ETV Bharat / briefs

প্রাক বিশ্বকাপের সূচি ঘোষিত

ফিফার সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনার পরে প্রাক বিশ্বকাপের পরিবর্তিত সূচি ঠিক করেছে AFC । অক্টোবর এবং নভেম্বর মাসকে প্রাক-বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে ।

Image
Indian football
author img

By

Published : Jun 7, 2020, 10:08 PM IST

কলকাতা, 7 জুন : অক্টোবর মাসে ভারতীয় ফুটবল দলের বল গড়ানো শুরু হবে। ঘরের মাঠে কাতারের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা। এশিয়ান ফুটবল কনফেডারেশন ইতিমধ্যে প্রাক বিশ্বকাপের পরিবর্তিত সূচি ঘোষণা করেছে। ফিফার সঙ্গে আলোচনার পরেই এই সূচি তৈরি হয়েছে।

AFC বলেছে দীর্ঘদিন উদ্বিগ্ন আবহের মধ্যে থাকার পরে অবশেষে উন্নতির আলো দেখা যাচ্ছে । তাই ফিফার সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনার পরে প্রাক বিশ্বকাপের পরিবর্তিত সূচি ঠিক করা হয়েছে । অক্টোবর এবং নভেম্বর মাসকে প্রাক বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে । পরিবর্তিত সূচি অনুসারে ভারতীয় দল 12 নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে পদ্মাপাড়ে খেলবে। ওই মাসের 17 তারিখ ভারতীয় দল কলকাতায় আফগানিস্তানের বিরুদ্ধে নামবে।

লকডাউনের কারণে নির্ধারিত সূচি বাতিল করা হয়েছিল। কলকাতায় ম্যাচ না হওয়ার আক্ষেপ জানিয়েছিলেন আফগানিস্তানের ফুটবলাররা। ভারতীয় ক্লাব ফুটবলের সঙ্গে তারা পরিচিত। এবং কলকাতায় ফুটবলের ক্রেজ তাদের জানা তাই দর্শক ভরতি স্টেডিয়ামে না খেলতে পারার আক্ষেপ ছিল তাদের।

এবার তা পূরণ হওয়ার ইঙ্গিত। কোরোনা পরবর্তী পৃথিবীতে দর্শক ভরতি স্টেডিয়ামের ছবি আবার দেখা যাবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ বুন্দেশলিগা শুরু হলেও তা হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে। লা লিগা শুরু হবে। তার গ্যালারির ছবি কেমন হবে তা পরিষ্কার নয়। লিওনেল মেসি স্বয়ং বলেছেন কোরোনা পরবর্তী সময়ে ফুটবলের ছবিটা বদলে যাবে ।
এখানে প্রশ্ন হল প্রাক বিশ্বকাপের সূচি ঘোষণা হওয়ার অর্থ ভারতের ঘরোয়া ফুটবলে বল গড়ানো শুরু হওয়া। কিন্তু তার কোনও ইঙ্গিত জাতীয় কিংবা রাজ্যস্তরের ফুটবল নিয়ামক সংস্থার পক্ষ থেকে মেলেনি। IFA কলকাতা ফুটবল লিগ অক্টোবরে শুরু করার কথা চিন্তা করছে । তবে এই ব্যাপারে কোনও নির্দেশিকা ক্লাবগুলোর কাছে পাঠাতে পারেনি। যদিও ক্লাবগুলো নির্দেশিকা চেয়ে IFA দ্বারস্থ ।

ইস্টবেঙ্গলের ফুটবল সচিব রজত গুহ বলছেন, "আমরা সবসময় সহযোগিতা করতে রাজি । সেই জন্য নির্দেশিকা দিতে বলেছি । রাজ্য সরকার কী নির্দেশ দেয় সেটা জানা জরুরি। ফুটবল মরসুম শুরু হলে সবসময় স্বাগত জানাবো । তবে প্রাক বিশ্বকাপের পরিবর্তিত সূচি ঘোষণা একটা ভালো লক্ষণ ।"
একই অবস্থা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের । তারাও আই লিগ এবং ISL দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। যদিও আই লিগে নতুন দল নেওয়ার বিঞ্জাপন দেওয়া হয়েছে। এই অবস্থায় প্রাক বিশ্বকাপের পরিবর্তিত সূচি ঘোষণাকে আশার আলো বলা হচ্ছে।

মোহনবাগানের অর্থ সচিব দেবাশিষ দত্ত বলছেন,"এবছর আমাদের কাছে নতুন যাত্রা শুরুর বছর। যাবতীয় সিদ্ধান্ত বোর্ড মিটিং এ নেওয়া হবে। তবে ফুটবল মরশুম শুরু হওয়ার চেষ্টা সবসময় ভালো লক্ষণ।" AIFF সচিব কুশল দাস বলছেন,"পরিবর্তিত সূচি প্রকাশ হয়েছে।তবে এই বিষয়ে দেশের সরকারের নির্দেশের ওপর সবকিছু নির্ভর করবে। আমরা ইতিবাচক আশা করতেই পারি।"

কলকাতা, 7 জুন : অক্টোবর মাসে ভারতীয় ফুটবল দলের বল গড়ানো শুরু হবে। ঘরের মাঠে কাতারের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা। এশিয়ান ফুটবল কনফেডারেশন ইতিমধ্যে প্রাক বিশ্বকাপের পরিবর্তিত সূচি ঘোষণা করেছে। ফিফার সঙ্গে আলোচনার পরেই এই সূচি তৈরি হয়েছে।

AFC বলেছে দীর্ঘদিন উদ্বিগ্ন আবহের মধ্যে থাকার পরে অবশেষে উন্নতির আলো দেখা যাচ্ছে । তাই ফিফার সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনার পরে প্রাক বিশ্বকাপের পরিবর্তিত সূচি ঠিক করা হয়েছে । অক্টোবর এবং নভেম্বর মাসকে প্রাক বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে । পরিবর্তিত সূচি অনুসারে ভারতীয় দল 12 নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে পদ্মাপাড়ে খেলবে। ওই মাসের 17 তারিখ ভারতীয় দল কলকাতায় আফগানিস্তানের বিরুদ্ধে নামবে।

লকডাউনের কারণে নির্ধারিত সূচি বাতিল করা হয়েছিল। কলকাতায় ম্যাচ না হওয়ার আক্ষেপ জানিয়েছিলেন আফগানিস্তানের ফুটবলাররা। ভারতীয় ক্লাব ফুটবলের সঙ্গে তারা পরিচিত। এবং কলকাতায় ফুটবলের ক্রেজ তাদের জানা তাই দর্শক ভরতি স্টেডিয়ামে না খেলতে পারার আক্ষেপ ছিল তাদের।

এবার তা পূরণ হওয়ার ইঙ্গিত। কোরোনা পরবর্তী পৃথিবীতে দর্শক ভরতি স্টেডিয়ামের ছবি আবার দেখা যাবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ বুন্দেশলিগা শুরু হলেও তা হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে। লা লিগা শুরু হবে। তার গ্যালারির ছবি কেমন হবে তা পরিষ্কার নয়। লিওনেল মেসি স্বয়ং বলেছেন কোরোনা পরবর্তী সময়ে ফুটবলের ছবিটা বদলে যাবে ।
এখানে প্রশ্ন হল প্রাক বিশ্বকাপের সূচি ঘোষণা হওয়ার অর্থ ভারতের ঘরোয়া ফুটবলে বল গড়ানো শুরু হওয়া। কিন্তু তার কোনও ইঙ্গিত জাতীয় কিংবা রাজ্যস্তরের ফুটবল নিয়ামক সংস্থার পক্ষ থেকে মেলেনি। IFA কলকাতা ফুটবল লিগ অক্টোবরে শুরু করার কথা চিন্তা করছে । তবে এই ব্যাপারে কোনও নির্দেশিকা ক্লাবগুলোর কাছে পাঠাতে পারেনি। যদিও ক্লাবগুলো নির্দেশিকা চেয়ে IFA দ্বারস্থ ।

ইস্টবেঙ্গলের ফুটবল সচিব রজত গুহ বলছেন, "আমরা সবসময় সহযোগিতা করতে রাজি । সেই জন্য নির্দেশিকা দিতে বলেছি । রাজ্য সরকার কী নির্দেশ দেয় সেটা জানা জরুরি। ফুটবল মরসুম শুরু হলে সবসময় স্বাগত জানাবো । তবে প্রাক বিশ্বকাপের পরিবর্তিত সূচি ঘোষণা একটা ভালো লক্ষণ ।"
একই অবস্থা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের । তারাও আই লিগ এবং ISL দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। যদিও আই লিগে নতুন দল নেওয়ার বিঞ্জাপন দেওয়া হয়েছে। এই অবস্থায় প্রাক বিশ্বকাপের পরিবর্তিত সূচি ঘোষণাকে আশার আলো বলা হচ্ছে।

মোহনবাগানের অর্থ সচিব দেবাশিষ দত্ত বলছেন,"এবছর আমাদের কাছে নতুন যাত্রা শুরুর বছর। যাবতীয় সিদ্ধান্ত বোর্ড মিটিং এ নেওয়া হবে। তবে ফুটবল মরশুম শুরু হওয়ার চেষ্টা সবসময় ভালো লক্ষণ।" AIFF সচিব কুশল দাস বলছেন,"পরিবর্তিত সূচি প্রকাশ হয়েছে।তবে এই বিষয়ে দেশের সরকারের নির্দেশের ওপর সবকিছু নির্ভর করবে। আমরা ইতিবাচক আশা করতেই পারি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.