বড়ঞা, 5 জুন : ধারদেনা করে জমিতে ধান চাষ করেছিলেন, কিন্তু আমফানে জমির সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়ায় আত্মহত্যা করলেন এক কৃষক। মৃত কৃষকের নাম শীতল দেবনাথ (৪৫)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত শাবলদহ গ্রামে।
আজ সকালে শাবলদহ গ্রামে ওই কৃষকের জমি থেকে কিছুটা দূরে একটি গাছে তার দেহ ঝুলতে দেখে গ্রামের কয়েকজন। তাকে সঙ্গে সঙ্গে নামিয়ে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, " বহু মানুষের থেকে টাকা ধার নিয়ে জমিতে ধান চাষ করেছিলেন। ধান বিক্রি করে সকলের দেনা শোধ করে দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু ঘূর্ণিঝড় আমফানে জমিতেই সব ধান নষ্ট হয়ে যায়। দেনার দায়ে বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নেন ওই কৃষক।
মৃতদেহ উদ্ধারের পরই কবর দেওয়া হয় বড়ঞা থানায় । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।