কলকাতা, 27 জুন : উনবিংশ শতাব্দীতে বাংলা সাহিত্যে বিপ্লব এনেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । 1838 সালে 27 জুন নৈহাটিতে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি । আজ তাঁর 182 তম জন্মবার্ষিকী । বন্দেমাতরম কবিতাটির জন্য দেশজুড়ে পরিচিতি পান । দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, দেবী চৌধুরানির মতো উপন্যাস লিখেছিলেন ৷ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচয়িতা বলা হয়ে থাকে বঙ্কিমচন্দ্রকে ৷ তিনি সাহিত্যসম্রাট নামেও পরিচিত ৷
1বঙ্কিমচন্দ্রের জীবন ও লেখনী সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক-
- নৈহাটিতে জন্মগ্রহণ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মাত্র 11 বছর বয়সে তাঁর বিয়ে হয়।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের মধ্যে একজন ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- বঙ্কিমচন্দ্র যশোর জেলার ডেপুটি কালেক্টর ছিলেন। পরে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটও হন।
- তাঁর প্রথম লেখা প্রকাশ পায় সংবাদ প্রভাকরে।
- 1873 সালে লেখা বিষবৃক্ষের প্রশংসা করে লন্ডনের টাইমস পত্রিকা।
- বঙ্কিমচন্দ্র ভারতবাসীর কাছে পরিচিত তাঁর লেখা বন্দেমাতরম গানটির জন্য।
- 1876 সালে তিনি বন্দেমাতরম কবিতাটি লিখলেও 1882 সালে আনন্দমঠ উপন্যাসে এটি প্রথম প্রকাশিত হয়।
- বাংলা ও সংস্কৃত- দুটি ভাষাতেই বন্দেমাতরম কবিতাটি লেখা হয়েছিল।
- " বন্দেমাতরম" শব্দটির অর্থ 'আমি মায়ের প্রশংসা করি ', এখানে মা বলতে ভারতমাতাকে বোঝানো হয়েছিল।
- 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বন্দেমাতরম গানটি গান। এরপরই জাতীয়তা আন্দোলনে আন্দোলনকারীদের মুখে মুখে গানটির বহুল প্রচার শুরু হয়।
- ব্রিটিশ সরকার "বন্দেমাতরম" গানটি ও আনন্দমঠ উপন্যাস দুটিকেই নিষিদ্ধ বলে ঘোষণা করে। বন্দেমাতরম গাইবার অপরাধে বহু মানুষ জেলেও যায়।
- স্বাধীনতা পাওয়ার পরই গানটির উপর নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত সরকার।
- 1950 সালের 24 জানুয়ারি গানটিকে ভারতের জাতীয় গান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।