কোতুলপুর,24 জুলাই: 17 জুলাই কোতুলপুরের রামডিহা বাজারে বোমাবাজির ঘটনায় অভিযুক্ত সন্দেহে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কোতুলপুর থানার পুলিশ। ধৃতের নাম বচ্চন গাজী। আজ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশের তরফে টিআই প্যারেডের আবেদন করা হয়, যা মঞ্জুর করে আদালত।
17 জুলাই সন্ধে নাগাদ রামডিহা বাজারে একটি ভুষিমালের দোকানে এক দুষ্কৃতী মুখোশ পরে চড়াও হয় এবং ক্যাশ বাক্স থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। দোকানের মালিক সেই সময় দোকানে একা ছিলেন। তবে দুষ্কৃতী দোকানে টাকা ছিনতাই হওয়ার আগেই দোকানের কর্মচারী এসে পড়ে এবং দুষ্কৃতীকে ধরার চেষ্টা করে। অবস্থা বেগতিক দেখে বোমাবাজি করতে করতে দুস্কৃতী পালিয়ে যায় । বিষয়টি নিয়ে কোতুলপুরের ব্যবসায়ী সমিতির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয় ।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ । ঘটনার দিনের CCTV ফুটেজ দেখে দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাছিল পুলিশ । এরপর বিশেষ সূত্রে খবর পেয়ে আজ ভোর রাতে কোতুলপুরের বৈতল এলাকা থেকে বচ্চন গাজী নামে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। আজ ধৃতকে আদালতে তোলা হলে পুলিশের তরফে টিআই প্যারেডের আবেদন করা হয়, যা মঞ্জুর করে আদালত।