ETV Bharat / briefs

রেপো রেট কমাল RBI - finance

0.25 শতাংশ কমল বেসিস পয়েন্ট। 6.25 শতাংশ থেকে কমে 6 শতাংশে দাঁড়াল।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 5, 2019, 2:07 AM IST

Updated : Apr 5, 2019, 3:46 AM IST

দিল্লি, 5 এপ্রিল : রেপো রেট কমাল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। 0.25 শতাংশ অর্থাত্‍ 25 বেসিস পয়েন্ট কমল রেপো রেট। 6.25 শতাংশ থেকে কমে 6 শতাংশে দাঁড়াল। রেপো রেট কমায় ব্যাঙ্কগুলি তাদের বিভিন্ন ঋণে সুদের হার কমাতে পারে।

রিজ়ার্ভ ব্যাঙ্ক যে হারে অন্য ব্যাঙ্ককে টাকা ধার দেয় তাকেই রেপো রেট বলে। এই রেটের উপর নির্ভর করে ব্যাঙ্কগুলি কোন হারে গ্রাহকদের সুদ ধার্য করবে। রেপো রেট কম হওয়ায় তাই স্বস্তি পেতে পারেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। আজ রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেয় রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটি। কমিটির 6 জনের মধ্যে 4 সদস্যই রেপো রেট কমানোর পক্ষে মত দিয়েছেন।

জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মোট দু'বার কমল রেপো রেট। রিজ়ার্ভ ব্যাঙ্কের অনুমান, 2019 – 2020 সালে GDP (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট) হতে চলেছে 7.2 শতাংশ। 2018 সালের অক্টোবর – ডিসেম্বর ত্রৈমাসিকে ভারতের GDP ছিল 6.6 শতাংশ।

দিল্লি, 5 এপ্রিল : রেপো রেট কমাল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। 0.25 শতাংশ অর্থাত্‍ 25 বেসিস পয়েন্ট কমল রেপো রেট। 6.25 শতাংশ থেকে কমে 6 শতাংশে দাঁড়াল। রেপো রেট কমায় ব্যাঙ্কগুলি তাদের বিভিন্ন ঋণে সুদের হার কমাতে পারে।

রিজ়ার্ভ ব্যাঙ্ক যে হারে অন্য ব্যাঙ্ককে টাকা ধার দেয় তাকেই রেপো রেট বলে। এই রেটের উপর নির্ভর করে ব্যাঙ্কগুলি কোন হারে গ্রাহকদের সুদ ধার্য করবে। রেপো রেট কম হওয়ায় তাই স্বস্তি পেতে পারেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। আজ রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেয় রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনিটারি পলিসি কমিটি। কমিটির 6 জনের মধ্যে 4 সদস্যই রেপো রেট কমানোর পক্ষে মত দিয়েছেন।

জানুয়ারি থেকে এখনও পর্যন্ত মোট দু'বার কমল রেপো রেট। রিজ়ার্ভ ব্যাঙ্কের অনুমান, 2019 – 2020 সালে GDP (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট) হতে চলেছে 7.2 শতাংশ। 2018 সালের অক্টোবর – ডিসেম্বর ত্রৈমাসিকে ভারতের GDP ছিল 6.6 শতাংশ।

Visakhapatnam (AP) Apr 04 (ANI): Bharatiya Janata Party (BJP) president Amit Shah held a massive roadshow on Thursday evening campaigning for the party candidate Purandeswari for Lok Sabha polls. The show began from Vishakapatnam Airport to Urvashi Junction in Visakhapatnam. Thousands of BJP supporters and people gathered to witness Amit Shah's roadshow.
Last Updated : Apr 5, 2019, 3:46 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.