ETV Bharat / briefs

কবিগুরুর আদর্শে গড়ে উঠুক নয়া ভারত, চান রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি বলেন, "দেশবাসীর পাশে আছে সরকার, নতুন ভারত গড়ে উঠছে । "

author img

By

Published : Jun 20, 2019, 11:23 AM IST

Updated : Jun 20, 2019, 11:34 AM IST

ছবি সৌজন্যে : ANI

দিল্লি, 20 জুন : আজ বাদল অধিবেশনের চতুর্থ দিন । এর আগে গত তিনদিনে প্রধানমন্ত্রী-সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা সংসদে শপথ গ্রহণ করেছেন । আজ রাষ্ট্রপতির ভাষণ দিয়ে সংসদের অধিবেশন শুরু হল । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কথায় উঠে এল, সরকারের ভাবনা, দেশের উন্নয়ন ও কবিগুরুর আদর্শ ।

আজ ভাষণ দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তিনি বলেন, "নতুন সরকার সবার কথা ভেবে কাজ করে । মনে রাখতে হবে, চিত্ত যেথা ভয় শূন্য-কে আদর্শ করেই আমার সরকার এগোবে । সব কা সাথ সব কা বিকাশই লক্ষ্য ।"

সেইসঙ্গে সংসদে মহিলা সাংসদদের সংখ্যাও বেড়েছে । তা নিয়ে যারপরনাই খুশি রাষ্ট্রপতি । বলেন, "এর থেকে বোঝাই যাচ্ছে, নতুন ভারতের লক্ষ্য সঠিক । মহিলাদের ক্ষমতায়ন হচ্ছে ।"

কেন্দ্রের নয়া সরকারকেও অভিবাদন জানান রাষ্ট্রপতি । তিনি বলেন, "মানুষ গণতন্ত্রে ভরসা রেখেছে । তাদের ধন্যবাদ প্রাপ্য । সেইসঙ্গে আমার সরকার সবার বিকাশের কথা ভেবেছে । মানুষ তাও বুঝতে পেরেছে । তাই, 5 বছরের কার্যক্রমের পর ফের একবার একই সরকারকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ফিরিয়ে এনেছে ।"

দিল্লি, 20 জুন : আজ বাদল অধিবেশনের চতুর্থ দিন । এর আগে গত তিনদিনে প্রধানমন্ত্রী-সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা সংসদে শপথ গ্রহণ করেছেন । আজ রাষ্ট্রপতির ভাষণ দিয়ে সংসদের অধিবেশন শুরু হল । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কথায় উঠে এল, সরকারের ভাবনা, দেশের উন্নয়ন ও কবিগুরুর আদর্শ ।

আজ ভাষণ দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । তিনি বলেন, "নতুন সরকার সবার কথা ভেবে কাজ করে । মনে রাখতে হবে, চিত্ত যেথা ভয় শূন্য-কে আদর্শ করেই আমার সরকার এগোবে । সব কা সাথ সব কা বিকাশই লক্ষ্য ।"

সেইসঙ্গে সংসদে মহিলা সাংসদদের সংখ্যাও বেড়েছে । তা নিয়ে যারপরনাই খুশি রাষ্ট্রপতি । বলেন, "এর থেকে বোঝাই যাচ্ছে, নতুন ভারতের লক্ষ্য সঠিক । মহিলাদের ক্ষমতায়ন হচ্ছে ।"

কেন্দ্রের নয়া সরকারকেও অভিবাদন জানান রাষ্ট্রপতি । তিনি বলেন, "মানুষ গণতন্ত্রে ভরসা রেখেছে । তাদের ধন্যবাদ প্রাপ্য । সেইসঙ্গে আমার সরকার সবার বিকাশের কথা ভেবেছে । মানুষ তাও বুঝতে পেরেছে । তাই, 5 বছরের কার্যক্রমের পর ফের একবার একই সরকারকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ফিরিয়ে এনেছে ।"

Jammu, June 20 (ANI): Ahead of International Yoga Day, BSF personnel performed yoga near International Border (IB) on Thursday. The event was organised in Jammu's Ranbir Singh Pura sector. International Yoga Day is celebrated on June 21, every year.
Last Updated : Jun 20, 2019, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.