ETV Bharat / briefs

জন্মজয়ন্তীতে ফিরে দেখা সাহিত্যসম্রাটকে - বাংলা

আজ বাংলা সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 182 তম জন্মবার্ষিকী। জন্মবার্ষিকীতে তাঁর জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরা হল।

bankim chandra chattopadhyay
bankim chandra chattopadhyay
author img

By

Published : Jun 27, 2020, 9:55 PM IST

কলকাতা, 27 জুন : উনবিংশ শতাব্দীতে বাংলা সাহিত্যে বিপ্লব এনেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । 1838 সালে 27 জুন নৈহাটিতে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি । আজ তাঁর 182 তম জন্মবার্ষিকী । বন্দেমাতরম কবিতাটির জন্য দেশজুড়ে পরিচিতি পান । দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, দেবী চৌধুরানির মতো উপন্যাস লিখেছিলেন ৷ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচয়িতা বলা হয়ে থাকে বঙ্কিমচন্দ্রকে ৷ তিনি সাহিত্যসম্রাট নামেও পরিচিত ৷

1বঙ্কিমচন্দ্রের জীবন ও লেখনী সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক-

  1. নৈহাটিতে জন্মগ্রহণ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মাত্র 11 বছর বয়সে তাঁর বিয়ে হয়।
  2. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের মধ্যে একজন ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  3. বঙ্কিমচন্দ্র যশোর জেলার ডেপুটি কালেক্টর ছিলেন। পরে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটও হন।
  4. তাঁর প্রথম লেখা প্রকাশ পায় সংবাদ প্রভাকরে।
  5. 1873 সালে লেখা বিষবৃক্ষের প্রশংসা করে লন্ডনের টাইমস পত্রিকা।
  6. বঙ্কিমচন্দ্র ভারতবাসীর কাছে পরিচিত তাঁর লেখা বন্দেমাতরম গানটির জন্য।
  7. 1876 সালে তিনি বন্দেমাতরম কবিতাটি লিখলেও 1882 সালে আনন্দমঠ উপন্যাসে এটি প্রথম প্রকাশিত হয়।
  8. বাংলা ও সংস্কৃত- দুটি ভাষাতেই বন্দেমাতরম কবিতাটি লেখা হয়েছিল।
  9. " বন্দেমাতরম" শব্দটির অর্থ 'আমি মায়ের প্রশংসা করি ', এখানে মা বলতে ভারতমাতাকে বোঝানো হয়েছিল।
  10. 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বন্দেমাতরম গানটি গান। এরপরই জাতীয়তা আন্দোলনে আন্দোলনকারীদের মুখে মুখে গানটির বহুল প্রচার শুরু হয়।
  11. ব্রিটিশ সরকার "বন্দেমাতরম" গানটি ও আনন্দমঠ উপন্যাস দুটিকেই নিষিদ্ধ বলে ঘোষণা করে। বন্দেমাতরম গাইবার অপরাধে বহু মানুষ জেলেও যায়।
  12. স্বাধীনতা পাওয়ার পরই গানটির উপর নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত সরকার।
  13. 1950 সালের 24 জানুয়ারি গানটিকে ভারতের জাতীয় গান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

কলকাতা, 27 জুন : উনবিংশ শতাব্দীতে বাংলা সাহিত্যে বিপ্লব এনেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । 1838 সালে 27 জুন নৈহাটিতে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি । আজ তাঁর 182 তম জন্মবার্ষিকী । বন্দেমাতরম কবিতাটির জন্য দেশজুড়ে পরিচিতি পান । দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, দেবী চৌধুরানির মতো উপন্যাস লিখেছিলেন ৷ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচয়িতা বলা হয়ে থাকে বঙ্কিমচন্দ্রকে ৷ তিনি সাহিত্যসম্রাট নামেও পরিচিত ৷

1বঙ্কিমচন্দ্রের জীবন ও লেখনী সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক-

  1. নৈহাটিতে জন্মগ্রহণ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মাত্র 11 বছর বয়সে তাঁর বিয়ে হয়।
  2. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের মধ্যে একজন ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  3. বঙ্কিমচন্দ্র যশোর জেলার ডেপুটি কালেক্টর ছিলেন। পরে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটও হন।
  4. তাঁর প্রথম লেখা প্রকাশ পায় সংবাদ প্রভাকরে।
  5. 1873 সালে লেখা বিষবৃক্ষের প্রশংসা করে লন্ডনের টাইমস পত্রিকা।
  6. বঙ্কিমচন্দ্র ভারতবাসীর কাছে পরিচিত তাঁর লেখা বন্দেমাতরম গানটির জন্য।
  7. 1876 সালে তিনি বন্দেমাতরম কবিতাটি লিখলেও 1882 সালে আনন্দমঠ উপন্যাসে এটি প্রথম প্রকাশিত হয়।
  8. বাংলা ও সংস্কৃত- দুটি ভাষাতেই বন্দেমাতরম কবিতাটি লেখা হয়েছিল।
  9. " বন্দেমাতরম" শব্দটির অর্থ 'আমি মায়ের প্রশংসা করি ', এখানে মা বলতে ভারতমাতাকে বোঝানো হয়েছিল।
  10. 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বন্দেমাতরম গানটি গান। এরপরই জাতীয়তা আন্দোলনে আন্দোলনকারীদের মুখে মুখে গানটির বহুল প্রচার শুরু হয়।
  11. ব্রিটিশ সরকার "বন্দেমাতরম" গানটি ও আনন্দমঠ উপন্যাস দুটিকেই নিষিদ্ধ বলে ঘোষণা করে। বন্দেমাতরম গাইবার অপরাধে বহু মানুষ জেলেও যায়।
  12. স্বাধীনতা পাওয়ার পরই গানটির উপর নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত সরকার।
  13. 1950 সালের 24 জানুয়ারি গানটিকে ভারতের জাতীয় গান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.