্তান বানানোর চেষ্টা করছেন। আমরা আজ পুজো করবই। তবে বাড়ির ভেতরে পুজো করব।

অন্যকে জেলা BJP-র পার্টি অফিসের ভেতরে জেলা সভাপতি বাপী গোস্বামী নিজে যজ্ঞানুষ্ঠানে অংশ গ্রহণ করেন।BJP কর্মীরা 4 নং ঘুমটির ঐতিহ্য ভবনে, BJP পার্টি অফিসে যজ্ঞানুষ্ঠানে অংশ নেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.