ETV Bharat / briefs

জলপাইগুড়ির স্ক্রুটিনি শেষ, এখনও বাকি দার্জিলিং ও রায়গঞ্জ - Polling

প্রথম দফার পর একাধিক অভিযোগ ওঠে। সেজন্য দ্বিতীয় দফার স্ক্রুটিনিতে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।

CEO
author img

By

Published : Apr 20, 2019, 4:18 PM IST

Updated : Apr 20, 2019, 4:35 PM IST

কলকাতা, 20 এপ্রিল : প্রথম দফার স্ক্রুটিনির জটিলতার জেরে এখনও দ্বিতীয় দফার স্ক্রুটিনি শুরু হয়নি । শুধুমাত্র জলপাইগুড়ির স্ক্রুটিনি শেষ হয়েছে । দার্জিলিং ও রায়গঞ্জ কেন্দ্রের স্ক্রুটিনি এখনও শেষ হয়নি ।

বৃহস্পতিবার ভোটগ্রহণের পর গতকাল সকাল থেকে দ্বিতীয় দফার স্ক্রুটিনি শুরু হয়েছে । প্রথম দফার স্ক্রুটিনির ক্ষেত্রে একাধিক জটিলতা তৈরি হয়েছিল । তার জেরে দ্বিতীয় দফায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে । শাসক ও বিরোধী দলের প্রতিটি অভিযোগ অত্যন্ত সতর্কতার সঙ্গে খুঁটিয়ে দেখা হচ্ছে । ওয়েবকাস্টিং ও CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । প্রথম দফার স্ক্রুটিনির পর পুনর্নির্বাচনকে কেন্দ্র করে একাধিক অভিযোগ উঠেছিল । সেজন্য দ্বিতীয় দফার স্ক্রুটিনিতে কোনও ফাঁকফোকর রাখতে চাইছে না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ।

গতকাল গভীর রাত পর্যন্ত জলপাইগুড়ির স্ক্রুটিনি চলেছে । তবে, দার্জিলিং ও রায়গঞ্জের স্ক্রুটিনি এখনও শেষ হয়নি ।

কলকাতা, 20 এপ্রিল : প্রথম দফার স্ক্রুটিনির জটিলতার জেরে এখনও দ্বিতীয় দফার স্ক্রুটিনি শুরু হয়নি । শুধুমাত্র জলপাইগুড়ির স্ক্রুটিনি শেষ হয়েছে । দার্জিলিং ও রায়গঞ্জ কেন্দ্রের স্ক্রুটিনি এখনও শেষ হয়নি ।

বৃহস্পতিবার ভোটগ্রহণের পর গতকাল সকাল থেকে দ্বিতীয় দফার স্ক্রুটিনি শুরু হয়েছে । প্রথম দফার স্ক্রুটিনির ক্ষেত্রে একাধিক জটিলতা তৈরি হয়েছিল । তার জেরে দ্বিতীয় দফায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে । শাসক ও বিরোধী দলের প্রতিটি অভিযোগ অত্যন্ত সতর্কতার সঙ্গে খুঁটিয়ে দেখা হচ্ছে । ওয়েবকাস্টিং ও CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । প্রথম দফার স্ক্রুটিনির পর পুনর্নির্বাচনকে কেন্দ্র করে একাধিক অভিযোগ উঠেছিল । সেজন্য দ্বিতীয় দফার স্ক্রুটিনিতে কোনও ফাঁকফোকর রাখতে চাইছে না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ।

গতকাল গভীর রাত পর্যন্ত জলপাইগুড়ির স্ক্রুটিনি চলেছে । তবে, দার্জিলিং ও রায়গঞ্জের স্ক্রুটিনি এখনও শেষ হয়নি ।

Last Updated : Apr 20, 2019, 4:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.