ETV Bharat / briefs

ডিজ়াস্টার ম্যানেজমেন্ট চিফের দায়িত্ব পালন করবেন পৌর ইঞ্জিনিয়ররা - municipal engineers will be the chief of disaster management

পৌর কমিশনার খলিল আহমেদ গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করেছেন । এই বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়েছে ।

ডিজ়াস্টার ম্যানেজমেন্ট চিফের দায়িত্ব পালন করবেন পৌর ইঞ্জিনিয়ররা
author img

By

Published : May 8, 2019, 9:26 AM IST

কলকাতা, 8 মে : এখন থেকে কলকাতা পৌরনিগমের বোরো অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র কলকাতা পৌরনিগমের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট চিফের দায়িত্ব পালন করবেন । ডিজ়াস্টার ম্যানেজমেন্ট সম্পর্কিত যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁরা নেবেন ।

পৌর কমিশনার খলিল আহমেদ গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করেছেন । এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আজ থেকে প্রতিটি বোরো অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ররা কলকাতা পৌরনিগমের ডিজ়াস্টার ম্যানেজমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন । কলকাতায় 16 টি বোরো রয়েছে । এই বোরোগুলিতে বিভিন্ন বেআইনি নির্মাণের বিরুদ্ধে ও কোনও বাড়ি বসবাসের জন্য বিপজ্জনক কি না, তা নির্ধারণের ক্ষেত্রে বোরোর ইঞ্জিনিয়ররাই সিদ্ধান্ত নেবেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্যও এই ইঞ্জিনিয়ররাই ব্যবস্থা নেবেন ।"

এতদিন বেআইনি নির্মাণ বা বিপজ্জনক বাড়ি সম্পর্কিত সিদ্ধান্ত পৌরনিগমের প্রধান কার্যালয় থেকে নেওয়া হত । পুর কমিশনারের এই নতুন বিজ্ঞপ্তিতে বোরো অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়রদের হাতে সেই ক্ষমতা দেওয়া হল । পাশাপাশি ডিজ়াস্টার ম্যানেজমেন্ট সম্পর্কিত যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁরা নেবেন ।

কলকাতা, 8 মে : এখন থেকে কলকাতা পৌরনিগমের বোরো অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়র কলকাতা পৌরনিগমের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট চিফের দায়িত্ব পালন করবেন । ডিজ়াস্টার ম্যানেজমেন্ট সম্পর্কিত যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁরা নেবেন ।

পৌর কমিশনার খলিল আহমেদ গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করেছেন । এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "আজ থেকে প্রতিটি বোরো অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ররা কলকাতা পৌরনিগমের ডিজ়াস্টার ম্যানেজমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন । কলকাতায় 16 টি বোরো রয়েছে । এই বোরোগুলিতে বিভিন্ন বেআইনি নির্মাণের বিরুদ্ধে ও কোনও বাড়ি বসবাসের জন্য বিপজ্জনক কি না, তা নির্ধারণের ক্ষেত্রে বোরোর ইঞ্জিনিয়ররাই সিদ্ধান্ত নেবেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্যও এই ইঞ্জিনিয়ররাই ব্যবস্থা নেবেন ।"

এতদিন বেআইনি নির্মাণ বা বিপজ্জনক বাড়ি সম্পর্কিত সিদ্ধান্ত পৌরনিগমের প্রধান কার্যালয় থেকে নেওয়া হত । পুর কমিশনারের এই নতুন বিজ্ঞপ্তিতে বোরো অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়রদের হাতে সেই ক্ষমতা দেওয়া হল । পাশাপাশি ডিজ়াস্টার ম্যানেজমেন্ট সম্পর্কিত যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁরা নেবেন ।

Intro:প্রতিটি বোরো অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কে কলকাতা পৌর নিগমের ডিজাস্টার ম্যানেজমেন্ট চিফের মর্যাদা ও ক্ষমতা দেওয়া হলো। এখন থেকে প্রত্যেকটি বোরো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তার নিজের বোরোর ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রধানের ভূমিকা পালন করবে। কলকাতা পুর নিগমের অন্তর্গত 16 টি বোরোটি আছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট সম্পর্কিত যে কোন বড় সিদ্ধান্ত বোরো অফিসে ইঞ্জিনিয়াররা নেবেন।


Body:পুর কমিশনার খালিল আমার এক বিজ্ঞপ্তি জারি করেছেন। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবার থেকে প্রতিটি বোরো অফিসে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা কলকাতা পৌর নিগমের ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্তা হলেন। কলকাতায় 16 টি বোরো রয়েছে। এই বোরো গুলিতে যেকোনো ধরনের বেআইনি নির্মাণ অথবা বিপজ্জনক বাড়ি ভাড়া করা বা যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সংশ্লিষ্ট বোরো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার। 2011 সালের আগে এই পদ্ধতিতেই ডিসেন্ট্রালাইজ ভাবে কাজ হতো। 2011 সালের পর বর্তমান তৃণমূল পরিচালিত কলকাতা পৌর কর্তৃপক্ষ ক্ষমতায় আসার পর বিষয়টি কেন্দ্রীয়ভাবে সেন্ট্রাল আই পদ্ধতিতে নিয়ে আসা হয়।


Conclusion:বেআইনি বাড়ি নির্মাণ বিপদজনক বাড়ি সম্পর্কিত সিদ্ধান্ত এমনকি প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি হলো সেই ক্ষেত্রে পুরো নিগমের প্রধান কার্যালয় থেকে সিদ্ধান্ত করা হতো এতদিন পর্যন্ত। পুরো কমিশনারের এই নতুন বিজ্ঞপ্তি ফের আবার বোরো অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দের হাতে সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়া হল।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.