ETV Bharat / briefs

সানদাজপুরে বেশিরভাগ বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া চলছে ভোটগ্রহণ - cpi(m) candidate

সানদাজপুরের বেশিরভাগ বুথেই কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট চলছে অভিযোগ ।

voitng
author img

By

Published : May 12, 2019, 9:57 AM IST

Updated : May 12, 2019, 11:56 AM IST

বাঁকুড়া, 12 মে : সকাল সকাল ভোট দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী অমিয় পাত্র । 251 নম্বর তালডাংরা বিধানসভার 98 নম্বর বুথে আজ সকালেই লাইন দেন তিনি ।

Amiya Patra
ভোট দিলেন CPI(M) প্রার্থী অমিয় পাত্র

গরম এড়াতে সকালেই ভোট দেওয়া শুরু হয়ে গেছে বাঁকুড়া লোকসভাকেন্দ্রের বিভিন্ন বুথে । এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে । তবে অভিযোগ, সানদাজপুরের বেশিরভাগ বুথেই কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোট চলছে । রাতে কেন্দ্রীয় বাহিনী থাকলেও সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই ।

bankura voting
কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট চলছে সানদাজপুরের বুথে

252 নম্বর বাঁকুড়া বিধানসভার 84 ও 85 নম্বর বুথে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ভোট দিতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন ভোটাররা । প্রিজ়াইডিং অফিসারকে বিষয়টি জানালেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ।

বাঁকুড়া, 12 মে : সকাল সকাল ভোট দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী অমিয় পাত্র । 251 নম্বর তালডাংরা বিধানসভার 98 নম্বর বুথে আজ সকালেই লাইন দেন তিনি ।

Amiya Patra
ভোট দিলেন CPI(M) প্রার্থী অমিয় পাত্র

গরম এড়াতে সকালেই ভোট দেওয়া শুরু হয়ে গেছে বাঁকুড়া লোকসভাকেন্দ্রের বিভিন্ন বুথে । এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে । তবে অভিযোগ, সানদাজপুরের বেশিরভাগ বুথেই কেন্দ্রীয় বাহিনী ছাড়াই ভোট চলছে । রাতে কেন্দ্রীয় বাহিনী থাকলেও সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই ।

bankura voting
কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট চলছে সানদাজপুরের বুথে

252 নম্বর বাঁকুড়া বিধানসভার 84 ও 85 নম্বর বুথে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ভোট দিতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন ভোটাররা । প্রিজ়াইডিং অফিসারকে বিষয়টি জানালেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ।

Intro:সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেয়া শুরু করেছেন বাঁকুড়ার ভোটাররা। 252 নম্বর বিধানসভার 84 85 নম্বর বুথে পর্যাপ্ত আলো না থাকার অভিযোগ ভোটারদের।


Body:বাঁকুড়া শহরের উত্তাপে রাতে সাত সকালে ভোটারদের লাইন বুথে বুথে। মূলত শহরের প্রায় সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া চলছে ভোট। শহরের সন্তোষপুর এর বুথ গুলিতে রাত্রিতেও কেন্দ্রীয় বাহিনী থাকলেও সকাল থেকে আর কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই এমনটাই অভিযোগ। এদিকে 252 নম্বর বিধানসভার 84 85 নম্বর বুথে আলোর ব্যবস্থা না থাকায় ভোটারদের ভোট দিতে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন ভোটাররা। প্রিসাইডিং অফিসার কে বিষয়টি জানালেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি।


Conclusion:ভোট কিছুটা বিলম্বে শুরু হলো এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে বাঁকুড়া বিভিন্ন জায়গায়।
Last Updated : May 12, 2019, 11:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.