ETV Bharat / briefs

আসানসোলে বিধায়ক লেখা UP-র গাড়িতে কয়েকজন সন্দেহজনক যুবক

অনলাইনে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে খোঁজ করতেই জানা যায় গাড়িটি করন সিং এন্ড সন্সের নামে রেজিস্ট্রেশন করা। খোঁজ নিয়ে এও জানা গেল উত্তরপ্রদেশে করণ সিং প্যাটেল নামে BJP-র এক বিধায়ক রয়েছেন।

Image
উত্তরপ্রদেশের বিধায়কের গাড়ি আসানসোলে
author img

By

Published : Jun 25, 2020, 9:17 PM IST

আসানসোল, 25 জুন : গাড়িতে লেখা বিধায়ক। কিন্তু গাড়ির নম্বর প্লেট উত্তরপ্রদেশের । শুধু তাই নয় গাড়িতে মোদি এবং যোগীর ছবি লাগানো। এছাড়া BJP লেখা পতাকাও লাগানো গাড়িতে । আসানসোলের রাস্তায় এমন গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যাওয়ার উপক্রম। তবে কি উত্তরপ্রদেশের কোন বিধায়ক আসানসোলে ঘুরছেন এই লকডাউনের সময়? কিন্তু না, কোনও বিধায়ককে পাওয়া যায়নি। বরং অচেনা একদল যুবক রহস্য বাড়িয়েই জানায় তারা বিধায়কের নিকট আত্মীয়। মিডিয়া তৎপর হতেই গাড়িটি নিয়ে পালায় যুবকরা।


আসানসোলের পুলিশ লাইনের কাছে একটি বেসরকারি হোটেলের বাইরে গাড়িটি পার্ক করা ছিল। গাড়িতে বিধায়ক লেখা দেখেই উৎসুক হয়ে ওঠে সাংবাদিকরা । তবে কি যোগীর রাজ্যের কোনও বিধায়ক রাজনৈতিক কাজেই আসানসোলে এসেছেন ? হোটেলে খোঁজ নিতে জানা গেল কোনও বিধায়ক সেখানে আসেননি। তবে পার্কিংয়ে লাগানো গাড়ি কার, তা অবশ্য জানাননি হোটেলকর্মীরা। এরপর অনলাইনে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খোঁজ করতেই জানা যায় গাড়িটি করণ সিং এন্ড সন্সের নামে রেজিস্ট্রেশন করা। খোঁজ নিয়ে এও জানা গেল উত্তরপ্রদেশে করণ সিং প্যাটেল নামে BJP-র এক বিধায়ক রয়েছেন। কিন্তু এই গাড়িতে তিনি ছিলেন না। গাড়ির সামনে দাঁড়াতেই খোঁজখবর শুরু করতেই হোটেলের ভেতর থেকে বেরিয়ে আসে বেশ কয়েকজন যুবক। তারা নিজেদের বিধায়কের আত্মীয় বলে পরিচয় দেন।


কিন্তু, প্রশ্ন হচ্ছে বিধায়কের আত্মীয়রা কি "বিধায়ক" লেখা গাড়িতে চড়তে পারেন? যুবকরা অবশ্য পাল্টা প্রশ্ন করেন আপনার গাড়ি কি আপনার পরিবারের লোকেরা চড়তে পারে না? কিন্তু আইন বলছে বিধায়ক যদি বিধায়কের গাড়িতে না থাকেন সেক্ষেত্রে গাড়িতে বিধায়ক লেখা যায় না। আর কেনই বা এই যুবকরা আসানসোলে তা নিয়েও প্রশ্ন উঠছে । তবে ব্যর আসানসোলের কোনও নেতৃত্ব কোনও কর্মসূচি সম্পর্কে অবগত নেই বলেই জানিয়েছেন। পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও গাড়িটির ছবি তুলতেই ওই যুবকরা গাড়ি নিয়ে পালিয়ে যায়।


আশঙ্কা করা হচ্ছে যারা নিজেদের বিধায়কের আত্মীয় বলে পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা আদৌ কি বিধায়কের আত্মীয়?" উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন রাজ্যে এমনকি বাংলাতেও সীমান্ত এলাকায় ঢোকার সময় জিজ্ঞাসাবাদ করা হয় এবং তল্লাশি চালানো হয়। সে ক্ষেত্রে বিধায়ক লেখা এই গাড়িটি কী করে ছাড় পেল? নাকি উত্তরপ্রদেশের ওই বিধায়ক নিজেই গোপনে রয়েছেন আসানসোলে, সে প্রশ্ন উত্তর এখনও মেলেনি।

আসানসোল, 25 জুন : গাড়িতে লেখা বিধায়ক। কিন্তু গাড়ির নম্বর প্লেট উত্তরপ্রদেশের । শুধু তাই নয় গাড়িতে মোদি এবং যোগীর ছবি লাগানো। এছাড়া BJP লেখা পতাকাও লাগানো গাড়িতে । আসানসোলের রাস্তায় এমন গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যাওয়ার উপক্রম। তবে কি উত্তরপ্রদেশের কোন বিধায়ক আসানসোলে ঘুরছেন এই লকডাউনের সময়? কিন্তু না, কোনও বিধায়ককে পাওয়া যায়নি। বরং অচেনা একদল যুবক রহস্য বাড়িয়েই জানায় তারা বিধায়কের নিকট আত্মীয়। মিডিয়া তৎপর হতেই গাড়িটি নিয়ে পালায় যুবকরা।


আসানসোলের পুলিশ লাইনের কাছে একটি বেসরকারি হোটেলের বাইরে গাড়িটি পার্ক করা ছিল। গাড়িতে বিধায়ক লেখা দেখেই উৎসুক হয়ে ওঠে সাংবাদিকরা । তবে কি যোগীর রাজ্যের কোনও বিধায়ক রাজনৈতিক কাজেই আসানসোলে এসেছেন ? হোটেলে খোঁজ নিতে জানা গেল কোনও বিধায়ক সেখানে আসেননি। তবে পার্কিংয়ে লাগানো গাড়ি কার, তা অবশ্য জানাননি হোটেলকর্মীরা। এরপর অনলাইনে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খোঁজ করতেই জানা যায় গাড়িটি করণ সিং এন্ড সন্সের নামে রেজিস্ট্রেশন করা। খোঁজ নিয়ে এও জানা গেল উত্তরপ্রদেশে করণ সিং প্যাটেল নামে BJP-র এক বিধায়ক রয়েছেন। কিন্তু এই গাড়িতে তিনি ছিলেন না। গাড়ির সামনে দাঁড়াতেই খোঁজখবর শুরু করতেই হোটেলের ভেতর থেকে বেরিয়ে আসে বেশ কয়েকজন যুবক। তারা নিজেদের বিধায়কের আত্মীয় বলে পরিচয় দেন।


কিন্তু, প্রশ্ন হচ্ছে বিধায়কের আত্মীয়রা কি "বিধায়ক" লেখা গাড়িতে চড়তে পারেন? যুবকরা অবশ্য পাল্টা প্রশ্ন করেন আপনার গাড়ি কি আপনার পরিবারের লোকেরা চড়তে পারে না? কিন্তু আইন বলছে বিধায়ক যদি বিধায়কের গাড়িতে না থাকেন সেক্ষেত্রে গাড়িতে বিধায়ক লেখা যায় না। আর কেনই বা এই যুবকরা আসানসোলে তা নিয়েও প্রশ্ন উঠছে । তবে ব্যর আসানসোলের কোনও নেতৃত্ব কোনও কর্মসূচি সম্পর্কে অবগত নেই বলেই জানিয়েছেন। পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও গাড়িটির ছবি তুলতেই ওই যুবকরা গাড়ি নিয়ে পালিয়ে যায়।


আশঙ্কা করা হচ্ছে যারা নিজেদের বিধায়কের আত্মীয় বলে পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা আদৌ কি বিধায়কের আত্মীয়?" উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন রাজ্যে এমনকি বাংলাতেও সীমান্ত এলাকায় ঢোকার সময় জিজ্ঞাসাবাদ করা হয় এবং তল্লাশি চালানো হয়। সে ক্ষেত্রে বিধায়ক লেখা এই গাড়িটি কী করে ছাড় পেল? নাকি উত্তরপ্রদেশের ওই বিধায়ক নিজেই গোপনে রয়েছেন আসানসোলে, সে প্রশ্ন উত্তর এখনও মেলেনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.