দিল্লি, 20 জুন : আজ বাদল অধিবেশনের চতুর্থ দিন । এর আগে গত তিনদিনে প্রধানমন্ত্রী-সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা সংসদে শপথ গ্রহণ করেছেন । আজ রাষ্ট্রপতির ভাষণ দিয়ে সংসদের অধিবেশন শুরু হল । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কথায় উঠে এল, সরকারের ভাবনা, দেশের উন্নয়ন ও কবিগুরুর আদর্শ ।
আজ ভাষণ দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তিনি বলেন, "নতুন সরকার সবার কথা ভেবে কাজ করে । মনে রাখতে হবে, চিত্ত যেথা ভয় শূন্য-কে আদর্শ করেই আমার সরকার এগোবে । সব কা সাথ সব কা বিকাশই লক্ষ্য ।"
সেইসঙ্গে সংসদে মহিলা সাংসদদের সংখ্যাও বেড়েছে । তা নিয়ে যারপরনাই খুশি রাষ্ট্রপতি । বলেন, "এর থেকে বোঝাই যাচ্ছে, নতুন ভারতের লক্ষ্য সঠিক । মহিলাদের ক্ষমতায়ন হচ্ছে ।"
কেন্দ্রের নয়া সরকারকেও অভিবাদন জানান রাষ্ট্রপতি । তিনি বলেন, "মানুষ গণতন্ত্রে ভরসা রেখেছে । তাদের ধন্যবাদ প্রাপ্য । সেইসঙ্গে আমার সরকার সবার বিকাশের কথা ভেবেছে । মানুষ তাও বুঝতে পেরেছে । তাই, 5 বছরের কার্যক্রমের পর ফের একবার একই সরকারকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ফিরিয়ে এনেছে ।"