আলিপুরদুয়ার, 13 জুলাই : ভুটানে পাচারের আগে চার হাজার নেশার ট্যাবলেট ও 480 বোতল কাফ সিরাপ উদ্ধার করল SSB 53 নম্বর ব্যাটেলিয়ন। অভিযানে গ্রেপ্তার আর্ন্তজাতিক মাদক চোরাচালানের সাথে যুক্ত এক পান্ডা। আটক করা হয়েছে পাচারে ব্যবহৃত একটি ছোটো চার চাকার গাড়ি। আজ দুপুরে ধৃতকে আলিপুরদুয়ার আদালতে তোলা হয়েছে।
আজ ভোররাতে ভুটান সীমান্তের জয়গাঁতে SSB এর 53 নম্বর ব্যাটেলিয়নের কমান্ডার অরবিন্দ কুুুমারর নেতৃত্বে অভিযান চালিয়ে উদ্ধার করে চারহাজার নেশার ট্যাবলেট, 480 বোতল কাফ সিরাপ, পাচারে ব্যবহৃত একটি ছোটো চার চাকার গাড়ি। পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম মুবারক শেখ। সে জয়গাঁর ভার্নাবাড়ি চাবাগানের বাসিন্দা।
জয়গাঁ থানার পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক দ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। বিষয়টি নিয়ে জয়গাঁ থানার OC দীপঙ্কর সাহা বলেন, "অভিযুক্তকে আজ আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়েছে। "
উল্লেখ্য, গত এক মাসে ভুটানে পাচারের আগে জয়গাঁতে সাতটি পৃথক ঘটনায় ব্যাপক সাফল্য পেয়েছে SSB এর 53 নম্বর ব্যাটেলিয়ন।