কলকাতা, 8 মে : এখন থেকে কলকাতা পৌরনিগমের বোরো অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র কলকাতা পৌরনিগমের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট চিফের দায়িত্ব পালন করবেন । ডিজ়াস্টার ম্যানেজমেন্ট সম্পর্কিত যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁরা নেবেন ।
পৌর কমিশনার খলিল আহমেদ গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করেছেন । এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আজ থেকে প্রতিটি বোরো অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ররা কলকাতা পৌরনিগমের ডিজ়াস্টার ম্যানেজমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন । কলকাতায় 16 টি বোরো রয়েছে । এই বোরোগুলিতে বিভিন্ন বেআইনি নির্মাণের বিরুদ্ধে ও কোনও বাড়ি বসবাসের জন্য বিপজ্জনক কি না, তা নির্ধারণের ক্ষেত্রে বোরোর ইঞ্জিনিয়ররাই সিদ্ধান্ত নেবেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্যও এই ইঞ্জিনিয়ররাই ব্যবস্থা নেবেন ।"
এতদিন বেআইনি নির্মাণ বা বিপজ্জনক বাড়ি সম্পর্কিত সিদ্ধান্ত পৌরনিগমের প্রধান কার্যালয় থেকে নেওয়া হত । পুর কমিশনারের এই নতুন বিজ্ঞপ্তিতে বোরো অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়রদের হাতে সেই ক্ষমতা দেওয়া হল । পাশাপাশি ডিজ়াস্টার ম্যানেজমেন্ট সম্পর্কিত যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁরা নেবেন ।