মুর্শিদাবাদ , 26 জুলাই : গত 24 ঘণ্টায় নতুন করে ২৬ জন কোরোনা আক্রান্তের সন্ধান মিলল মুর্শিদাবাদে । আক্রান্তদের মধ্যে রয়েছেন বহরমপুর ব্লকের ৩ জন, কান্দি ব্লকের ৩ জন, রঘুনাথগঞ্জের ৮ জন, লালগোলার ৩ জন, বেলডাঙা-১ ব্লকের ৩ জন । এছাড়া নওদা, সাগরদিঘির, ডোমকল, মুর্শিদাবাদ, রানিনগর, সুতি ব্লকের একজন করে রয়েছে । তাদের সকলকে মাতৃ সদন ও সদর দুই কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে। আজকের পর জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬০ জন। দুই কোরোনা হাসপাতালে চিকিৎসা চলছে মোট ১৩২ জনের ।
কোরোনা আক্রান্তের নিরিখে মুর্শিদাবাদ জেলা ক্রমশ স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের নাগালের বাইরে চলে যেতে বসেছে । এমনটাই দাবি রাজনৈতিক বিরোধীদের । লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়লেও প্রশাসনের পক্ষ থেকে সেভাবে কোনও ব্যবস্থায় নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠতে শুরু করেছে । জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুয়ায়ী, চলতি সপ্তাহেই এই জেলায় নতুন করে ১৮৬ জন আক্রান্তের খবর মিলেছে। পরিসংখ্যান হিসাবে এটা আতঙ্কের বলেই মনে করছেন অনেকে।
মুর্শিদাবাদে নতুন করে কোরোনায় আক্রান্ত ২৬ - মুর্শিদাবাদে নতুন করে কোরোনা আক্রান্তের সংখ্যা ২৬, মোট 560
গত 24 ঘণ্টায় মুর্শিদাবাদে নতুন করে কোরোনা আক্রান্তের সংখ্যা 26 । এই নিয়ে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 560 ।
মুর্শিদাবাদ , 26 জুলাই : গত 24 ঘণ্টায় নতুন করে ২৬ জন কোরোনা আক্রান্তের সন্ধান মিলল মুর্শিদাবাদে । আক্রান্তদের মধ্যে রয়েছেন বহরমপুর ব্লকের ৩ জন, কান্দি ব্লকের ৩ জন, রঘুনাথগঞ্জের ৮ জন, লালগোলার ৩ জন, বেলডাঙা-১ ব্লকের ৩ জন । এছাড়া নওদা, সাগরদিঘির, ডোমকল, মুর্শিদাবাদ, রানিনগর, সুতি ব্লকের একজন করে রয়েছে । তাদের সকলকে মাতৃ সদন ও সদর দুই কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে। আজকের পর জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬০ জন। দুই কোরোনা হাসপাতালে চিকিৎসা চলছে মোট ১৩২ জনের ।
কোরোনা আক্রান্তের নিরিখে মুর্শিদাবাদ জেলা ক্রমশ স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের নাগালের বাইরে চলে যেতে বসেছে । এমনটাই দাবি রাজনৈতিক বিরোধীদের । লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়লেও প্রশাসনের পক্ষ থেকে সেভাবে কোনও ব্যবস্থায় নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠতে শুরু করেছে । জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুয়ায়ী, চলতি সপ্তাহেই এই জেলায় নতুন করে ১৮৬ জন আক্রান্তের খবর মিলেছে। পরিসংখ্যান হিসাবে এটা আতঙ্কের বলেই মনে করছেন অনেকে।