ETV Bharat / briefs

কোচবিহারে পুলিশ সুপারের বদলির ঘটনা দুঃখজনক : পার্থ

কোচবিহারের পুলিশ সুপারের বদলির ঘটনার সমালোচনা করলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর মতে, কোচবিহারের পুলিশ সুপার বদলির ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলেও মনে করেন তিনি।

পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Apr 11, 2019, 6:05 AM IST

রানাঘাট, ১১ এপ্রিল : কোচবিহারের পুলিশ সুপারকে বদলির ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

গতকাল নদিয়ার চাকদায় এক কর্মীসভার ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, "যাকে ধরে জেলের মধ্যে রাখতে পারে নির্বাচন কমিশন তার কথাতেই সুপার বদল হল। নির্বাচন কমিশনের এই ধরনের কাজ মানুষের মনে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। আশা করব নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রাখবে।"

তাঁর আরও মন্তব্য, "এই বাংলায় শান্তি, সম্প্রতি, ঐক্যের বাতারবরণ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরিস্থিতিকে বিঘ্নিত করার চেষ্টা হলে সেই দিকটাও কমিশনের খতিয়ে দেখা উচিত।" পাশাপাশি তাঁর ক্ষোভ নির্বাচন কমিশন তৃণমূলের অভিযোগ খতিয়ে দেখছে না। ফেলে রাখছে। অথচ BJP-র অভিযোগ দেখছে। তাঁর কথায়, "আমরা বহু অভিযোগ নির্বাচন কমিশনকে দিয়েছি। অথচ দেখা যাচ্ছে সেই সমস্ত অভিযোগগুলিকে খতিয়ে দেখা হয়নি। অথচ মঞ্চ থেকে দাঁড়িয়ে BJP নেতা বললেন উর্দি খুলে নেব। তাঁকে এই কথা বলার জন্যই জেলা পাঠানো উচিত ছিল। অথচ তাঁরই কথা শুনে নির্বাচন কমিশন SP বদল করল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এর প্রতিবাদ করি।"

রানাঘাটের তৃণমূল প্রার্থী রুপালি বিশ্বাসের জয়ের বিষয়ে আশাবাদী পার্থবাবু। তিনি বলেন, "রুপালি বিশ্বাস কয়েক লাখ ভোটে জিতবে। ওদের প্রার্থীকে গুরুত্ব দিয়ে লাভ নেই। ওদের প্রার্থী আছে, কিন্তু ভোট থাকবে না।"

রানাঘাট, ১১ এপ্রিল : কোচবিহারের পুলিশ সুপারকে বদলির ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

গতকাল নদিয়ার চাকদায় এক কর্মীসভার ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, "যাকে ধরে জেলের মধ্যে রাখতে পারে নির্বাচন কমিশন তার কথাতেই সুপার বদল হল। নির্বাচন কমিশনের এই ধরনের কাজ মানুষের মনে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। আশা করব নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রাখবে।"

তাঁর আরও মন্তব্য, "এই বাংলায় শান্তি, সম্প্রতি, ঐক্যের বাতারবরণ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পরিস্থিতিকে বিঘ্নিত করার চেষ্টা হলে সেই দিকটাও কমিশনের খতিয়ে দেখা উচিত।" পাশাপাশি তাঁর ক্ষোভ নির্বাচন কমিশন তৃণমূলের অভিযোগ খতিয়ে দেখছে না। ফেলে রাখছে। অথচ BJP-র অভিযোগ দেখছে। তাঁর কথায়, "আমরা বহু অভিযোগ নির্বাচন কমিশনকে দিয়েছি। অথচ দেখা যাচ্ছে সেই সমস্ত অভিযোগগুলিকে খতিয়ে দেখা হয়নি। অথচ মঞ্চ থেকে দাঁড়িয়ে BJP নেতা বললেন উর্দি খুলে নেব। তাঁকে এই কথা বলার জন্যই জেলা পাঠানো উচিত ছিল। অথচ তাঁরই কথা শুনে নির্বাচন কমিশন SP বদল করল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এর প্রতিবাদ করি।"

রানাঘাটের তৃণমূল প্রার্থী রুপালি বিশ্বাসের জয়ের বিষয়ে আশাবাদী পার্থবাবু। তিনি বলেন, "রুপালি বিশ্বাস কয়েক লাখ ভোটে জিতবে। ওদের প্রার্থীকে গুরুত্ব দিয়ে লাভ নেই। ওদের প্রার্থী আছে, কিন্তু ভোট থাকবে না।"

Intro:কোচবিহারের পুলিশ সুপারকে বদলি ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন।
নদিয়ার চাকদায় আজ এক কর্মী সভার ফাঁকে পার্থ বাবু সাংবাদিকদের কাছে অভিযোগ করেন যে, নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছে না।কোচবিহারে পুলিশ সুপারের বদলির বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে ইতিমধ্যেই তাঁরা নির্বাচন কমিশনকে জানিয়েছেন।পার্থবাবুর আরো অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সমস্ত অভিযোগগুলো নির্বাচন কমিশনে করা হচ্ছে সেগুলোর কোনো সুরাহা হচ্ছে না, অথচ বিজেপির পক্ষ থেকে বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে যে সমস্ত অভিযোগ করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন সচেষ্ট হচ্ছেন। এদিন পার্থ বাবু রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রুপালি বিশ্বাস এর সমর্থনে চাকদা চুয়াডাঙ্গা থেকে বেলে পর্যন্ত একটি অংশ নেন পরে ধানতলা কামালপুর একটি নির্বাচনী সভা করেন।Body:RANAGHAT PARTHOConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.